অন্যের পিসি থেকে ডাটা নিতে স্লো কাজ করছে, বাড়িয়ে নিন কপি/পেষ্টের Speed!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেক সময় বন্ধুর কম্পিউটার থেকে কোন ডাটা/গান আমাদের পেনড্রাইভ/মেমোরী কার্ডে নেওয়ার সময় যে স্লো দেখা দেয় তখন আমাদের বিরক্ত চলে যায় আর এই বিরক্ত থেকে রেহাই দিতে আপনাদের জন্য নিয়ে আসলাম কাজের একটি সফট যা থাকলে বন্ধুর কম্পিউটার থেকে দ্রুত কপি যাবে আর আলাদা Ram আর প্রসেসর লাগানোর দরকার নেই।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করুন এবার নিচের পদ্ধতি দেখানো মত ভাল করে কাজ করুন, দেখবেন অনেক স্পিড বেড়ে যাবে কপি/পেস্টের ।

এবার টাস্কবারে মাউস এর রাইট বাটন ক্লিক করে Configurationএ ক্লিক করুন, নিচের মত করে।

তাহলে নিচের মত একটি ডায়ালগ বক্স আসবে, এবার নিচের অপশন থেকে এখান থেকে Copies & Moves defaults বাটনে ক্লিক করুন, এবার Speed limit এ Enabled টিক দিন, এখন স্লাইডার কে ডানদিকে টেনে 100.00MB বাড়িয়ে আবার টিক চিহ্ন উঠিয়ে দিন।

এখন আবার Advanced বাটন এ ক্লিক করুন তারপর Priority High করে দিন। Advanced parameters Copy buffer size বক্স ঠিক রাখে, নিচের তিনটি বক্স এ 1,1,1 করে দিন নিচের মত করে দিন

সবশেষ Apply বাটনে ক্লিক করে, কম্পিউটার রিস্টাট করুন এখন কপি করে দেখুন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for share

ধন্যবাদ ভাই।আপঅনার কাছে নুতুন কিছু আসা করি।এর আগে এই টিউন টা করছে এক ভাই?

ak tune bar bar volo laga na

The file link that you requested is not valid.

Level 0

pura copy paste marsen, er age ekjon ai post ta disilo

Level 0

link er post ta thake apnar post tar ki parthokko?? >>> https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/273562

    @towfiq.eee: Nipu Ahmed ভাই এই টিউনটা যে এখানে প্রকাশ হয়েছিল তা আমি জানতাম না, আর জানলে তো এই টিউন এখানে প্রকাশ হত না। এই টিপস টি আমার এক বন্ধু থেকে জেনে ছিলাম, এখন দেখি, Nipu Ahmed ভাইয়ের সাথে মিল, আমার নতুন জানা তাই শেয়ার করলাম। @ ধন্যবাদ

Level 2

মামুর বাড়ির গল্প মারে শুনায়
এটা একটা টিউন হইল।

    @kalamfaim: গল্প কই পাইলেন, আর আপনার টিউন তো একটি ও দেখলাম না! পারলে কয়েকটি ভাল টিউন করে দেখান @ ধন্যবাদ

      Level 2

      @হোছাইন আহম্মদ: আহা রাগকরেন কে ভাই আমিত টিউন করতে পারিনা।আমার ইন্টারনেট স্পিড মাত্র 30 কেবি কেমনে করি ভাই
      100 এমবি লাইনে কানেক্ট হইয়ালই পরবর্তীতে করার আসা আছে ধন্যবাদ আপনাকে।

Level 0

Sujon vai er montobbo jothesto silo…baki jara negetive kotha bolsen tader boli, Hossain vai onek valo tuner. Take utshahito korun.

    @shishir54: যাক একজন না হয় বুঝতে পারল @ ধন্যবাদ

    Level 2

    @shishir54: ভাই কে খারাপ বলছে বলেনত নতুন পুরতনেরে মধ্যে ব্যাবধান বলাহয়েছে মাত্র আর নাবুযে হোছাইন আহম্মদত ফায়ার আপনি কিবলেন ?

Hosssain Vai asolei valo tuner. Unar moto decent tuner k evabe bolben na.

Level 2

আপনার Product Version @Hidden@ নিউ ভার্ষন supercopier-ultimate-4.0.1.13-setup
{ x86 মাত্র 7.21 এম বি },{ x64 মাত্র 7.60 এম বি }
এখন বলেনত মামার বাড়ির গল্প কিনা ? আপনার ভার্ষনটাত -চার-পাঁচ- বছর আগের কিবলেন ?
© 2009-2014 – Supercopier – All rights reserved

kalaimma vai new version ta den.

Level 0

একটা জিনিস দেখলাম যে যার জন্য করি চুরি সেই বলে চর।আমরা যারা টিউন করি তারাই জানি যে একটা টিউন করতে কত কষ্ট হয়। আমরা এত কষ্ট করে টিউন করি আর কিছু মানুষ আছে যারা টিউনের খুত বের করার চেষ্টা করে আর আজেবাজে মন্তব্য শুরু করে। কেন আপানারা কি আমাদের টিউন গুল টাকা দিয়ে কিনে পড়েন যে এভাবে আজেবাজে কমেন্ট করবেন? আমরা যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করি বিনা মুল্যে।এখানে আমাদের কোন আর্থিক লাভ নেই।আর মানুষ মাত্রই ভুল হতে পারে।তাই আমরা ভুলের বাইরে নেই।আমাদের টিউনে ভুল হতেই পারে।তাই বলে এভাবে আজেবাজে কমেন্ট করে টিউনার কে ছোট করতে পারেন না।কারন আমরা আমাদের নিজেদের জন্য না শুধু আপনাদের জন্য আমারা যা জানি তাই আপনাদের কাছে শেয়ার করি।হোছাইন আহম্মদ ভাই একি টিউন দুই বার করে ফেলায় কি এমন দোষ করে ফেলেছেন আপনারা আমাকে বলেন?
আর kalamfaim আপনাকে বলছি টিউন করতে কোন নেট স্পিড এর প্রয়োজন হয় না প্রয়োজন হয় প্রযুক্তি সম্পর্কে ধারনা ও গ্যান।তাই প্রযুক্তি সম্পর্কে ধারনা ও গ্যান থাকলে অনেক আগেই টিউন করা শুরু করতেন।

    @Hit Regan: আপনার সাথে আমি একমত

      Level 0

      @Md jewel khan: ধন্যবাদ ভাই।