রেভমন ভাইরাস রিমুভার টুল্স

রেভমন হচ্ছে একটি ভাইরাসের নাম। রেভমন ভাইরাসে আক্রান্ত হলে কম্পিউটারের স্পীড স্লো হয়ে যায় এবং কম্পিউটারের হার্ড ড্রাইভ এবং ফ্লাস মোমোরিগুলো নরমালি ওপেন করা সম্ভব হয় না । ড্রাইভগুলোতে মাউচ রেখে মাউচের ডানপাশে ক্লিক করলে open ও Explorer লেখাগুলোর পরিবর্তে কতকগুলো এলোমেলো লেখা দেখা যায়।

ravmonjpg.jpg

এছাড়াও autoplay নামে বাড়তি একটি মেনুও দেখা যায়। রেভমন ভাইরাসটি সাধারণ কোনা এন্টিভাইরাস দিয়ে রিমুভ করা যায় না। গুগল থেকে সার্চ করলে ravmon virus রিমুভের অনেক সাইট পাওয়া যায়। যার বেশীরভাই ভাইরাস । ঐ সব সাইট থেকে কোনো কিছু ডাউনলোড না করাই ভাল । Ravmon ভাইরাস রিমুভের জন্য এখানে একটি লিংক দেওয়া হল। Smart virus remover 1.4 এর সাহায্যে আপনি রেভমন ভাইরাস থেকে মুক্তি পেতে পারেন ।

svr.JPG

svruwp.JPG

Level 0

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি এই সমস্যায় অনেকবার পরেছি ধন্যবাদ সাইফুল ভাই।এত ভাল ভাল টিউন তবুও মন্তব্য জমা পরেনা কেন? টেকটিউনসে কি মন্তব্যের খরা(আকাল) পরেছে?

মন্তব্য পড়বে কেমনে বলেন এই রিমুভারটা অনেকে অনেক আগে থেকে ইউজ করে ঠিক আমার মত… কাইন্দেন না ভাই। দিলাম তো মন্তব্য।

আসলে মানুষ মন্তব্য দিতে আলসামি করে। আবার অনেকে বুঝেই না কী মন্তব্য করব..

Level 0

সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ । এটা তো অনেক আগের ভাইরাস ।তারপর ও রেখে দিলাম বলা তো যায় না কখন কাজে লাগে ।
আর হারুন ভাইকে বলছি “মানুষ” বলা নিয়ে ,আসলে আমরা সবাই মানুষ । কিন্ত এখানে টিউনার বললে ভাল দেখায় । রাগ করলেন না তো ।

Level 0

সাইফুল ভাই এটাকি এন্টি ভাইরাসের সাথে(একসাথে) ব্যবহার করা যাবে ?