আমরা অনেকেই গুগল এর ব্যাতিক্রম কিছু ব্যবহার সম্পর্কে জানিনা। তাই আজকে আমি দেখাব কিভাবে গুগল কে ক্যালকুলেটর , মুদ্রা কনভার্টার এবং Unit কনভার্টার হিসেবে ব্যবহার করা যায়।কেউ যদি জেনে থাকেন তাহলে আপনার এই পোস্ট পড়ার দরকার নাই।
গুগল এর হোম পেজ এ গিয়ে সার্চ বক্স এ আপনি যা হিসাব করতে চান তা লিখুন (উদা: ৫০০+২৫১২+৩১০০=)
এবার এন্টার দিন । দেখুন আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে গেছেন সাথে একটি ক্যালকুলেটর ওপেন হবে যেটা আপনি অন্যান্য ক্যালকুলেটর এর মতই ব্যবহার করতে পারবেন। Scientific ক্যালকুলেটর এর কাজও করা যাবে।
গুগল এর হোম পেজ এ গিয়ে সার্চ বক্স এ আপনি যা হিসাব করতে চান তা লিখুন (উদা: 20 km in mile)
এবার এন্টার দিন । দেখুন আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে গেছেন
এভাবে আপনি অন্যান্য একক ও বের করতে পারেন
গুগলকে খুব সহজেই মুদ্রা কনভার্টার এর কাজে ব্যবহার করা যায়। এজন্য সার্চবারে প্রয়োজনীয় মুদ্রা গুলো লিখে সার্চ করলেই উত্তর পাবেন।
(উদা: .76 Euro in Dollar) এবার এন্টার দিন । দেখুন আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে গেছেন
বিশ্বের যে কোন শহরের জন্য স্থানীয় আবহাওয়া দেখতে গুগলকে ব্যবহার করতে পারেন। এজন্য শহর এর নামের পূর্বে “weather” শব্দটি লিখুন।
উদাঃ Weather Rangpur)
এবার এন্টার দিন । দেখুন আপনার কাঙ্খিত ফলাফল পেয়ে গেছেন
আমার অন্যান্য পোস্ট গুলো দেখতে পারেনঃ-
কম্পিউটার থেকে ডিলিট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনুন ৪ মেগাবাইটের সফটওয়্যার দিয়ে: http://alltricks24.blogspot.com/2013/12/recover-deleted-files-from-computer.html
মজিলা ফায়ারফক্স এ সেভ করা Password দেখে নিন এবং যেভাবে রিমুভ করবেন : http://alltricks24.blogspot.com/2014/02/how-to-view-and-delete-saved-password.html
আমি Alone boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice.