প্রথমে আপনার yahoo id দিয়ে address.yahoo.com এ লগিন করুন।লগিন করার পর দেখবেন পেজের মাঝে import your contacts from other accounts আছে সেখানে ক্লিক করুন।যদি না থাকে তাহলে tools এ ক্লিক করে import সিলেক্ট করুন।
importএ ক্লিক করার পর নিচের চিত্রের মত পেজ আসবে।এখান থেকে আপনি যেটা(যেমনঃফেসবুক,জিমেইল,উইন্ডোজ লাইভ ইত্যাদি) Import করতে চান তাতে ক্লিক করুন।কয়েক সেকেন্ডের মধ্যে import শেষ হবে। import শেষ হলে ইয়াহু অ্যাড্রেস পেজের বাম পাশ import করা ইমেইল আইডি গুলো দেখতে পাবেন।এখন পিসিতে সংরক্ষন করার পালা।
এখন tools এ ক্লিক করে export সিলেক্ট করুন।তারপর কি ফরমেটে export করতে চান তা সিলেক্ট করুন।
এখানে কয়েকটি উপায় দেয়া আছে তার মধ্যে আমি yahoo!CSV সিলেক্ট করেছি কারন তাতে যে ফাইলটা ডাউনলোড হয় তা Microsoft excel এর ফরমেট।অন্যগুলো ট্রাই করিনি।আপনারা দেখতে পারেন।
এখন ইমেইল আইডি গুলো আলাদা ভাবে পেতে হলে e-mail লেখার উপর E তে(আপনাদের export করা ফাইলে অন্য বর্ণ থাকতে পারে) ক্লিক করে কপি সিলেক্ট করে নোট পেড খুলে পেস্ট করুন।তাহলে শুধু ইমেইল আইডি গুলো আলাদা ভাবে পেয়ে যাবেন।
আমি মর্নিং স্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 318 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I'm a bad boy - Me
খুব সুন্দর একটা টিপস দিয়েছেন ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।