ফাল্গুনের উষ্ন আবহাওয়ার ভালবাসা সবাইকে।আশা করি সবাই ভাল আছেন। ভ্যালেন্টাইন পরবর্তী সময় ভাল থাকারই কথা।
ব্যতিক্রমী পদ্ধতিতে অনলাইন মার্কেটিং এর একটা পর্ব লিখছিলাম।আরেক পর্ব লিখব কিন্তু সময়ই হয়ে উঠছিল না। আরা আমার লেখালেখির অভ্যাস একটু কম। মানে একটু অলস টাইপের ।তাই সময় করে লেখা হয় না। যাইহোক আপনাদের জন্য কিছু কালেক্ট করা এবং কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। এবার কাজের কথায় আসি।
আগের পোস্টের থেকে এটা একটু ব্যতিক্রম। এই পোষ্ট সবচেয়ে বেশি কাজে লাগবে ব্যবসায়ীদের । যারা ছোট বড় যে কোন ব্যাবসার সাথে জড়িতে একটু বেশি কাজে দিবে।
অধিকাংশ ব্যবসায়ী ছোট ওয়েবসাইটে কম ভিজিটর থাকে এবং অনেকক্ষেত্রেই সার্চ ইঞ্জিনের তুলনায় অফলাইন থেকে আসা ভিজিটর বেশি হয়। ভিজিটিং কার্ড বা নেমপ্লেটে ইত্যাদি থেকে দেখে লোকজন সাইটে ভিজিট করে এবং সুনির্দিষ্ট কয়েক ধরনের ক্রেতা বেশি ভিজিট করে।
কোন একটি হোটেল বুকিং ওয়েবসাইটে হয়তো হোটেলের রিজার্ভেশন সংক্রান্ত তথ্য, থাকার পরিবেশ ও খরচের বেপারগুলো দেখতে চাইতে পারে। যোগাযোগের তথ্য জানতে চাইতে পারে। রিয়েল-স্টেট ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন প্রশ্ন জাগতে পারে ক্রেতার মনে যা ফোন করে জেনে নিলে তার পক্ষে সুবিধা হয়। এজন্য সেই সাইটগুলোতে যোগাযোগের বেপারটা একটু বেশি-ই গুরুত্বপূর্ণ। সহজে আপনাকে খুজে পাওয়ার জন্য ব্যবস্থা রাখতে হবে।
ব্যাবসায়ী ওয়েবসাইটের ক্ষেত্রে যে সব বিষয় বেশি প্রাধান্য পায়, নিচে সেগুলো উল্লেখ করছি।
এছাড়াও বেশ কিছু বিষয় সংশ্লিষ্ট থাকতে পারে। তবে ব্যাবসায়ীক ওয়েবসাইট থেকে ভাল সারা পেতে চাইলে সাইট ডিজাইনে বেশ কিছু পদ্ক্ষেপ নেওয়া উচিৎ বলে মনে করি।
নিচে ডিজাইনের ব্যাপারে কিছু সাজেশন করছি:
মনে রাখবেন আপনি যত বড় ব্যাবসায়ী হন না কেন আপনার অফিসের আসবাব পত্র থাকে এলোমেলো বা অপরিচ্ছন্ন তাহলে আপনার অফিসে আসা ভিজিটর দের মধ্য একটা কিউরিসিটি তৈরি হবে। তাদের কে খুশি করাই আপনার কাজ। ঠিক তেমনি আপনার ওয়েব সাইটের অবস্থা ও যদি থাকে অপরিচ্ছন্ন এলোমেলো তাহলে ক্লাইন্ট আপনার সম্মন্ধে একটা খারাপ ধারনা তৈরি হতে পারে। এই বিষয় গুলো খেয়াল রাখবেন।
ফেসবুকে আমি :facebook.com/refath.kuakata
আরো বিস্তারিত কিছু জানতে ঘুরে আসুন আমাদের ব্লগে : টেক বাংলাদেশ. কম
আমি ব্লগার রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খাওয়া, ঘুম আর ফেসবুকে আড্ডা । সারাদিন সব ইজি কাজ নিয়ে বিজি। ফেসবুকে অাড্ডা দিলে এড হতে পারেন আমার সাথে--- https://www.facebook.com/refath.kuakata
ব্লগ ওয়ালা রিফাত ভাই আসলেই ভাল লিখেছেন ! LIKe দিলাম