আমরা অনেকেই যেকোন ফাইল ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। এর মধ্যে সার্বাধিক পরিচিত ডাউনলোড ম্যানেজার হল IDM বা Internet Download Manager. কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হল এটি চুরি করে ব্যবহার করতে হয়, কারন এর ফুল ভার্সন কিনে ব্যবহার করতে হয় তাই। কিন্তু আমি আজ আপনাদের যে ডাউনলোড ম্যানেজারের কথা বলব তা একদম ফ্রী। এটি দিয়ে IDM এর মত না হলে IDM এর প্রায় ৯৯% কাছাকাছি স্পিড ও সুবিধা পাবেন। যেকোন সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন।
প্রথমেই এই লিংক থেকে http://www.freedownloadmanager.org/download.htm ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর আপনার মজিলা ফায়ার ফক্স ব্রাউসারটি বন্ধ করে এটি ইন্সস্টল করুন। ইন্সস্টলেশন শেষ হলে আপনার মজিলা ব্রাউসারটি Open করুন তখন দেখবেন একটি নতুন Plugins addon পেয়েছে এটি Allow করে দিয়ে যেকোন ফাইল ডাউনলোড দিন। দেখবেন এর মাধ্যমে ডাউনলোড শুরু হয়ে গেছে। এবং যার গতি অনেক ভাল।
যারা ব্রাউসার হিসেবে Google Chrome ব্যবহার করেন তারা সফটওয়্যারটি ইন্সস্টলেশন শেষ হলে। তারা প্রথমে সফটওয়্যারটি open করে Option থেকে Setting এর থেকে Monitoring এ গিয়ে Google Chrome বাটনটি টিক মার্ক দিয়ে দিন এবং এর নিচের Flash video তেও Google chrome দিয়ে দিন ব্যাস কাজ শেষ। এবার ডাউনলোড করুন দারুন স্পিডে। কোন সমস্যা ছাড়াই।
আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।
vi youtube theke ki automatically download hobe??