29.99$ এর ফ্রী কনভার্টার দিয়ে কনভার্ট করি যেকোন ভিডিও বা অডিও নিজের ইচ্ছে মত ফরমেটে।

আসসালামোয়ালাইকুম,

কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালই আছেন। আজ আমি আপনাদের জাবান কিভাবে আমরা যেকোন ভিডিও বা অডিও ফাইলকে আমাদের ইচ্ছে মত ফরমেটে কনভার্ট করতে পারব। আমরা এখনো যারা Android মোবাইল কিনতে পারিনি। আর জাবা অথবা সিম্ব্রিয়ান সেট চালাই তারা সবসময় একটা ভাল মনের কনর্ভাটার খুজি যা দিয়ে কনর্ভাট করা ফাইল আমাদের মোবাইলে ভাল Output দিয়ে চলবে। কিন্তু অনেক কনভার্টার ব্যবহার করে সফল হইনি। কোনটার ভিডিও আউটপুট দেখে আবার বেশির ভাগ কনভার্টার দিয়ে কনভার্ট করার পর বেশির ভাগ মোবাইলেই mp4 ফরমেট সাপোর্ট করেনা। আমি এই বিড়ম্বনা থেকে বের হবার একটা বেষ্ট সফটওয়্যা দিচ্ছি যেটা দিয়ে আপনারা যারা ব্যবহার করবেন তারা সবাই সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ।

এটির নাম হল Allok Video Converter প্রথমেই(৮.৩০ এম.বি)এই লিংক http://kickass.to/allok-video-converter-v4-6-0529-serial-timetravel-h33t-t4789195.html থেকে ডাউনলোড করে নিন। তারপর(win rar সফটওয়্যার দিয়ে Extract করে নিন) ইন্সস্টলেশন শেষ করে Name: TIMETRAVEL আর

serial: BC7AA361 দিয়ে দিন। এবার ইচ্ছে মত আপনার পছন্দের ফাইল কনভার্ট করুন আর মোবাইলে দেখুন। চাইলে HD Quality যেকোন ফাইল কনভার্ট করে আপনার কম্পিউটারেও রাখতে পারেন।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা কি ফরমেট ফ্যাক্টরি থেকেও ভাল?