এমপিথ্রি স্কাইপ রেকর্ডার(MP3 Skype Recorder) একটি প্রোগ্রাম যা অটোমেটিকভাবে আপনার কম্পিউটারে আপনার স্কাইপ কল রেকর্ড করে রাখতে পারে । এটি আপনার কলগুলো আপনার কম্পিউটারে এমপিথ্রি ফরম্যাটে রেকর্ড করে রাখতে পারে । এটি পিয়ারটুপিয়ার স্কাইপ কল এবং স্কাইপআউট কল পাশাপাশি স্কাইপ অনলাইন নাম্বারের কলও রেকর্ড করে রাখতে পারে । এটি সিস্টেমট্রেতে থেকে আপনি যখন স্কাইপে কল করবেন তখন রেকর্ড করা শুরু করবে । এটি একসাথে একাধিক কলরেকর্ড করতে পারে । এটি প্রত্যেকটি কল আলাদা আলাদা ফাইলে স্টোর করে । এটি ব্যবহার করে মোবাইল ফোনের মত আপনি স্কাইপে কারও সাথে কথা বললে তা পরে ব্যবহার বা অন্য যে কোন কাজের জন্য রেকর্ড করে রাখতে পারবেন ।
স্কাইপ রেকর্ডারের উইন্ডো |
ইনস্টল করার পর টাস্কবারে মিনিমাইজ অবস্থায় থাকবে । এমপিথ্রি স্কাইপ রেকর্ডারের বাটনে ক্লিক করলে উপরের মেনুটি আসবে । স্কাইপে কল করলে নিজেই নিজেই রেকর্ড করা শুরু করবে । রেকর্ড শেষে কোন ফাইলে রেকর্ড করে রাখা হয়েছে তা দেখাবে ।
ফিচার:
পূর্বে আমার ব্লগে প্রকাশিত ।
আমি মোঃ রানা মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরিসংখ্যান নিয়ে পড়ছি সাস্টে ।
phoner jonno asa?