নিয়ে যান একটি সুন্দর সফটওয়্যার সাথে ব্যাবহার করার নিয়ম এবং একটি কাজের সার্চ ইঞ্জিন

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে হয়তো Mipony সফটওয়্যার ব্যাবহার করেছেন। অনেকে হয়তো করেননি। আজ আমি এই সফটওয়্যারটি ব্যাবহার করার পদ্ধতি দেখাবো এবং একটা সার্চ ইঞ্জিন সম্পকে কিছু কথা বলবো। যদিও এই দুইটা টপিক নিয়ে অনেক টিউন হয়েছে আলাদাভাবে তাই এবার দুইটা একসাথে ব্যাবহার করে দেখাবো। আশা করি ভালো লাগবে।

প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন

MiPony_2.1.0

এবার নিম্মেরমত করে ইন্সটল করুন

সফটওয়্যারটি ক্লোজ করবেন না। এবার নিম্মের লিঙ্কে প্রবেশ করুন

http://rapid-search-engine.com/

এবার আপনি যে সফটওয়্যার ডাউনলোড করার জন্য খুঁজছেন তা সার্চ বক্সে লিখে সার্চ বাটনে ক্লিক করুন

এবার নিম্মের মতো স্ক্রীন আসবে যেখানে সার্চ রেজাল্ট দেখাবে

এই সার্চ ইঞ্জিন যেসব সাইট থেকে ডাটা সংগ্রহ করে সেসব নিম্মে দেওয়া হল

RapidShare.com

MediaFire.com

4Shared.com

HotFile.com

DepositFiles.com

Uploading.com

LetItBit.net

Crocko.com

Ul.to

TurboBit.net

FileFactory.com

NetLoad.in

FileServe.com

BitShare.com

ZippyShare.com

Vip-File.com

FreakShare.com

UploadStation.com

Filerio.in

FilePost.com

FileJungle.com

Extabit.com

Share-Online.biz

HulkShare.com

UniBytes.com

Sendspace.com

Firedrive.com

NovaMov.com

Scribd.com

Ziddu.com

Rapidgator

HitFile.net

Hightail.com

Peejeshare.com

GameFront.com

FiberUpload.net

JumboFiles.com

LuckyShare.net

AsFile.com

RyuShare.com

depFile.com

Filecloud.io

Terafile.co

SoundCloud.com

Docstoc.com

2Shared.com

Dropbox.com

Box.com

Cramit.in

MegaShares.com

eSnips.com

এছাড়া আপনি সার্চ রেজাল্ট কাস্টম করতে পারবেন  নিম্মেরমত করে

এবার যেকোনো একটা লিঙ্কের ডাউনলোড বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করে "copy link location" সিলেক্ট করুন

এবার Mipony সফটওয়্যারে যান। প্রথমে add links ট্যাবে ক্লিক করুন। এরপর খালি যায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে paste and detect links সিলেক্ট করুন। নিম্মের মতো কাজ করুন

এখন নিম্মের মতো রেজাল্ট পাবেন

আবার অনেক সময় নিম্মেরমত অনেক ডাউনলোড লিঙ্ক পাবেন আপনার যেটা ভালো মনে হয় ডাউনলোড করবেন

এবার লিঙ্কটায় মাউসের রাইট বাটন ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করুন

এবার নিম্মের মতো স্ক্রীন পাবেন। terms and condition অপশন আসলে চেক বক্স সিলেক্ট করে ওকে করুন।

কেপচা এন্ট্রি ফিল্ড আসলে এন্ট্রি করুন। এরপর ডাউনলোড স্টার্ট হবে

ডাউনলোড করা ফাইল পাবেন নিম্মের লোকেশনে

Mipony দ্বারা আপনি যেসব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেসব সাইট থেকে internet download manager দিয়ে অনেকসময়ই ডাউনলোড করা যায়না। এই সফটওয়্যার দিয়ে যেসব সাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেগুলো হচ্ছে -


নিম্মে সফটওয়্যারটির আরও কিছু স্ক্রীনশট দেওয়া হল

যারা  Mipony ব্যাবহার করবেন না তারা নিম্মেরমত করে ডাউনলোড করবেন

 

নিম্মেরমত করে সার্চ রেজাল্ট আসবে

 

যদি কোন ফাইলে পাসওয়ার্ড থাকে সেটা লিখা থাকবে। নিম্মের মতো করে ডাউনলোড করবেন

 

যতটুকু পেরেছি চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য। ভুলত্রুতি হলে ক্ষমা করবেন।

ধন্যবাদ

Level 0

আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post………..

@jahid husain@ ধন্যবাদ ভাইয়া

Thanks…search engine টা ভাল লাগলো

@ফ্রীওয়্যার সিজান@ আপনাকেও ধন্যবাদ

mediafire -a kivaba search karbo

@িমরাজ@ টিউন ভালো করে পরুন লিখা আছে কাস্টম সার্চ কিভাবে করতে হয়।
রেজাল্ট পেজের বামদিকে উপরে All Hosts এর যায়গায় mediafire.com সিলেক্ট করুন। picture এ দেওয়া আছে।

ধন্যবাদ

@িমরাজ@ আপনাকেও ধন্যবাদ

অনেক ভাল লাগল ভাইয়া

@srabon khan@ আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগল ভাইয়া

Level 2

ধন্যবাদ

@Riad1203@ apnakeo dhonnobad 😀

Thank You vary much for this post. This is really very usefull