ট্রিকস: কম খরচে কথা বলুন এবং নেট চালান

আমরা অনেকেই কম মূল্যে কথা বলার জন্য একসাথে ৪-৫ টা সিম ব্যবহার করি। এ জন্য দিনের মধ্যে ২-৩ বার সিম চেঞ্জ করা লাগে। এতে ফোন এর আয়ু দীর্গস্থায়ী হয় না। আসুন এই সমস্যা সমাধানের জন্য কিছু ট্রিকস দেখে নেই কিভাবে একটি সিম ব্যবহার করেই সব ধরনের সুবিধা ভোগ করা যায়-

পাকেজ পরিবর্তন

প্রথমে আপনার সিমের পাকেজ পরিবর্তন করে নিশ্চিন্তে চলে আসুন। তারপর দেখুন ১ সিম এই সবকিছু।

কিভাবে নিশ্চিন্তে আসবেন?

N লিখে পাঠিয়ে দেন 4444 নাম্বারে। তারপর ১০০ টাকা রিচার্জ করুন।

সুবিধা:

ফ্লাট রেট

  • ২৪ ঘন্টা যেকোনো নাম্বারে কথা বলুন- ৬৮ পয়সা/মিনিট।

২৫ পয়সা/মিনিট

  • রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ২৫ পয়সা/মিনিট এ কথা বলুন যেকোনো জিপি নাম্বারে, এ জন্য ডায়েল করুন *666*1# এবং *666*4#
  • সকাল ৬ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ২৫ পয়সা/মিনিট এ কথা বলুন যেকোনো জিপি নাম্বারে, এ জন্য START T লিখে মেসেজ করুন 9999 নাম্বারে। ৫ মিনিট এর মধ্যে ৪০ মিনিট পেয়ে যাবেন যা ২৫ পয়সা/মিনিট জিপি টু জিপিতে কথা বলতে পারবেন।

ইন্টারনেট

  • মোবাইলে এ নেট চালাতে ১ জিপি কিনে নেন। এ জন্য ডায়েল করুন *500*6*1# এর মেয়াদ পাবেন ১ মাস।

ট্রিকস

  • ফ্লাট রেট: ২৪ ঘন্টা যেকোনো নাম্বারে কথা বলুন- ৬৮ পয়সা/মিনিট। এই জন্য কোনো কিছু করতে হবে না শুধু প্রতি মাসে ১০০ টাকা রিচার্জ করুন।
  • ২৫ পয়সা/মিনিট: রাত ১২ টা থেকে সকাল ৬ টার মধ্যে কথা ২৫ পয়সা/মিনিট এ কথা বলার জন্য পার্সেন্ট অন করুন এবং সকাল ৬ টাই আবার পার্সেন্ট অফ করে দেন। সকাল ৬ টা থেকে বিকাল ৪ টার মধ্যে কোনো জিপি নাম্বারে বেশি কথা বলার জন্য ৪০ মিনিট কিনে নিতে পারেন, যা বিকাল ৪ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
  • ইন্টারনেট: রেগুলার ইন্টারনেটে থাকতে হলে ১ জিবি কিনে নিবেন। এর মূল্য ৩০০ টাকা। ১ জিবি ফোনে ১ মাসে শেষ হবে না তাই মেয়ার শেষ হবার ২-৩ দিন আগেই আপনার মেগাবাইট কে সামনে মাসে ব্যবহার করার জন্য ১ মাস মেয়ার বাড়িয়ে নিবেন এ জন্য ফোনে ১০০ টাকা রিসার্জ করে ডায়েল করুন *500*9*1#, একটু পর দেখবেন আপনার আগের মেগাবাইট এর সাথে আরো ১৫০ মেগাবাইট যোগ হয়েছে এবং আপনার নেট এর মেয়াদ আরো ১ মাস বেড়ে গিয়েছে। এইভাবে ১ গিগা নেট নিয়ে আপনার যত মাস খুশি ব্যবহার করুন (আপনার মেগা শেষ না হওয়া পর্যন্ত) ।

ফলাফল

  • আপনি ৬৮ পয়সা/মিনিট এ ২৪ ঘন্টা যেকোনো নাম্বার এ কথা বলতে পারতেছেন।
  • যাদের একটি নাম্বারে বেশি কথা বলা প্রয়োজন তারা রাতে পার্সেন্ট এবং দিনে মিনিট কিনে কথা বলতে পারতেছেন।
  • রেগুলার নেট ব্রাউজ করতে পারতেছেন।

(15% VAT Applicable)

এই ট্রিকস এ চললে ১ সিম দিয়েই ব্যবসা এবং জি.এফ সব একসাথে কম খরচেই সামলাতে পারবেন। এই জন্য আপনার ৪-৫ টা সিম ব্যবহার করার কোনো প্রয়োজন পরবেন না। কেমন হলো জানাতে ভুলবে না!

আমি ফেইসবুকে, সময় থাকলে ঘুরে আসুন আমার ওয়েব সাইট থেকে।

(পূর্ব প্রকাশিত)

 

আপনার ফেইসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্ট্রাগ্রাম একাউন্ট গুলো আপডেট রাখতে ভিসিট করুন https://bestsocialplan.com

Level 2

আমি নেট সাগর। CEO, Best Social Plan, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 696 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন অজানা পথের পথিক। সারাদিন ইন্টারনেটের মধ্যেই ডুবে থাকি। আমার ওয়েবসাইট: https://bestsocialplan.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাইই কম বেসি বিষইটি যানে।

    @tarikulislam: ভাই আপনি কাউকে ভাল কিছু বলতে পারেন না তো টিটকারিও মারবেন না। টিটিতে যা যা শেয়ার করা হয় তা কমবেশি সবাই জানে। কিন্তু যদি না জানানো হয় তবে যারা জানেনা তারা জানতে পারবে না। আপনি এসব ভাওতাবাজি করবেন না।

      Level 2

      @উদীয়মান লেখক: ধন্যবাদ ভাইয়া!

        @Sagor: আপনাকেও ধন্যবাদ। টিউনটি কষ্ট করে শেয়ার করার জন্য।

    Level 2

    @tarikulislam: সবাই তো সবজান্তা সমসের না!

Level 2

@indronile: ধন্যবাদ! তবে বাকলিঙ্ক করাটা ভালো লাগলো না!

Level 0

আমি ব্যবহার করি জিপি এর M5 Bunddle . 344 টাকায় 494 মিনিট, 100 sms, 100 MB . যার মেয়াদ একমাস.আর প্রতিদিন দিন এর START T প্যাকটা দিয়ে 25 পয়সায় কথা বলা যাচ্ছে…FNF ছাড়া যাদের অন্যান্য নাম্বারে বেশী কথা বলতে হয় তাদের জন্য এর চেয়ে সাশ্রয়ী রেট আমার জানা নাই …

    Level 2

    @babu_fu: যেকোনো নাম্বার এ কত টাকা কাটে দিন রাত?

      Level 0

      @Sagor: অন্য অপারেটরে করলে কেনা বান্ডল (M5) থেকে মিনিট কাটে .

Level New

gp ar dalal……..

    Level 0

    @azad Rahman: ভাই আপনার কি নিজের কম্পানী আছে নাকি..নাকি সিম ব্যবহার করেন না।

    Level 2

    @azad Rahman: ভাই আপনার বাবার কোম্পানি থাকেলে বলেন আপনারদের সিম ব্যবহার করবো!

যতসব আজারা পোস্ট।

    Level 2

    @Ghajini_005: ওমদনা দুঃক্ষিত মদনদা!

    Level 2

    hmm

এখানে সবাই পন্ডিত হয়েগেছে, অতি কমন এমনকি শিশুদের জানা বিষয়গুলো নিয়েও না দেখলে মিস করবেন টাইপের পোষ্ট করছে সবাই। এখানে সবাই পোষ্ট করতে চায়……. কিন্তু পড়তে চায়না।

    Level 2

    @মতিউর রহমান: কি করবেন ভাই সবাই নিজেকে বিলগেস্ট ভাবে কিন্তু আসলই কিছু না…

Level 0

kivabe GP k baaaash deya jay sei tricks ber koren…. 😉

    Level 2

    @net_freak: ঠিক আছে রেডি করে রাখবো!