আমি TT তে অনেক দিন দরে আছি কিন্তু কোন পোস্ট করতে পারি না কারন আমি বাংলা লিখতে পারি না। কিন্তু বাংলালায়ন এর এই সমস্যার জন্য কেউ টিউন করছে না, বা করেছে আমি মিস করেছি। তাই কেউ যদি টিউন করে থাকেন তা হলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বাংলালায়ন এর নতুন যেই Sequans মোডেম ব্যাবহার করি এটি কানেক্ট অবস্তায় কোন USB drive যেমনঃ- Pendrive, Memoricard ইত্যাদি কানেক্ট করার পর খুলে পেললে মডেম Hang বা Disconnect হয়ে যায়। আমরা অনেকে Windows Safley Remove দিয়ে USB drive রিমুব করি কিন্তু তবুও সমস্যা হয়। অনেকে আবার এই সমস্যার কারনে বিরক্ত হয়ে মডেম চলা অবস্থায় কিছু কানেক্ট ও করেন না। এই সমস্যার সমাধান হচ্ছে একটি Safely Remove Software আমরা অনেকে সফটওয়্যারটি ব্যাবহার করি আবার অনেকে আবার করি না। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
সফটওয়্যারটি সাধারন সফটওয়্যার এর মত সেটআপ দিন, Creck ফাইল কপি করে program files এর সেটাপ ফোল্ডার এ না দিলে সিরিয়াল নাম্বার কাজ করবে না। না বুঝলে টেক্সট ফাইল এ নিয়ম দেওয়া আছে। সুধু কিছু সেটিং পাল্টাতে হবে যেমন:-
Device Power Management টিক দেওয়া আছে কিনা দেখে নিন (Open software > View > Options>Genarel.... এবং কম্পিউটার রিস্টার্ট দিন। কাজ শেষ USB drive সফটওয়্যার দিয়ে রিমুব করুন মডেম Hang বা Disconnect হবে না।
যদি বুঝতে আপনাদের কোন সমস্যা হয় তা হলে এই ভিডিও Tutorial টি ডাউনলোড করে নিন। ভিডিও টি play/pause করে দেখবেন কারন ভিডিওর সাইজ কমানোর জন্য আমি দ্রুত কাজ করেছি।
আমি অনেক কষ্ট করে অভ্র দিয়ে বাংলা লিখে পোস্ট করি লেখায় কোন ভুল থাকলে ক্ষমা করবেন।
ফেসবুকে আমি - Abdul Motaleb
আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই সমস্যাটা আজব। মে বি শুধু আপনার সিস্টেমে। যাইহোক বাংলালায়নের LTE আসার অপেক্ষা করতেছি।