২২ টি ট্রিকস + ১টি বোনাস, যা একজন কম্পিউটার কিবোর্ড নিনজা মাস্টার হওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। [অভিজ্ঞরা না জানলেও ক্ষতি নেই]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

আমরা অধিকাংশ কাজ কম্পিউটারের মাউস দ্বারা করি। কিন্তু আসলে আমরা জানিনা একজন প্রফেশনাল হতে গেলে মাউসের পরিবর্তে কিবোর্ড ব্যবহারে আমাদের কতটা দক্ষতা প্রয়োজন। কম্পিউটারের কিবোর্ড মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কেউ নিজের হাতের দিকে না থাকিয়ে টাইপ করতে এবং বিভিন্ন কাজের শর্টকাট ব্যবহার করতে পারে। শর্টকাট মানেই হলো দ্রুততম সময়ে কাজ করা করা। আজকের এই টিউন শেষে আপনারা জানতে পারবেন কিভাবে শর্টকাট ব্যবহার করে আপনি ডকুমেন্ট রিলেটেড কমন কাজগুলো করতে পারবেন যা সচরাচর আপনি মাউস দিয়ে করেন। আপনি কিভাবে চালু থাকা উইন্ডোগুলোতে সুইচ করতে করতে পারবেন এবং সহজে বন্ধ করতে পারবেন। আপনার ইন্টারনেট ব্রাউজিং কিভাবে দ্রুত করতে পারবেন এবং বোনাস হিসাবে সব শেষে থাকছে কিভাবে আপনার কম্পিউটারে ইনস্টল করা সফটওয়ারগুলোর জন্য হট কি নির্বাচন করবেন। তাহলে চলুন শুরু করা যাক।

কম্পিউটারের ২২ টি কিবোর্ড ট্রিকস, যা আপনাকে পরিণত করবে একজন কিবোর্ড মাস্টার হিসাবে

এই ব্যাপারটি আপনারা হয়তো সবাই কম বেশি জানেন। কিন্তু সবগুলো ট্রিকস হয়তো আপনার সবাই জানেন না। কিন্তু এগুলো জানা খুব প্রয়োজন বলে আমি খুব সহজভাবে কিবোর্ড ট্রিকসগুলো উপস্থাপন করছি। আপনি নিচের চিত্রটি ভালোভাবে অনুশীলন করুন।





বুঝতে সমস্যা হলে আমাকে জানাতে ভুলবেন না।

কিভাবে আপনার প্রোগ্রামের জন্য হট কি নির্বাচন করবেন।

জানি এই ব্যাপারটিও অনেকেই জানেন। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি। আপনি চাইলে আপনার যেকোন প্রোগ্রামের জন্য একটি হট কি নির্বাচন করতে পারেন। যাতে পরিবর্তি সময়ে আপনি শুধুমাত্র আপনার কম্পিউটারের কিবোর্ড চেপে আপনার কাঙ্খিত প্রোগ্রাম চালু করতে পারেন। বুঝতে পারছেন না হয়তো অনেকেই। তবে চলুন উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি।

ধরুন আমার সব সময় ডিকশনারী ব্যবহার করা প্রয়োজন হয়। এখন আমি ইন্টারনেটে কাজ করার সময় আমার একটি শব্দের অর্থ জানা প্রয়োজন হলো। তাহলে অবশ্যই আমাকে ব্রাউজার মিনিমাইজ করে সব প্রোগ্রামগুলো থেকে ডিকশনারী চালু করতে হবে। কিন্তু আমি চাই কিবোর্ডে কয়েকটি বাটন চাপলেই যেন ডিকশনারীটি চালু হয় (যেমন ধরুন Ctrl + Alt + D)।

একাজের জন্য আপনি আপনার ডেস্কটপে প্রোগ্রামটির আইকোন বা প্রোগ্রাম ফাইল থেকে আপনার কাঙ্খিত প্রোগ্রামের আইকনের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties অপশন সিলেক্ট করে এবং Shortcut ট্যাবটি সিলেক্ট করুন। তাহলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন এবং চিহিৃত জায়গায় আপনার পছন্দের শর্টকাট দিয়ে দিন।


না পারলে আমার টা দেখুন। আমি দিয়েছি Ctrl + Alt + D।

এখন OK প্রেস করে বেরিয়ে আসুন। আপনার কাজ শেষ। এবার কিবোর্ড চেপেই আপনি আপনার যেকোন প্রোগ্রাম চালু করতে পারবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খূব ভাল লিখেছেন ভাই ।

Level 0

thanks…………

আসুন কপি পেস্ট মুক্ত টিউনার সমাজ গড়তে এগিয়ে আসি সবাই, আর নিয়মিত নতুন নতুন টিউন করি টেকটিউনসে। @ ধন্যবাদ ভাল লেগেছে।

    @হোছাইন আহম্মদ: অনেক ধন্যবাদ হোসাইন ভাই। বটম লাইন পড়েছেন মানে সব কিছুই পড়েছেন। ভালো লাগলো আপনার টিউমেন্ট দেখে।

tnx

Level 0

nice tune but ekta choto vul ase…. kono program close korte Ctrl+F4 na borong Alt+F4 hobe.

    অনেক ধন্যবাদ ভাইয়া ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য জন্য। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি অত্যন্ত দুঃখিত।

Level 2

apnar jana mote eng 2 bangla dictionary er majhe best konta? jana thakle plz link ta diben

    আমার জানা মতে ইংরেজি থেকে বাংলা অভিধান গুলোর মধ্যে সিলিকন ডিকশনারী সব চেয়ে ভালো। আপনি টেকটিউনস কিংবা গুগলে সার্চ করলেই লিংক পেয়ে যাবেন।