আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কয়কে মাস হল আমাদের বাংলাদেশে চলে আসল 3G নেটওয়ার্ক, এক দিকে আমাদের নেটওয়ার্ক স্পীড অনেক ভাল, অন্য দিকে দ্রুত শেষ হয়ে যায় MB, এতে আমরা অনেকে ব্যবহার করতে চাই না 3G , আর ফিরে চাই 2G তে। আর 3G প্যাকেজ থাকা অবস্থায় চলে না 2G। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে 3G নেটওয়ার্ক এরিয়াতে 2G ব্যবহার করার নিয়মঃ
১। Android ফোনে 3G নেটওয়ার্ক এ 2G ব্যবহার করার নিয়মঃ প্রথমে আপনার মেনুবার থেকে Setting>More>Mobile networks>Network Mode> Robi> GSM Only সিলেক্ট করুন নিচের মত করে।
২। পিসিতে ব্যবহার করার নিয়ম গ্রামীন মোডেমেঃ আমি যখন রবি 3G নেটওয়ার্ক এ ইন্টারনেট কালেকশান দিতে চাইচিলাম তখন নিচের মেসেজটা আসত, 3G নেটওয়ার্ক এ
2G ব্যবহার করতে পারতাম না।
আর যখন নিচের পদ্ধতি গুলো অনুসরণ করি তখন রবি 3G নেটওয়ার্ক এ 2G ব্যবহার করি, তাহলে আসুন পদ্ধতি গুলো শিখে নিই।
প্রথমে মেনুবার থেকে Tools>Option>General>NDIS সিলেক্ট করুন নিচের মত করে।
৩। নোকিয়া ফোন গুলোতে ব্যবহার করার নিয়মঃ Setting>Phone> networks > GSM সিলেক্ট করুন নিচের মত করে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thanks