হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই,
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের কাছে বিশ্বে অন্যতম একটি জনপ্রিয় PC Tun-up সফটওয়্যার নিয়ে আলোচনা করব। যা শুধু আপনার কম্পিউটার গতিই বৃদ্ধি করবে না তার পাশা পাশি আপনি চাইলে আপনার কম্পিউটারে Look change করতে পারবেন। এতে আপনার কম্পউটার দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি চাইলে স্কিন প্যাক ডাউনলোড করে আইকন পরিবর্তন করতে পারবেন তার পাশাপাশি স্টার্টিং স্কিন ও পরিবর্তন করতে পাবেন। ব্যহার করে দেখুন এর হাজার সুবিধা।
এখন আসি মূল কথায় প্রথমে এই খান থেকে http://www.tune-up.com/download/ফ্রী ভার্সনটি ডাউনলোড করে নিন। তারপর ইন্স্স্টল করে নিন। আর serial key: TMACO-HRNAV-OZGB2-ADQKE-WC2K2-XCY2J এইটা দিয়ে দিন আর ব্যবহার করুন 39$ এর একবছরের এই সফটওয়্যার একদম ফ্রী।
সবাই ভাল থাকবেন।
আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।
Tune UP Utilities 2014 is also powered by AVG……Same software..!!