ইউটিউবে নিরাপদ থাকার মেগা পোস্ট …

বিশ্বের এক নম্বর ভিডিও দেখার সাইট নিঃসন্দেহে ইউটিউব। ইউটিউবে যেকোন ভিডিওর সহজলভ্যতা একে গড়ে তুলেছে তুমুল জনপ্রিয় একটি সাইট হিসেবে। ইউটিউবে এমন কোন ভিডিও নেই যা আপনি খুঁজে পাবেন না। কিন্তু সব ভালো জিনিসেরই কিছু খারাপ দিক আছে। ইউটিউবে ভিডিওর আধিক্য এবং সহজলভ্যতার কারণে অনাকাঙ্ক্ষিত ভিডিওর ছড়াছড়িতে আমরা আজ অনিরাপদ। একারণেই অনেকে ইউটিউব ব্যবহার করতে অনীহা জানায়। বাবা-মা রা তাদের সন্তানকে প্রবেশ করতে দেয়না ইউটিউবে। অথচ ইউটিউবে লাখ লাখ ভালো ভিডিও যেমনঃ অনেক অনেক অজানা বিষয়ের ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়। তাই অনেকেই ঝামেলায় পড়ে যান। আপনি অনেক সময় এক ধরণের ভিডিও খুঁজতে বা দেখার সময় অনাকাঙ্ক্ষিত নানা ভিডিও প্রায়শই দেখা যায়। যা রীতিমত অনেককেই অসস্থিকর অবস্থায় ফেলে দেয়।

তবে যাই হোক, পৃথিবীতে সব ইউটিউব সমস্যারই কিছুটা হলেও এর সমাধান রয়েছে। ইউটিউবও আপনাকে নিরাপদ রাখতে রেখেছে একটি ফিচার। অনেকেই জানেন, অনেকে লক্ষ্যই করেন নি। যারা জানেন না তাদের জন্য নিঃসন্দেহে এটি অনেক কাজের একটি পোস্ট। ইউটিউব এ এই ফিচারের নাম Safety । এই Safety অপশন ব্যবহার করে আপনি ইউটিউবে লগিন থেকে এমনকি লগিন না থেকেও ইউটিউবে এই Safety সুবিধা ভোগ করতে পারবেন। এর জন্য আহামরি কিছুই করতে হবেনা। ইউটিউবে সাধারণত এই Safety সুবিধা off করা থাকে। এই অপশন শুধুমাত্র ON করেই নিরাপদ ব্রাউজিং করুন, ভিডিও দেখুন।

ইউটিউবে নিরাপদ থাকার পদ্ধতিঃ

  • গুগল একাউন্টে লগিন থেকে ইউটিউব হোম পেজ ভিজিট করুন।
  • ইউটিউবের হোম পেজের নিচের দিকে স্ক্রোল করে নামুন এবং লক্ষ্য করুন যে, Language, Country, Safety, Help নামের চারটি অপশন দেখতে পারবেন।
  • এখন Safety নামের অপশন ক্লিক করুন।
  • এরপর On অপশন সিলেক্ট করুন এবং Lock safety mode on this browser ক্লিক করুন।
  • এবার  আপনার সিকিউরিটি অপশন Confirm এর জন্য পুনরায় password চাইতে পারে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
  • ব্যাস আপনার ইউটিউব এখন পুরো না হলেও অন্তত ৬০% নিরাপদ।
  • এখন আপনি ইউটিউব সার্চে যাচাই স্বরূপ xxx লিখে সার্চ করে দেখুন!

[বিঃদ্রঃ পোস্টটি সর্বপ্রথম এখানে প্রকাশিত। পোস্টটি দয়া করে অনুমতি ছাড়াই কপি-পেস্ট করে প্রকাশ করবেন না। পোস্টটি যদি অন্তত কিছুটা হলেও আপনার উপকারে এসে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের মত এখানেই শেষ। ব্লগার মারুফ ডট কমের সাথেই থাকবেন। ধন্যবাদ...

সৌজন্যেঃ  ব্লগার মারুফ ডট কম

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো একটা জিনিস শেখালেন ভাই।।ধইন্যাপাতা দিলাম,পকেটে রাইখা চিবায় চিবায় খাইয়েন।

    @Marufbdonline ভাইঃ আসলেই ভালো লেগেছে?

    @Marufbdonline: এর উপকারিতা কী বলবেন।

      @মাহমুদ কলি ভাইঃ ইউটিউবে যেসব এডাল্ট ভিডিও Flag আইকন লাগানো আছে বা ইউটিউব সনাক্ত করতে পারে সেসব ভিডিও আপনার ইউটিউব একাউন্ট কিংবা আপনার ওই ব্রাউজারে Recomended বা সার্চ রেজাল্টে দেখাবে না।

ধন্যবাদ মারুফ ভাই

ধন্যবাদ শেয়ার করার জন্য

thanks for sharing.