আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
অনেক সময় বন্ধুর কম্পিউটার থেকে কোন ডাটা/গান আমাদের পেনড্রাইভ/মেমোরী কার্ডে নেওয়ার সময় যে স্লো দেখা দেয় তখন আমাদের বিরক্ত চলে যায় আর এই বিরক্ত থেকে রেহাই দিতে আপনাদের জন্য নিয়ে আসলাম কাজের একটি সফট যা থাকলে বন্ধুর কম্পিউটার থেকে দ্রুত কপি যাবে আর আলাদা Ram আর প্রসেসর লাগানোর দরকার নেই।
প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করুন এবার নিচের পদ্ধতি দেখানো মত ভাল করে কাজ করুন, দেখবেন অনেক স্পিড বেড়ে যাবে কপি/পেস্টের ।
এবার টাস্কবারে মাউস এর রাইট বাটন ক্লিক করে Configurationএ ক্লিক করুন, নিচের মত করে।
তাহলে নিচের মত একটি ডায়ালগ বক্স আসবে, এবার নিচের অপশন থেকে এখান থেকে Copies & Moves defaults বাটনে ক্লিক করুন, এবার Speed limit এ Enabled টিক দিন, এখন স্লাইডার কে ডানদিকে টেনে 100.00MB বাড়িয়ে আবার টিক চিহ্ন উঠিয়ে দিন।
এখন আবার Advanced বাটন এ ক্লিক করুন তারপর Priority High করে দিন। Advanced parameters Copy buffer size বক্স ঠিক রাখে, নিচের তিনটি বক্স এ 1,1,1 করে দিন নিচের মত করে দিন
সবশেষ Apply বাটনে ক্লিক করে, কম্পিউটার রিস্টাট করুন এখন কপি করে দেখুন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thanks for share