যারা জানেন তারা ক্লিক না করলে ও চলবে।
টেকটিউনস সহ Word press এ তৈরি সকল ওয়েব সাইট লোড হতে একটু বেশি সময় নেয়। আপনি ইচ্ছে করলে এর স্পিড বাড়িয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে আপনার প্রিয় সাইট টেকটিউনস ই সায্য করবে। তার জন্য টেকটিউনস এ লগ ইন করে আপনার টিউনার প্যানেলে যান। তার পর Tools এ ক্লিক করুন। তার পর Gear এ ক্লিক করুন। এবং software টি ডাউনলোড করে ইন্সটল করুন । তারপ্র দেখুন মজা। আগের থেকে দ্রুত আপনার প্রিয় সাইট টি লোড হবে।
টিউনার প্যানেলে এ গিয়ে Tools এ ক্লিক করুন।
তারপর Enable Gear এ ক্লিক করুন।
ডাউনলোড হলে ইন্সটল করে আপনার Browser টি Restart করে নিন।
ধন্যবাদ সবাইকে।
আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!
জাকির ভাই দুইবার চেষ্টা করছি কিন্তু ইনষ্টল ফেইল্ড দেখায় তবে সেটা আপনার দোশ না আমার কম্পিউটারের কোন সমস্যা হবে পরে আবার ট্রাই করব।কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য আমার জানা ছিলনা।