যেসব কারণে ওয়েবসাইট ওপেন হয় না ।

আসসালামুআলাইকুম ।   সবাই কেমন আছেন?  আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।  ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।  চলুন মূল কোথায় আসি...

 

প্রয়োজনের নিরীখে আমরা প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইটে বিচরন করে থাকি ।   কম্পিউটার যদি ভালো থাকে, আর সেই সাথে যদি ভালে থাকে ইন্টারনেট কনেকশন, তবে সেক্ষেত্রে ওয়েবসাইটের পারফরম্যান্সও ভালো পাওয়া যায় ।  কিন্তু কোন কারণে যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট থাকা সত্ত্বেও কোন ওয়েবসাইট ওপেন না হয় তখন কি করবেন ।  কোন কোন এন্টিভাইরাস কিছু ওয়েবসাইটের লিংককে ভাইরাস মনে করে ঢুকতে দেয়না ।  সেক্ষেত্রে এন্টিভাইরাস  ৫ মিনিটের জন্য স্থগিত রেখে কাঙ্খিত সাইটে ঢুকতে পারবেন । সেক্ষেত্রে কাঙ্খিত সাইটটি অবশ্যই সঠিক, বিশ্বাসযোগ্য কিংবা স্পামিং না হওয়া বাঞ্চনীয়।

আর যদি আপনার সাইট ওপেন হতে নিম্নরূপ ম্যাসেজ আসে তখন কি করবেন ।


Untrusted

তবে সেক্ষেত্রে খেয়াল করে দেখুন, আপনার কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক আছে কিনা ।  যদি তারিখ ও সময় ঠিক না থাকে তবে  ওয়েব সাইট ওপেন হবেনা, এক্ষেত্রে I understand the risk দিযে Add exception এবং get certificate অপশনে ক্লিক করে ওয়েব সাইট ওপেন হতে পারে, তাও অনেকগুলি সাইট তারিখ ও সময় পরিবর্তন না হওয়া পর্যন্ত ওপেন হয় না । 

আরও যেসব কারণে আপনার ওয়েব সাইট ওপেন হবেনা-

১।  আপনার ওয়েব সাইটের ব্যান্ডউইথ লিমিট শেষ হয়ে গেলে ।
২। ওয়েব সাইটটি নতুন বছরের জন্য আবার রিনিউ না করলে ।
৩। বেশী পরিমাণ স্পামিং এর কারণে সার্ভার কর্তৃক স্থগিত করা হলে ।
৪। ওয়েবসাইট যদি রিডাইরেক্ট করা থাকে অন্য কোন সাইটে ।
৫। নির্মাণ কাজের জন্য দিয়ে রাখা আন্ডার কনষ্ট্রাকশন রিমুভ না করা হলে ।
৬। সর্বোপরি ইন্টারনেট কানেকশন ধীরগতির হলে প্রচুর কন্টেন্ট সমৃদ্ধ সাইট ওপেন হতে চাইবেনা, শুধু আপনি দিখতে পাবেন লোডিং..., লোডিং... ।
৭। ওয়েবসাইট ওপেন হলেও ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করা না থাকলে ওয়েবসাইটের ফ­্যাশ সমৃদ্ধ কন্টেন্টগুলো দেখতে পাবেননা । পাশাপাশি কন্ট্রোল প্যানেলে বাংলা ফন্ট ইন্সটল করা না থাকলে বিভিন্ন সাইটের বাংলা লেখাগুলোও পড়তে পারবেন না ।  বক্স আকারে হিজিবিজি অক্ষর দেখতে পাবেন, বক্সগুলো দেখতে সুন্দর হলেও বাংলা ফণ্ট ইন্সটল করা না থাকলে পড়ার উপায় নেই ।

আজকের পোস্টটি বেশ বৃহত পরিসরে করা হয়নি, পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো, চেষ্টা করবো বিস্তারিত লিখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।

এ লেখাটি ভালো না লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন, হয়তো সাইটটি ভালো লাগবে ।

আমার সাইট । 

ভালো থাকবেন সবাই...

 

সবশেষে সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি ...

 

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লিখেছেন। ধন্যবাদ।

Level 0

vai time tik take na ke korbo !!!!!!!! restart dilay time abar reset hoay jay …….. why !!!!!!!!!

    @SK Miskat: Apnar motherboard er sorry apnar computer er motherboard er cmos battery change kore dekhen…