কী ভাবে Dual Boot থেকে Earlier Version যেমন (Windows XP অথবা Vista অথবা Windows 7 ইত্যাদি) Remove করা যায় {By Hit Regan}

 

 

 

কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন।আজ আপনাদের জন্য একটি জটিল বিষয় এর উপর টিউন করব।

আমরা অনেকেই Dual Boot ব্যাবহার করে থাকি। যেমন Windows XP সাথে Windows 7 অথবা Windows 7 সাথে Windows 8।

এখন প্রতি বছর Windows এর নতুন নতুন  version বের হয় বা হচ্ছে।

 

 

তাই আমরা নতুন version টি সেট আপ দেয়ার জন্য আমরা অনেকেই Dual Boot ভেঙে Earlier version টি Remove করি।এতে আমাদের দুইটি অপারেটিং Remove করেত হয়।

আমরা অনেকেই জানি না  Earlier version টি Remove করে Dual Boot এ নতুন version টি কিভাবে  সেট আপ করা যায়?

অর্থাৎ কি ভাবে Windows 7 কে রেখে Windows XP কে Remove করে Windows 8 সেট আপ দেয়া যায়?

আজ আমি দেখাব কিভাবে Dual Boot না ভেঙে Earlier version টি Remove করা যায়।

এটি একটি জটিল পক্রিয়া তাই ভাল ভাবে বুঝে এ কাজটি শুরু করবেন।

 

 

তাহলে শুরু করা যাক কী ভাবে Dual Boot থেকে Earlier version  টি Remove করব

 

 

ধরুন আপনার Dual Boot টি Windows XP এবং Windows 7 এর।আপনি চাচ্ছেন Windows XP কে Remove করে Windows 8 সেট আপ দিতে।

এখন Windows XP কে Remove করেতে হলে আপনাকে পাঁচটি কাজ খুব সাবধানে করতে হবে।

 

কাজ গুল হল

  • ১।Windows 7 এ boot এবং bootmrg নিশ্চিত করা।
  • ২।Windows 7 partition ACTIVE Mark করা।
  • ৩।কমান্ড প্রম্পট খুলতে হবে।
  • ৪।Windows XP(যে কোন Earlier version) partition টি মুছে ফেলা।
  • ৫।তারপর startup repair করা।

এখন উপরের ধাপ গুল দেখে অনেকেই বুঝতে পারছেন না কিভাবে কি করতে হবে।তাই ধাপ গুল নিয়ে বিস্তারিত আলোচনা করব।

 

 

১।Windows Seven এ boot এবং bootmrg নিশ্চিত করা।

 

পিসি চালু করে Dual Boot থেকে Windows XP তে ডুকুন।Windows XP চালু হলে start থেকে Control Panel এ যান।

সেখান থেকে Appearance and Themes কিলিক করুন।

তারপর Folder Options এ কিলিক করুন।

Folder Options আসলে View tab এ কিলিক করে Show hidden files and folders এ অপশনটি Mark করে ওকে দিয়ে বের হয়ে যান।

এবার আপনার Windows XP যে drive এ আছে সেখানে প্রবেস করুন।দেখবেন যে সকল হাইড ফ্লডার আর ফাইল গুল দেখা যাচ্ছে।

তারপর সেখানে দেখবেন যে boot এবং bootmrg নামের একটি ফ্লডার আর একটি ফাইল আছে। এ দুটি কপি করে  Windows Seven যে drive এ আছে সেখানে প্রবেস করে পেস্ট করুন।

কপি পেস্ট না হলে সেভ মুডে Windows XP চালু করে উপরের  পক্রিয়াটি করতে হবে।

boot এবং bootmrg নামের একটি ফ্লডার আর একটি ফাইল Windows Seven এর drive কপি হয়েছে এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ২ ধাপের কাজ শুরু করবেন না।

 

২।Windows 7 partition ACTIVE Mark করা।

 

৩ টি পদ্ধতিতে Windows 7 partition ACTIVE Mark করা যায়।

পদ্ধতি ৩ সব চাইতে সহজ।

পদ্ধতি ১

স্টার্ট মেনুর মধ্যে diskmgmt.msc টাইপ করুন, এবং এন্টার টিপুন।

diskmgmt.msc আসলে সেখান থেকে Windows 7 যে drive এ আছে সেটার উপর Right click করে  Mark Partition as Active  click করুন।

Windows 7 Mark Partition as Active  হয়ে গেলে diskmgmt.msc থেকে বের হয়ে যান।

 


Windows 7 Mark Partition as Active করতে না পারেন, পদ্ধতি ব্যবহার করতে পারেন।

 

পদ্ধতি

 

আপনার Windows 7 ইনস্টলেশন ডিভিডি টি ডিভিডি রুমে ডুকান।

নিচের ছবিটি আসলে Shift + F10 চাপুন।

 

 

Diskpart লিখুন এন্টার চাপুন। তারপর list diskলিখুন এন্টার চাপুন।নিচের ছবির মত হবে।

 

 

select disk 0 লিখে এন্টার চাপুন
নিচের ছবির মত হবে।

 

 

Windows 7 যে  Partition টি সেটা লিখে এন্টার চাপুন যেমন select partition 1

 

 

active টাইপ কররে এন্টার চাপুন

 

 

 আপনি এখন কমান্ড প্রম্পট বন্ধ করুন এবং আপনার কম্পিউটার পুনরায় বুট করুন।

এই পদ্ধতি টি খুবই জামেলার।এখন যে পদ্ধতি টি দেব এটা সব চাইতে সহজ।

 

পদ্ধতি ৩(এপদ্ধতি টি সব চাইতে ভাল)

Download করুন  Partition Wizard Bootable CD

http://software-files-a.cnet.com/s/software/13/35/14/51/pwhe8.exe?lop=link&ptype=3001&ontid=2094&siteId=4&edId=3&spi=91933fb2dc677b0aef14ba95a31109fb&pid=13351451&psid=10962200&token=1393615701_c554907d2776575d81ef39a48e5a1319&fileName=pwhe8.exe

সেট আপ করে MiniTool  Partition Wizard টি অপেন করুন।

Windows 7 পার্টিশনে রাইট ক্লিক করুন এবং নির্বাচন করুন Modify>Set Active  আর
Windows xp পার্টিশনে রাইট ক্লিক করুন এবং নির্বাচন করুন Modify> Set Inactive.

 

 

পদ্ধতিটি খুব সহজেই Windows 7 পার্টিশনকে  Set Active করতে পারবেন।

Set Active করার সাথে সাথে যদি নিচের কাজ গুল করেতে হবে।

Windows XP সিলেক্ট করে right click করুন এবং set partition as logical এ click  করুন। Windows 7
সিলেক্ট করে right click করুন এবং set partition as Primary এ click  করুন।

৩। কমান্ড প্রম্পট খুলতে হবে

 

অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন কমান্ড প্রম্পট খুলতে হবে?

কমান্ড প্রম্পট না খুললে টিক ভাবে কাজটি সম্পন্ন হয় না।(আমি নিজে করে দেখেছি।কার যদি দেখতে ইচ্ছে করে তাহলে করে দেখেন অযথা সময় নষ্ট হবে)

এখানে আপনি দুটি পদ্ধতিতে করতে পারেন

 

পদ্ধতি ১

 

আপনার Windows 7 ইনস্টলেশন ডিভিডি টি ডিভিডি রুমে ডুকান।

নিচের ছবিটি আসলে  Shift + F10 চাপুন।

অথবা

next click করে  Repair your computer Click করুন

 

 

 

নিচের ছবির মত আসবে।Next click করুন।

 

 

নিচের ছবির মত আসবে।ছবির মত করে Next click করুন।

 

 

system recovery option টি আসবে।এখানে Command Prompt option click করুন।তারপর Restart button click করুন।পিসি Restart  নেবে।

 

 

পদ্ধতি

 

পিসি start করে

Windows Boot Manager screen গিয়ে Windows 7 সিলেক্ট করে F8 অথবা F5 চাপুন

 

 

Advanced Boot Options টি আসবে

 

 

Safe Mode with Command Prompt সিলেক্ট করে Enter চাপুন

 

 

নিচের ছবিটির মত আসবে

 

 

কিছুক্ষণ লোড এরপর Command Prompt নিচের ছবির মত আসবে।

Ctrl+Alt+Delete এক সাথে চাপুন পিসি restart করুন।

 

 

এই কাজ টুকু করলেই চলবে।

 

৪।Windows XP partition টি মুছে ফেলা।

 

এ পদ্ধতিতে Windows XP(যে কোন Earlier version) partition টি Delete করতে হবে।

দুটি ধাপে এ কাজটি করা যায়।নিচে তুলে ধরা হল।

পদ্ধতি

Windows 7  চালু করুন।Windows 7 অপেন হলে Windows + R চাপুন অথবা

স্টার্ট মেনুর মধ্যে রানে ডুকে diskmgmt.msc টাইপ করুন, এবং এন্টার টিপুন।

Windows XP সিলেক্ট করে right click করুন।Delete Volume এ  click করুন।Windows XP partition টি Delete হয়ে যাবে।

 

 

পদ্ধতি

 

উপরের পদ্ধতিতে যদি কাজ না হয় তাহলে MiniTool  Partition Wizard কাজ করতে হবে। যদি উপরে (২।Windows 7 partition ACTIVE Mark করা। পদ্ধতি ৩)

এ কাজ গুল করে থাকেন তাহলে আর সমস্যা হবার কথা না।

যদি না করে থাকেন তাহলে কাজ গুল করতে হবে।

MiniTool  Partition Wizard অপেন করুন।তারপর Windows XP সিলেক্ট করে right click করুন এবং set partition as logical এ click  করুন। Windows 7
সিলেক্ট করে right click করুন এবং set partition as Primary এ click  করুন।

 

 

কাজ হেয়ে গেলে Windows XP partition টি Delete করুন।আপ্লাই এ কিলিক করুন।

Windows XP partition টি যে drive চিল সেটি আবার নিউ drive তৈরি করুন।

এরপর নিচের কাজটি শুরু করুন।

 

৫।তারপর startup repair করা।

 

এখানে দেখাব কিভাবে Startup Repair করতে হ্য়।কাজটা মটামুটি সহজ।

system recovery option টি অপেন করুন   ( উপরের ৩। কমান্ড প্রম্পট খুলতে হবে পদ্ধতি ১ অনুসরণ করুন)

 

 

Startup Repair option টিতে কিলিক করুন নিচের ছবির মত আসবে।
লোড শেষ হলে Next কিলিক করুন।

 

 

Finish এ কিলিক করে পিসি Restart করুন।

 

 

আপডেট টিউন

 

এ পদ্ধতি টি খুবই সহজ। উপরে পদ্ধতির চাইতে এ পদ্ধতিতে জামেলা অনেক কম।তবে আমি নিজে এখনও করে দেখেনি।তাই কাজ হবে কি না এটা আমি নিশ্চিত না।
নেট গেটে দেখলাম অনেকেরই এ পদ্ধতিতে কাজ হয় নাই আবার অনেকের হয়েছে।

তাই যাদের এ পদ্ধতিতে কাজ হবে না তারা উপরের পদ্ধতিতে কাজ করতে পারেন নিশ্চিন্তে ১০০% কাজ হবে(আমি নিজে করে দেখেছি বহুবার)

কথা না বারিয়ে এ পদ্ধতিটি নিয়ে আলোচনা করা যাক।

 

কমান্ড প্রম্পট এর মাধ্যমে Earlier Version Remove করা

 

কমান্ড প্রম্পট খুলন run as Administrator দিয়ে।কমান্ড প্রম্পট অপেন হলে টাইপ করুন “bcdedit” এবং এন্টার চাপুন।নিচের ছবির মত আসবে।

 

এরপর টাইপ করুন  bcdedit/delete <ntldr>/f এবং এন্টার চাপুন।নিচের ছবির মত আসবে।

 

 

ব্যাস এতটুকই।Windows XP এর পার্টিশন টি ডিলেট করে দেন জামেলা খতম।

আপনার Windows এর নতুন Version টি সেট আপ করে নিন।(আমি আবার বলছি আমি এভাবে করে দেখনি)

 

এভাবেই আপনি আপনার Dual Boot থেকে Earlier version টি Remove করতে পারবেন।

কাজটি খুবই জটিল তাই আগে ভাল ভাবে বুঝে তারপর কাজটি শুরু করবেন দেখবেন খুব সহজেই আপনি আপনার Dual Boot থেকে Earlier version টি Remove করতে পারবেন।

কোন তারাহুর করলে চলবে না বুঝে শুনে প্রতিটি ধাপ সম্পন্ন করতে হবে।এ পদ্ধতিতে আপনি যত খুশি ততবার Dual Boot না ভেঙে Earlier version টি Remove করতে পারবেন।

আমার এই টিউনটি যদি কার উপকারে আসে তাহলে আমার কষ্ট সার্থক হবে।

 

দয়া করে কেউ এ টিউনটি কপি পেস্ট করবেন না যদি আপনি মানুষের সন্তান হয়ে থাকেন।

 

আজ এ পর্যন্তই।যদি কার কিছু বুঝতে অসুভিধা  হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন।আমি সাহায্য করতে চেষ্টা করব।

কষ্ট করে টিউন্টি পড়ার জন্য আপনাদের কে অসখ্য ধ্যনবাদ।

 

আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি Hit Regan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

All time Hit


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি dual boot ব্যবহার করি। আপাতত পূর্বের ভার্সনের অপারেটিং সিস্টেম মোছার কোন ইচ্ছাই নেই। তবে যেহেতু dual boot ব্যবহার করি তাই কখনো মুছতে হতেও পারে। আপনার টিউনটি আমার কাজে লাগবে।
বিস্তারিত টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @Shihab Khan: আপনাদের উপকারে আসেলে আমার কষ্ট সার্থক হবে।
    কমেন্ট এর জন্য ধন্যবাদ।

আচ্ছা ভাই ধরুন E ড্রাইভে windows xp আছে ! তো এখন E ড্রাইভ format করে দিলেই তো ওটা চলে গেল ! আর বুটিং এর জন্য start > msconfig > boot এ যেয়ে windows xp টা ডিলিট করে দিলাম ! তো এভাবে করলে কি কন প্রবলেম হবে ??

    Level 0

    @Ashikur Rahman Tomal: হ্যাঁ ভাই সমস্যা হবে।কারন windows xp কে কেন্দ করে dual boot এর boot তৈরি হ্য।তাই windows xp সরাসরি ফরম্যাট করলে dual boot নষ্ট হয়ে যাবে।
    তাই আমার দেয়া উপরের পদ্ধতি ফলো করলে কোন সমস্যা হবে না।
    কমেন্ট এর জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই। পুরাই মেগা টিউন। কিন্তু ভাই একটা কথা মনে করেন ডুয়েল বুটে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ দেওয়া আছে সেইখান থেইকা ৮ কি ৭রিমুভ করে কি এক্সপি দেওয়া যাবে। কি যদি দেওয়া যায় তাহলে জানান

Level 0

আমি এখনও নিজে করে দেখেনি।নিচের কজা গুলো করে দেখেন।
Windows 8 রিমুভ করে Windows xp setup দেন।

Windows xp setup দেয়ার পর MiniTool Partition Wizard অপেন করে Windows XP সিলেক্ট করে right click করুন এবং set partition as Primary এ click করুন।
Windows 7
সিলেক্ট করে right click করুন এবং set partition as logical এ click করুন।

এবং Windows xp পার্টিশনে রাইট ক্লিক করুন এবং নির্বাচন করুন Modify>Set Active আর
Windows 7 পার্টিশনে রাইট ক্লিক করুন এবং নির্বাচন করুন Modify> Set Inactive.
কাজ গুল করে দেখন কাজ হবে।সফল হলে কামেন্টে জানাবেন।
কমেন্ট এর জন্য ধন্যবাদ।

    Level 0

    @rahaswarup: খুবই ভাল কমেন্ট।আপনি নিজে কি এভাবে করে সফল হয়েছেন না কি শুধু পড়ে আমাদের কে দেখতে বলছেন????
    যদি সফল হয়ে থাকেন তাহলে বলবেন আমি টিউনে অ্যাড করে দিব।
    ধন্যবাদ।

Level 0

ami safal hoyechi bolei apnake bollam

    Level 0

    @rahaswarup: ঠিক আছে।আমি এ ব্যাপারে টিউনে আপডেট করে দিচ্ছি।
    দেখুন সব ঠিক আছে কি না? না থাকলে বলবেন আমি ঠিক করে দেব।

ধরুন আমি উইন্ডোজ ৭ + উইন্ডোজ ৮ ডুয়াল বুটে ব্যবহার করি । আমি যদি উইন্ডোজ ৭ এর পার্টিশন ডিলিট করে দিয়ে উইন্ডোজ ৮ এর বুট ম্যানেজার রিপেয়ার করি তাহলে সমস্যা কোথায় ?

আমি উইন্ডোজ ৭ + উবুন্টু ডুয়াল বুট থেকে উবুন্টু এর পার্টিশন ডিলিট করে উইন্ডোজ ৭ এর বুট ম্যানেজার রিপেয়ার করে দেখেছি কাজ হয় । এইটা উইন্ডোজ ৭+৮ এর ক্ষেত্রে কাজ করবে না ?

    Level 0

    @নিশাচর আত্মা: আপনি যে কাজ টি করেছেন সেটা উইন্ডোজ ৭ + উবুন্টু ডুয়াল বুট এর জন্য কাজ করবে কিন্তু উইন্ডোজ ৭ + উইন্ডোজ ৮ জন্য করবে না।

Level 0

প্রথমেই বলব খুব ই ভাল টিউন।আচ্ছা আমি যদি উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ৮.১ ব্যবহারকরি তাহলে কি করব।অর্থাত যদি উইন্ডোজ ৭ দিতে চাই এর কোন একটা ডিলিট করে তাহলে কি করবো?জানালে খুশি হব।

For Computer Repair,Laptop Repair and many other services,
See this site: http://pro-comcomputers.co.uk/

Until now Windows 8.1 is the best operating software. Most of the people using it today. If want want to enjoy best experiance just use it. You have to an Activator for this. For activator, please visit – https://www.fullcrackssoft.com/windows-8-1-pro-activator-kms-free-download/