আপনার উইন্ডোজের ফন্টকে দিন ম্যাকের মত রূপ!

পৃথিবীর বেশীর ভাগ মানুষই উইন্ডোজ ইউজ করে। এমনকি অনেকে এটাও জানে না যে উইন্ডোজ ছাড়াও পৃথিবীতে আর কোন ও এস আছে! তবে অনেক প্রফেশনালদের মতেই পৃথিবীর বেস্ট ও এস ম্যাক ও এস এক্স! ৃ

এই ম্যাক ও এস এক্স এর একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর ফন্ট টেকনোলজি! ম্যাকের এই উন্নতমানের প্রযুক্তির কারণে ম্যাকের ফন্টগুলো দেখতে হয় একেবারে জীবন্ত! দেখলেই বার বার দেখতে ইচ্ছা করে।

কিন্তু উইন্ডোজের ফন্টে এরকম কিছু নেই! ফলে আগের মত ম্যাড়মেড়ে ভাব রয়েই যায়! আজকে কি মনে করে খুঁজতে বসলাম এমনই এক সফ্টওয়্যারের যা কিনা উইন্ডোজের ফন্টকে ম্যাকের মত রূপ দেবে!
কি ভাগ্য! পেয়েও গেলাম... বেশী খোঁজাও লাগে নি!

উইন্ডোজের ফন্টকে ম্যাকের মত রূপ দেবে যে সফ্টওয়্যারটি এর নাম "GDI"
মাত্র ৪০০ কিলোবাইটের এই সফ্টটি মূহুর্তেই আপনার ফন্টগুলিকে দেবে ম্যাকের মত রূপ!
তো আর দেরী কেন!
এক্ষনি ডাউনলোড করুন এই সাইটটা থেকে।
ঐখানে যেযে দেখবেন ডাউনলোড লিংক দেওয়া আছে।

ইন্সটল পদ্ধতি

ইন্সটল পদ্ধতি একেবারেই সহজ! ডাউনকৃত কম্প্রেস ফাইলটি আনকম্প্রেস করুন।
এর মধ্যে GDITray.exe নামে একটা পোগ্রাম পাবেন। জাস্ট ওটা রান করুন। দেখবেন যে সিস্টেম ট্রে তে একটি নতুন আইকন এসে গেছে "G" নামে। ঐখান থেকেই এনাবল/ডিজাবল সহ নানারকম অপশন পাবেন।

আশা করি সফ্টওয়্যারটি আপনার কাজে দেবে। ভাল লাগলে মন্তব্য আশা করছি। 🙂

পূর্বে আমার ঠিকানায়... প্রকাশিত।

Level New

আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম….ভালোই তো মনে হচ্ছে….
ধন্যবাদ…

খুবেই সুন্দর হয়েছে। ধন্যবাদ টিউন এর জন্য সাইফ দি বস।

Level 0

ধন্যবাদ…আপনাকে ।

ধন্যবাদ শেয়ার করার জন্য

আহামরি তেমন কোন পরিবর্তন দেখিনা।

    না দেখলে আর কি করা 🙁
    যাই হোক..ডিফারেন্সটা সবচেয়ে বেশী ধরতে পারবে এক্সপি ইউজাররা…সেভেনের ফন্ট এমনিতেই একটু উন্নত…তাই পরিবর্তনটা একটু কম চোখে পড়বে। 🙂

জটিল জিনিষ দিয়েছেন ভাই। আমি XP ব্যবহার করি তাই পার্থক্য বুঝতে পারছি।
অনেক ধন্যবাদ আপনাকে।
ট্রে আইকনটা হাইড করা যায় না?

    হাহা…আপনিও দেখি আমার মত চিন্তা করেন…আমিও ঐটাই চিন্তা করছি…
    কোন উপায় পেলে আপনাদের সাথে শেয়ার করব। 🙂

    ভাই এটা ইন্সটল করার সিস্টেম নাই? কম্পিউটার চালু করার পর অটোমেটিক হয় না। ক্লিক করে ওপেন করতে হয়। 🙁

    আছে… আপনি Revo Uninstaller নামান।(ফ্রি) ওখানের অটোরান ম্যানেজার এ পোগ্রাম এড করার অপশন আছে। ওখানে GDI.exe ফাইলটা দেখিয়ে দিন।

Level 0

সাইফ দি বস, আনেক দিন পর।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

Thanks………

আপনার ব্লগে আগেই দেখেছিলাম।
আমার মনে হয় যারা আগে থেকেই Font Smoothing ব্যবহার করে তারা এর তফাত খুব একটা বুঝবে না।
ধন্যবাদ টেকটিউনে শেয়ার করার জন্য।

Level 0

ধন্যবাদ 🙂

temon kisu pelam na boss