বাংলালিঙ্কে ৩জি গতিতে ডাউনলোড করুন ফ্রীতে। (শুধু এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য)

এটা আমার প্রথম টিউন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে শুরু করছি আজকের টিউন।
প্রথমেই নতুন APN টি SAVE করুন→(1)
name: own name
proxy:141.0.11.241
port:80
এরপর সেভ করুন। তারপর opera mini টা lunch করুন। setting এ গিয়ে advance এ যান তারপর protocol এ যান এবং HTTP (2) সেভ করুন।
এবার আপনার অন্য যে কোন সিমে data pack কিনুন। যা কিছু ডাউনলোড দেওয়ার প্রয়োজন তা ডাউনলোড দিন এবং এক percent বা কিছু ডাটা টানার পর ডাউনলোড পজ করুন। এরপর বাংলালিঙ্কে data connection দিয়ে যখন দেখবেন ডাটা আদান প্রদান হচ্ছে তখন ডাউনলোড restart দিন। আর উপভোগ করুন ৩ জি গতির ডাউনলোড।

 

 

 

 

 

 

 
বড় ফাইল ডাউনলোড করতে http://hideme.be সাইট ব্যবহার করতে পারেন।
এই ভাবে আমি ১ জিবি ডাউনলোড করছি।
দয়া করে কেউ সিমে টাকা রাখবেন না তাহলে টাকা কাটবে।
কারও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
খোদা হােফজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আমার প্রথম টিউন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে শুরু করছি আজকের টিউন।
প্রথমেই নতুন APN টি SAVE করুন→(1)
name: own name
proxy:141.0.11.241
port:80
এরপর সেভ করুন। তারপর opera mini টা lunch করুন। setting এ গিয়ে advance এ যান তারপর protocol এ যান এবং HTTP (2) সেভ করুন।
এবার আপনার অন্য যে কোন সিমে data pack কিনুন। যা কিছু ডাউনলোড দেওয়ার প্রয়োজন তা ডাউনলোড দিন এবং এক percent বা কিছু ডাটা টানার পর ডাউনলোড পজ করুন। এরপর বাংলালিঙ্কে data connection দিয়ে যখন দেখবেন ডাটা আদান প্রদান হচ্ছে তখন ডাউনলোড restart দিন। আর উপভোগ করুন ৩ জি গতির ডাউনলোড।

    Level 2

    @Reaz Ul Islam: টিউন আর টিউমেন্ট এক হা হা হা

Level 2

সবার কি এনড্রয়েড আছে নাকি ?
কম্পিউটারে কি খবর থাকলে দেন নাইতে ঁঁঁঁঁঁঁঁঁঁঁ

Level 8

@ কামাল ভাই
computer এর কোন ট্রিক্স আমার জানা নাই।

Level 8

কেউ বুঝতে না পারলে টিউনমেন্টে জানাবেন যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করতে।

Level 0

Vai java te ke hobe ???

Level 8

@SK miskat
চেষ্টা করে দেখতে পারেন। আমি চেষ্টা করিনি হতে পারে।

ভাই এই ভাবে কি ব্রাউজ করা যাবে। নাকি সব সমই অন্ন সিম থেকে ১% ডাউনলড কোরে তারপর এই ট্রিক্সে ডাউনলড করতে হবে। ব্যাপারটা এক্তু খুলে বলুন। আমরা তো সুধু ডাউনলড না কিছু ব্রাউজ ও করতে চাই। তাকি এটাতে সম্ভহব? আর আপনি অপেরা কোন ভারসনের কথা বলছেন? সব কিছু এক্তু খুলে বলুন।

Level 0

ata jader 2 sim tader jonno balo. one sime a mb kate tar por free chole

Level 8

@ tarikulislam
ভাই আপনি প্রথমত 0.facebook.com চালাতে পারবেন। আর ডাউনলোড করতে চাইলে অন্য সিমে ডাটা প্যাক অথবা ওয়াইফাই জোন ব্যবহার করেও ডাউনলোড করতে পারবেন। ৩জি নেটওয়ার্কের আওতায় থাকলে ৩ জি গতিতে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করতে চাইলে এই নিয়মে ডাউনলোড করতে হবে। opera mini 7.5.3। এটা google play store এ পাবেন।

Level 0

bl এ ডাটা কানেকশন করার সময় কোন সেটিং ইউস কর্তে হবে ?
অরজিনাল না, যেটা নতুন বানায়ছেন ?

Level 8

@ranacpi
নতুন যেটা তৈরি করেছেন ঐটা দয়ে ডাউনলোড করতে হবে। আর অন্য সিমে ডাটা প্যাক কিনতে হবে।

download fail dekhaitese akhon. ata ki bondho hoa gese??

wifi zone a dwnld srt kore thn pause diye BL data cnncthn on kore resume dile hobe na??
ara ta ki bar bar korte hobe naki jst 1st time ai??

ar jekono opera mini tei ki possible?

Level 8

এই ট্রিক্স টি এখন বন্ধ করে দিয়েছে তাই আর ডাউনলোড হবে না।