পাসওয়ার্ড না জেনেও উইন্ডোজ এক্সপিতে লগইন করা

অনেকে মনে করবেন এটি কেমনে সম্ভব বা মনে করবেন কোন হ্যাকিং টুল দিয়ে তা করতে হবে। কিন্তু সেগুলো কোনটাই না। এটি একরকম পদ্ধতি যার মাধ্যমে পাসওয়ার্ড না জেনে এক্সপিতে লগইন করা যায়। এর জন্য প্রথমে পাসওয়ার্ড আছে এমন কম্পিউটার চালু করতে হবে। লগইন উইন্ডো আসলে Alt + Ctrl + Delete একত্রে দুইবার চাপতে হবে। এতে উইন্ডোজ ২০০০ এর মত লগইন উইন্ডো আসবে। এতে User name বক্সে লিখুন Administrator এবং এন্টার চাপুন। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে উইন্ডোজ লগইন হবে। এভাবে পাসওয়ার্ড ছাড়া লগইন করা যায়। এছাড়া কম্পিউটারকে সেফ মোডে চালু করলেও এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটি দেখতে পাবেন এবং তাতে ক্লিক করেও লগইন করতে পারেন। ভাবছেন তাহলে পাসওয়ার্ড দিয়ে লাভ কি? আসলে অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করলে Administrator নামে একটি ইউজার অ্যাকাউন্ট সয়ংক্রিয় ভাবে তৈরি হয় এবং তা লুকনো অবস্থায় থাকে। এ অ্যাকাউন্টে কোন পাসওয়ার্ড দেয়া থাকে না। ফলে উপরের পদ্ধতিতে এ অ্যাকাউন্টে লগইন করা যায়। আপনি এ অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। এর জন্য প্রথমে সেইফ মোডে কম্পিউটার চালু করুন এবং অ্যাডমিনিস্ট্রেটর নামের অ্যাকাউন্টে প্রবেশ করুন। এবার Start => Settings => Control Panel এ ক্লিক করুন এবং User Accounts এ ক্লিক করুন। এবার Administrator অ্যাকাউন্টে ক্লিক করে Create a password এ ক্লিক করুন এবং নতুন একটি পাসওয়ার্ড লিখে Create password বাটনটি ক্লিক করুন। তাহলে কেউ উপরের নিয়মে আর পাসওয়ার্ড ছাড়া লগইন করতে পারবে না।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

    রুমা ম্যাডাম, আপনার লিঙ্কটা dead………..

    কিসের মধ্যে কি ,পান্তা ভাতে ঘি @ ruma madam

onek valo hoyce vaia chalai jan…….

খুবই দারুন একটি তথ্য পেলাম অনেক অনেক ধন্যবাদ।

সোহাগ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

একদম ফালতু টিউন। এক্সপি সেটাপের সময় যদি এডমিন পাসওর্য়াড দেয়া হয় তবে আপনার এই ফালতু ট্রিক্স কাজ করবে না।

আপনার এই টিক্স নার্সারি ক্লাস পর্যায়ের।

    বর্তমানে যে সব এক্সপি সিডি বাজারে পাওয়া যায় সেগুলো সেটআপের সময় এডমিন পাসওয়ার্ড সেট করা যায় না। আর সবাই তো আপনার মত ডিগ্রি পাস করা না। যারা নতুন তাদের জন্য এ টিউনটি করেছি।

    আপনি এটা কি মন্তব্য করলেন ?
    আপনার মত একজন ভাল মানের টিউনারের কাজ থেকে এরকম মন্তব্য আশা করা যায় না।
    টিউনটি ভাল হয় নি বললেই হয়। তাই বলে “ফালতু টিউন” এভাবে বলতে হবে?
    আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটা টিউনারের ২য় টিউন। বুঝিয়ে ভাল করে বললে কি হত না?

    “আপনার এই টিক্স নার্সারি ক্লাস পর্যায়ের।”
    এই কথাটি বলাটা উচিত হয় নি। সবাইতো এরকম নার্সারি ক্লাস পর্যায়ের থেকে উঠে আসে। আপনি ও এসেছেন।
    আমি ও মানি যে টিউনার যে ট্রিক্স দিয়েছে তা অনেক ক্ষেত্রে কাজে আসবে না। তাই বলে এভাবে অপমান করতে হবে ?
    টিউনারকে আরো ভাল মানের টিউন করার জন্য পরামর্শ দিলে কি অসুবিধা হত?
    আপনি কি মনে করেন এভাবে বললে উনি আগামীতে ভাল টিউন করবেন ?
    হয়ত দেখা যাবে আমাদের ছেড়ে ওনি চলে যাবেন।
    সোহেল ভাই,আপনার টিউন আমার ভাল লাগে কিন্তু আপনার মত একজন দ্বায়িত্মশীল টিউনার থেকে এ ধরনের মন্তব্য কোন ভাবেই গ্রহনযোগ্য নয়।
    আপনি নিচের টিউনটা দেখতে পারেন।
    https://www.techtunes.io/roundup/tune-id/27218/

    ভাই পারলে এর থেকে ভাল মানের টিউন করেন। কারন আপনি যে টিউন করছেন তা টেকটিউনসে অনেক আগেই হইছে এবং আপনার টিউনটা করার আগে সার্চ করে দেখা উচিত ছিল। যাই হোক আশা করি আগামি তে আপনার অনেক ভাল টিউন পাব।

    ধন্যবাদ।

    @সোহেল ভাই মন্তব্য করার সময় নিজেকে নিয়ন্ত্রনে রাখবেন। আপনি জানেন ভাল কথা। তাই বলে এভাবে বলবেন?
    মন্তব্যের জন্য এর আগেও আমরা অনেক ভাল টিউনার হারিয়েছি।

    @সোহাগ ভাই আপনার টিউন ভাল হয়েছে। চালিয়ে যান।
    ধন্যবাদ।

    এত কড়া করে বলা ঠিক না। আপনি পারেন তাই আপনার উচিৎ অন্যকে উৎসাহ দিয়ে এগিয়ে নেয়া, ধন্যবাদ

    Level 2

    সোহেল ভাই, আপনি যখন এতই জানেন, তাহলে আপনি টেকটিউনস্ এ কি করতাছেন। আপনার তো নাসা অথবা মাইক্রোসফট্ এ থাকার কথা ছিল। আর শোনেন, টেকটিউনস্ এ নার্সারী এর জিনিস ও শেখানো হবে। আপনার ভাল না লাগলে টেকটিউনস্ থেকে বের হয়ে যান।

    খুবই চমৎকার টিউন। আমার খুবই উপকারে আসল।

    rakib@

    আপনি একটু বেশী বোঝেন। আমি বলতে চেয়েছি একই টিউন বারবার হচ্ছে। আগে কথা বোঝা চেষ্টা করেন তারপর মন্তব্য করেন।

    নেতিবাচক মন্তব্য করবেন কোন অসুবিধা নাই কিন্তু একটু শালিন ভাষায় বললে কি হইত!কত ভাবেইতো মনের ভাব প্রকাশ করা যায় তাও আবার বাংলায় মানে নিজের ভাষায়।
    আমার কাছেও টিউনটি খারপ লাগে নাই।তবে সামনে আরো ভাল টিউন চাই ধন্যবাদ।

    সোহেল ভাই
    ” rakib@ আপনি একটু বেশী বোঝেন। আমি বলতে চেয়েছি একই টিউন বারবার হচ্ছে।” এই কথা টা ১ম এ বলল্লেই তো পারতেন । আসলে ই আমরা খুব ই খারাপ একটা জাতি । যতখন আমরা কারো কাছ কথা না শুনি ভাল লাগে না ।

    kicu kicu faltu commenter ra ja icca tie tuner der bole. A der k size kora uctie. Fajil Sohel. Sohag Vi Kicu mone koren na “Pagole Kina Bole”

    কমেন্টে আরো সংযত থেকে গঠনমূলক সমালোচনা করা যেতে পারে, যাতে টিউনার কোন ভাবেই নিরুৎসাহিত না হন।

    @সোহেল , ট্রিক্স বানান ভুল হয়েছে (২য় লাইন)

    ভাই শুরুতে বলেই পারতেন এ টিউনটি আগে হয়েছে।
    এ টিউনটি আগে হয়ে থাকলে আমি দুঃক্ষিত। সামনে আশাকরি এ ভুল হবে না।

    Level 2

    “ফালতু টিউন” এভাবে আপনি বলতে পারেন না। আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটা টিউনারের ২য় টিউন। ভাল করে গুছিয়ে বললে কি হত না? একটা কথা না বললেই নয়। আমার মনে হয় আপনি ফালতু জিনিস শিখেছেন।

    আর কমান্ড করতে না জানলে আমাদের কাছ থেকে শিখে নেন কাজে লাগবে। আগে কমান্ড করতে শিখেন তারপর কমান্ড করতে যান। যদি একই টিউন বারে বারে হয় তাহলে বললেই হয় যে পুরোনো টিউন।

    তাই বলে সরাসরি “ফালতু টিউন” এভাবে আপনি বলতে পারেন না। ভাল হয় যদি আপনি সোহাগকে “Sorry” বলে দেন কেমন।

    দেখতে তো সুন্দরই লাগে। এক্কে বারে টাই টুই পড়া! তো আচরনটা এমন কেন?
    যাকে বলে “উপরে ফিট ফাট নিচে সদর ঘাট”
    ভাই আমরা এমন এক জাতি যারা অন্যকে আঘাত দিয়ে কথা বলি। যেমন- আমি নিজে

ভাই যারা নতুন ইউজার তারা হয়তো এডমিন. পাসওয়ার্ড টা দেন না। তবে উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় এডমিন. পাসওয়ার্ড টি দেওয়া যায়। যেমন আমার সবগুলো পিসিতে এডমিন পাসওয়ার্ড দেওয়া আছে। আপনি কেন কেউই এ কম্পিউটারটি পাসওয়ার্ড ছাড়া ওপেন করতে পারবেন না। তবে তথ্যটি দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ। এগিয়ে যান।

Great tune ForeverUnlimited Thanks::::::

http://www.rafsanchowdhury.blogspot.com

Visit NOWWWWWWWWWWW

সোহাগ ভাই অনেক চমতকার টিউন করেছেন।আপনার শুভকামনা রইল যাতে সামনে আরও সুন্দর সুন্দর টিউন পাই। ধন্যবাদ আপনাকে।

Level 0

সোহাগ ভাই ভাল হয়েছে । আপনি চালিয়ে যান। সোহেল ভাইদের মত ফালতু লোকের ফালতু মন্তব্য কান না দিয়ে চালিয়ে যান। ধন্যবাদ আপনাকে

Level 2

@ সোহাগ ভাই, আমি আজকে এইটা নতুন শিখলাম। দূর্জনের কথ্ৱায় কান না দিয়ে আপনি এগিয়ে যান।

Level 2

win7 erta jante chai

হুম ভাল টিউন !!!

Level 0

আগামী দিনে আরো ভাল হবে, এগিয়ে যান। ধন্যবাদ।

Level 0

জটিললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললললল

টিউনননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননননন

আমি এই জিনিষ টা ১ বছর ধরে শিখবার চেষ্টা করছি। আমার এক বড় ভাই এই জিনিষ টা জানে। কত লোভ দেখালাম কিন্তু আমাকে শিখালই না। ধন্যবাদ…………………

আর ভাই, কিছু মনে করবেন না। আমাদের টেকটিউনে কিছু অসভ্য নাগরিকের বসবাস হয়েছে, গত এক সপ্তাহ ধরে। মডারেটরকে এই অসভ্য নাগরিকদের বেছে বেছে নকআউন করা উচিৎ বলে আমি মনে করি। ধন্যবাদ

আবার কাজে লাগছে…………………………..ধন্যবাদ!!

Level 0

সোহাগ ভাই,যে কোন password দেখে ভয় লাগে তারপরে ও ভাল লাগল ধন্যবাদ…………..।
হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাইয়ে সাথে একমত ……..

আমার কাজে আসবে ধন্যবাদ।

Level 0

ভাল হয়েছে

Level 0

লাভ কী? ফলাফল শুন্য…।

ভাই, আপনি ভুল করছেন। উইন্ডোজ ইন্সটলের সময় Administrator একাউন্ট হয় তা ঠিক আছে। কিন্তু সেখানে পাসওয়ার্ড দেবার অপশন ও থাকে। যদি আপনি সেখানে পাসওয়ার্ড দেন তাহলে আর এ টিউনের বিষয়বস্তু কোন কাজে আসবে না।

    ভাই মন্তব্য করার আগে অন্য মন্তব্য গুলো পড়া উচিৎ। এখন যে এক্সপি ডিস্ক পাওয়া যায় সে গুলোর অনেক গুলোতেই Administrator এ পাসওয়ার্ড দেয়া যায় না। তাছাড়া যাদের Administrator সম্পর্কে ধারনা আছে তারা ছাড়া অন্যরা সেটআপের সময় পাসওয়ার্ড দেয় না। যারা পাসওয়ার্ড দেন না তাদের জন্য এটি টিউনটি একটি সতর্কবানী বলা যায়।

শিরোনাম টা জটিল হয়েছে কিন্তু সব ক্ষেত্রে এই পদ্ধতিতে কাজ না ও হতে পারে ।
টিউন ভালো হয়েছে
bravo

Level 0

এই ব্যাপারটি যখন আমি প্রথম জেনেছিলাম,তখন অনেকগুলো সাইবার ক্যাফে-তে গিয়ে ট্রাই করেছি এবং একবারের জন্যও ফেল করিনি 😉 এমনকি আমার অনেক বন্ধুর পিসি-তেও করে দেখিয়েছি :p খুব মজার একটি ট্রিকস শেয়ার করেছেন সোহাগ ভাই,অসংখ্য ধন্যবাদ 😀 Administration Password নিয়ে বেশীরভাগ মানুষই মাথা ঘামায় না 😉

New tunerder kew opman korben na….Ata jodio sobar jana ase..Yet new tuner der soto kore dakhben..Ar na hole commen korben na..

Level 2

আমি ফয়সাল ভাইয়ের সাথে একমত।
আপনার মত টিউনারের কাজ থেকে এরকম মন্তব্য আশা করা যায় না। টিউনটি ভাল হয় নি তাও বলার অধিকার নেই আপনার। কারন ভাল লাগলে কমান্ড করবেন না হলে দরকার নেই।

তাই বলে “ফালতু টিউন” এভাবে আপনি বলতে পারেন না। আপনি তো দেখতেই পাচ্ছেন যে এটা টিউনারের ২য় টিউন। ভাল করে গুছিয়ে বললে কি হত না? একটা কথা না বললেই নয়। আমার মনে হয় আপনি ফালতু জিনিস শিখেছেন।

আর কমান্ড করতে না জানলে আমাদের কাছ থেকে শিখে নেন কাজে লাগবে। আগে কমান্ড করতে শিখেন তারপর কমান্ড করতে যান। যদি একই টিউন বারে বারে হয় তাহলে বললেই হয় যে পুরোনো টিউন।

তাই বলে সরাসরি “ফালতু টিউন” এভাবে আপনি বলতে পারেন না। ভাল হয় যদি আপনি সোহাগকে “Sorry” বলে দেন কেমন।

সোহাগ ভাই ভাল হয়েছে । আপনি চালিয়ে যান। সোহেল ভাইদের মত ফালতু লোকের ফালতু মন্তব্য কান না দিয়ে সামনে এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে টিউন করার জন্য।

Level 0

টিউন ভালো হয়েছে

Level 0

টিউন ভালো হয়েছে

আপনার টিউনটি ভাল হয়েছে। আর অনেক ভাল হয়েছে কমেন্টগুলোর জবাব। এগিয়ে চলুন —-

New tuner der kew opoman korben na….Nahole apnkew sobai opoman korbe…

dear shohag bhai
as-salamualikum wrb,
thnaks for nice tune. today i was searching this tune. at least i got it. thanks again. plz carry on.
jajakallah khair

mohid

হুম…ভালো টিউন। কাজে লাগতে পারে। ধন্যবাদ।

Level 0

vabe monehocche pcr jabotio shob shomossar shomadhan korte paren..eta apnar kache faltu hotepare.. but ami shikhechi….

Level 0

thanks

এটা সত্য যে negative comments এর জন্য টিটি থেকে অনেক বাঘা tuner হারিয়ে গেছে।

Level New

Vi age XP te ai poddhoti amar vi ar computer.. hack kortam vai ter peto na… tobe bortomane win7 e ta shomvov na ….

Level New

Vi age XP te ai poddhoti amar vi ar computer.. hack kortam vai ter peto na… tobe bortomane win7 e ta shomvov na …. 7 somprke acsess somporke janale valo hoi….

Level 2

tunebd@valo kotha mone korsen win 7 ta ajkei check korte hobe.
Win XP r ekta kaj korte paren, notun user khule system theke hidden kore nite paren. tahole user accounts a new user ta r show korbe na. then ctrl+del chepe apnar user likhe enter dilei kella fote.
Google a search dilei peye jabe “how to hidden user in win XP”. Eta registry theke korte hoi.