আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
সাধারণত আমরা M.S. Word লেখালেখি বেশি করি, অনেক সময় আমরা নিরাপত্তা জন্য M.S. Word ফাইল এর ফাইল পার্সোয়ার্ড দিয়ে থাকি, আর Password ভূলে যাওয়ার কারনে ওপেন করতে পারি না আমাদের গুরুত্বপূর্ণ File! চিন্তা নেই নিচের নিয়ম গুলো ভাল করে অনুসরণ করুন আর খুলে ফেলুন আপনার ভূলে যাওয়া Password দেওয়া File.
তাহলে আর দেরি কেন এখান থেকে Office Password Remover সফটওয়ার টি ডাউনলোড করে চালু করুন।
এবার Open বাটনে ক্লিক করে আপনার পার্সওয়ার্ড দেওয়া ফাইলটি দেখিয়ে দিন।
এবার Remove বাটনে ক্লিক করে Password বাদ দিন। কোন মেসেজ আসলে Ok তে ক্লিক করুন।
তাহলে Password দেওয়া ফাইলের সাথে আরেকটি ফাইল দেখতে পাবেন এবার এটি ওপেন করে দেখুন।
বিঃদ্রঃ ইন্টারনেট কালেকশান/সংযোগ থাকতে হবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
হোসাইন ভাই আশা করি আপনি পারবেন দিতে।
মিলাদের কার্ড দরকার Adobe Illustrator বা microsoft Word যে কোন ফরমেটের?”
techtunes.io/adobe-illustrator/tune-id/271889