সালাম। আমার আজকের পোস্ট সাধারনত স্টুডেন্ট এবং যারা ব্লগারদের জন্য, এবং যাদের নিজস্ব সার্ভারে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা আছে।
আমার পূর্বকৃত পোস্ট দুটি দেখবেন।
গুগলের রেজাল্টে প্রথম না আসলে কান কেটে ফেলব!!! |
কিভাবে আমি অনলাইনের কারিশমায় লাখপতি হলাম
ই-কমার্স সাইট কিংবা অনলাইনে কেনাকাটার সাইট বানাতে চাচ্ছেন? গাইডলাইনের অভাব? |
আজকে আমরা আলোচনা করব কিভাবে ব্রান্ডেড সাইট থেকে আয় করা যায় এফিলেটের মাধ্যমে।
আমরা এখানে একটি কোম্পানিকে টার্গেট করব, তা হল Envato। এফিলেট হল কোন কোম্পানির প্রোডাক্টকে মার্কেটিঙ্গের মাধ্যমে বিক্রি করে দেওয়া।
যেমন ধরুন কেয়া সাবান কোম্পানি আপনাকে প্রতি কেয়া সাবান বিক্রি করে দেওয়ার জন্য ৩০% করে প্রতি কেয়া থেকে টাকা দে, এটাই হল আপনার লাভের অংশ। এখন প্রশ্ন হল কিভাবে শুরু করবেন এফিলেটিং। উৎর নিজের একটি সাইট বানান। তা অবশ্যই নিজস্ব সার্ভারে ওয়ার্ডপ্রেস হতে হবে।
বিভিন্ন কোম্পানির এফিলেট প্রোগ্রামে যোগ দান করুন। বিশ্বস্ত কয়েকটি ব্র্যান্ডেড ডিজিটাল কোম্পানি হলঃ
Envato-themeforest,codecanyon
Amazon
Tesla
Clickbank
আমি অনেক আগে থেকে envato,amazon এই দুটোতে এফিলেট হিসেবে ছিলাম। ১০০$ হলে HSBC এর মাধ্যমে টাকা পেতাম।
কিভাবে কি করতে হবে?
প্রথমেই বলে নিচ্ছি আপনাকে এই সব প্রতিষ্টানের প্রোডাক্ত বিক্রি করতে হবে, এর জন্য আপনাকে ব্লগ লিখতে হবে। আপনার ব্লগকে এমন ভাবে SEO করতে হবে যাতে কেও যদি তা সম্পর্কে সার্চ করে তাহলে তা যেন প্রথম পেজে আসে। SEO সম্পর্কৃত তথ্যের জন্য এই লিঙ্কে ভিজিত করুন।
ধরুন একটি থিম সম্পর্কে লিখলেন, এখন কেই আপনার সাইটের লেখা থিম দেখে খুশি হয়ে তা কিনল। তখন তার একটা নির্দিষ্ট টাকা আপনার একাউন্টে জমা হবে। এজন্য আপনার আশে পাশে এমন ফ্রিল্যান্সার যদি থাকে যে যে বিদেশিদের জন্য সাইট বানাই তাকে বলবেন ক্লায়েন্টদের কে যেন আপনার সাইটের ডিজাইন দেখে পছন্দ হলে আপনার রেফারিং এর মাধ্যমে কিনতে বলে। এর মাধ্যমে দুই জনই উপকৃত হবেন। এভাবে আস্তে আস্তে এগুতে থাকেন। এর জন্য SEO এর বিকল্প বলে কিছু নেই। প্রথমে আমি আমার প্লাগিনের সহাতায় প্রায় ৩৭ টা থিম, ২৫ টা প্লাগিন, ৫ টা ফ্লাইয়ার বিক্রি করেছিলাম। আমাজনে কিন্ডার ফায়ার ও বিক্রি করেছিলাম। এর জন্য প্রচুর টাকা পেয়েছিলাম। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে আর পেরে উঠলাম না লেখে লেখে কাজ করার। তাই একটা রোবট বানিয়ে ফেললাম। যে সব কিছুর ডাটা আমার সাইটে এনে অটো পাব্লিস করে , ফলে বলতে গেলে আমার থেকে কিছুই করা লাগে না। এমনকি গত ৬ মাস আগে আমি envato এর জন্য এফিলেটিং রোবট তৈরি করেছি। যা অটো এফিলেট করে। তবে আপনারা নিজে লেখে এফিলেট করতে পারেন।
আজকের টিউনে আমি আপনাদের এফিলেট সম্পর্কে একটি বেসিক ধারনা দিলাম। আশা করি কিছুটা উপকৃত হয়েছেন। আমি সব সময় চাই কম পরশ্রমে কিভাবে টাকা আয় করা যায়। তাই কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। সালাম
আমি ইফতেখার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যে কোন বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ০১৫৫৪৫২১১৬৩
😛