3GP বা MP4 ফাইল মোবাইলেও চলে না Rename ও হয় না ? কষ্ট করে আবার Convert করছেন ?

3GP বা MP4 ফাইল মোবাইলেও চলে না Rename ও হয় না কিন্তু আবার অনেক নকিয়া মোবাইলে চলে। এই সমস্যা টা এখন অনেকের হচ্ছে । এই সমস্যায় বেশি ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। যারা Memoricard লোড করার ব্যবসা করে। তারা কনভার্ট করতে করতে বলে আর ব্যবসা করার দরকার নাই। এখন আমি বলব একটা কম্পিউটার এ কত ধরনের সমস্যা হয় কেউ এটার হিসাব রাখতে পারবে না। কারন যত দিন যায় নতুন নতুন সমস্যা দেখা যায়। কম্পিউটার এর সমস্যা থাকবে তাই বলে সব ছেড়ে দিতে হবে এটা তো কোন কথা না। সবাই জানে এই সমস্যার সমাধান একটাই সব ফাইল কনভার্ট করা। কিন্তু আপনি যখন ২৫০-৩০০ জিবি ফাইল কনভার্ট করতে যাবেন তখন আপনার অবস্থা কি হবে? দুঃখের বিষয় টা হছে আমি এর কারন টা এখনও সঠিক ভাবে জানতে পারি নাই। তবে এর সমাধান টা জানি!

lock video unlock

এবার সমাধান এ আসুন আগে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

সফটওয়্যার টি সেটআপ দিন। সেটআপ দিতে কোন সিরিয়াল এর দরকার নেই কারন সফটওয়্যার টি ফ্রি।

সফটওয়্যার টি সেটআপ দেওয়ার পর এই ভিডিও Tutorial টি ডাউনলোড করে নিন। ভিডিও টি play/pause করে দেখবেন কারন ভিডিওর সাইজ কমানোর জন্য আমি দ্রুত কাজ করেছি। আমি স্ক্রীনশট দিয়ে টিউন করলে অনেক বড় হয়ে যাবে তাই ভিডিও দিয়েছি। অথবা ভিডিও টি দেখতে এই লিঙ্ক এ যান।

আমি অনেক কষ্ট করে অভ্র দিয়ে বাংলা লিখে পোস্ট করি লেখায় কোন ভুল থাকলে ক্ষমা করবেন।
ফেসবুকে আমি - Abdul Motaleb

Level 0

আমি আবদুল মোতালেব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস