ডাউনলোড করতে ব্যবহার করি Free download manager.

আমরা অনেকেই যেকোন ফাইল ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। এর মধ্যে সার্বাধিক পরিচিত ডাউনলোড ম্যানেজার হল IDM বা Internet Download Manager. কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হল এটি চুরি করে ব্যবহার করতে হয়, কারন এর ফুল ভার্সন কিনে ব্যবহার করতে হয় তাই। কিন্তু আমি আজ আপনাদের যে ডাউনলোড ম্যানেজারের কথা বলব তা একদম ফ্রী। এটি দিয়ে IDM এর মত না হলে IDM এর প্রায় ৯৯% কাছাকাছি স্পিড ও সুবিধা পাবেন। যেকোন সাইট থেকে ফাইল ডাউনলোড করতে পারবেন।

প্রথমেই এই লিংক থেকে http://www.freedownloadmanager.org/download.htm ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর আপনার মজিলা ফায়ার ফক্স ব্রাউসারটি বন্ধ করে এটি ইন্সস্টল করুন। ইন্সস্টলেশন শেষ হলে আপনার মজিলা ব্রাউসারটি Open করুন তখন দেখবেন একটি নতুন Plugins addon পেয়েছে এটি Allow করে দিয়ে যেকোন ফাইল ডাউনলোড দিন। দেখবেন এর মাধ্যমে ডাউনলোড শুরু হয়ে গেছে। এবং যার গতি অনেক ভাল।

যারা ব্রাউসার হিসেবে Google Chrome ব্যবহার করেন তারা সফটওয়্যারটি ইন্সস্টলেশন শেষ হলে। তারা প্রথমে সফটওয়্যারটি open করে Option থেকে Setting এর থেকে Monitoring এ গিয়ে Google Chrome বাটনটি টিক মার্ক দিয়ে দিন এবং এর নিচের Flash video তেও Google chrome দিয়ে দিন ব্যাস কাজ শেষ। এবার ডাউনলোড করুন দারুন স্পিডে। কোন সমস্যা ছাড়াই।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vi youtube theke ki automatically download hobe??

@Rohosstex: youtebe থেকে সরাসরি ডাউনলোড হবে। আপনি Youtube এ আপনার পছন্দের ভিডিও প্লে করে প্লেয়ার এর উপর মাউস পয়েন্টার রাখুন দেখবেন Download manager এর আইকন দেখা যাচ্ছে। তারপর সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

vi proxy ki use kora jabe????r ami youtube video ar upor download icon khuje pay ni.plz help me

@Rohosstex: proxy use করা যাবে কিনা আমি জানিনা কারন আমি কখনো Proxy ব্যবহার করি নাই। সাধারনত প্লেয়ার এর বাম দিকে উপরে Icon দেখায়। যদি এর পরও সমস্যা হয় তাহলে আপনার পছন্দের ফাইটি youtube এ চালান তার পর ব্রাউসারের আড্রেস বারে গিয়ে শুধু www. কেটে ss বসিয়ে দিন তারপর Enter press করুন। ব্যস আপনার ইচ্ছে মত ফরমেটে এবার ফাইল ডাউনলোড করতে পারবেন।
আমি একটা উদাহরন দিচ্ছিঃ https://www.youtube.com/watch?v=9dJOKvj3HrY&html5=1 এভাবে আপনার ফাইটি প্লে হওয়া শুরু হলে আপনি শুধু ssyoutube.com/watch?v=9dJOKvj3HrY&html5=1 দিয়ে Enter press করুন।

Level 0

vi ai process ki IDM ar khetreo Projojjo?ami koyekdin dhore Youtube theke kno download korte pari nay.youtube video on korle IDM koyek KB ar download nay.plz suggest me

Level 0

vai proxy useable amon 1ta dan… ei ta te toh jai na….

@Rohosstex: শুধু FDM বা IDM কেন যেকোন ডাউনলোড ম্যানেজারে আমার এই ট্রিক্স ১০০% কার্যকর।

@Samanto: proxy use করার জন্য তো IDM ভাল কিন্তু এর জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। আমি ঝামেলা থেকে বাইরে থাকার জন্য এইটা ব্যবহার করি।
ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য।

Level 0

you most well come…..

মমিনুল ভাই, FDM দিয়ে torrent ডাউনলোড করা যায় কিভাবে। জানালে ভাল হয়।

ব্যবহার করে দেখি।