সল্প বাজেটে কিভাবে একটি গেমিং পিসি কিনবেন (যারা gaming pc কিনবেন তাদের জন্য)

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পিসিতে গেম খেলতে আগ্রহী তবে শুধুমাত্র অর্থের অভাবে গেমিং পিসি কিনতে পারেন না। আবার যারা ৪০ হাজার বাজেটের মধ্যে পিসি কিনতে চান তারা মনে করেন গেমিং পিসি এ বাজেটে সম্ভব নয়। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। এ বাজেটে একটি গেমিং পিসি আসলে সম্ভব। আর এ সকল গেম প্রেমীদের জন্যে আজকে 'প্রিয় টেক' এনেছে ৪০ হাজার টাকা মধ্যে একটি গেমিং পিসি এর কনফিগারেশন। এই পিসি সচরাচর গেমিং পিসি এর মত ৬০+ ফ্রেমরেট হয়তো তুলবে না। তবে প্রায় সব গেম এইচডি+ রেজুলেশন এ ঠিকঠাক খেলা যাবে।

আমাদের লক্ষ্য ছিল, ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ছাড়া একটি কনফিগারেশন দেয়া। কিন্তু নানাদিক চিন্তা করে আমরা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ একটি কনফিগারেশন দাঁড় করিয়েছি। ইন্টেল প্রসেসর ভিত্তিক সচরাচর আপগ্রেড সহায়ক বলে আমরা প্রসেসর হিসেবে ইন্টেলের একটি কমদামী প্রসেসর পছন্দ করেছি। ইন্টেল আইভি ব্রিজ এর এই ডুয়াল কোর প্রসেসর এর সঙ্গে কমদামী ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড অন্যান্য যেকোন বিল্ট-ইন গ্রাফিক্স কার্ড এর চেয়ে ভাল ফ্রেমরেট দেয়। মাদারবোর্ড এর ক্ষেত্রেও আমরা সবচেয়ে কমদামে একটি আইভি ব্রিজ সাপোর্টেড বি-৭৫ চিপসেটের মাদারবোর্ড পছন্দ করেছি।
এবার দেখে নেয়া যাক যন্ত্রাংশগুলোর বিস্তারিত।

প্রসেসর

 

প্রসেসরঃ প্রসেসর হিসেবে আমরা পছন্দ করেছি ইন্টেল পেন্টিয়াম ডুয়াল কোর জি২০২০। আইভি ব্রিজ এর এই প্রসেসর এর ক্লকরেট ২.৯ গিগাহার্জ।
দামঃ ৪,৯০০ টাকা।

মাদারবোর্ডঃ
ইন্টেল এর বি-৭৫ চিপসেটের MSI B75MA-P45 ।

মাদারবোর্ড

 

দামঃ ৫৪০০ টাকা
গ্রাফিক্স কার্ডঃ গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা পছন্দ করেছি এএমডির রেডিওন ৬৬৭০ এর গ্রাফিক্স কার্ড।
দামঃ ৬৫০০ টাকা।

র‌্যাম

 

র‍্যামঃ ইন্টিগ্রেটেড র‍্যাম এর জন্য আমরা পছন্দ করেছি এডাটা এর ৪গিগা র‍্যাম স্টিক। ১৬০০ মেগাহার্জ স্পীড এর এই র‍্যাম এর দাম ৩০০০ টাকা।

 

হার্ডডিস্কঃ হার্ডডিস্ক হিসেবে আমরা পছন্দ করেছি ওয়েস্টার্ন ডিজিটাল ক্যাভিয়ার ব্লু সিরিজের ১ টেরাবাইট হার্ডডিস্ক।
দামঃ ৫,৭০০ টাকা
পাওয়ার সাপ্লাইঃ অনেকেই কম্পিউটার কেনার সময় জেনেরিক/নন-ব্র্যান্ড পাওয়ার সাপ্লাই কিনেন। জেনেরিক/নন-ব্র্যান্ড এর পাওয়ার সাপ্লাই আপনার দামী সিস্টেমটা নষ্ট করে দিতে পারে বা কোন যন্ত্রাংশ এর ক্ষতি করতে পারে। বাজেটের মধ্যে তাই আমরা পছন্দ করেছি থার্মালটেক লাইটপাওয়ার ৩৫০ ওয়াট এর পাওয়ার সাপ্লাই।
দামঃ ২৭০০ টাকা।

কেসিং

 

কেসিং: ২০০০ টাকার মধ্যে যেকোন কেসিং।

মনিটর

 

মনিটরঃ ভিউসনিক এর VA2046a মনিটরটি আমরা পছন্দ করেছি এর রেজুলেশন এর কারনে। কম দামে বাজারে আর তেমন কোন মনিটর ১৬০০X৯০০ রেজুলেশন দেয় না।
দামঃ ৭৮০০ টাকা

স্পিকার

 

স্পীকার ১৬০০ টাকার মধ্যে যেকোন স্পীকার।

 

মাউস এবং কিবোর্ডঃ ইচ্ছানুযায়ী। বাজেটঃ১২০০ টাকা।
ইউপিএসঃ বাংলাদেশে যেহেতু প্রচুর লোডশেডিং হয় সেহেতু বারবার হুট করে বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার এর বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। তাই, পাওয়ার এর ব্যাকআপ এর জন্য ৮০০ভিএ ইউপিএস এর জন্য আমরা বরাদ্দ রেখেছি ৩ হাজার টাকা।

সবমিলিয়ে খরচঃ
প্রসেসরঃ ৪৯০০ টাকা
মাদারবোর্ডঃ ৫৪০০ টাকা
গ্রাফিক্স কার্ডঃ ৬৫০০টাকা
র‍্যামঃ ৩০০০ টাকা
হার্ডডিস্কঃ ৫৭০০ টাকা
পিএসইউঃ ২৭০০ টাকা
কেসিংঃ ২০০০ টাকা
মনিটরঃ ৭৮০০ টাকা
স্পীকারঃ ১৬০০ টাকা
মাউস+কিবোর্ডঃ ১২০০ টাকা
ইউপিএসঃ ৩০০০ টাকা
সর্বমোটঃ ৪৩৮০০ টাকা

আশা করা যায় এই বাজেটে এই গেমিং পিসি তৈরি করে নিলে আপনার প্রায় সব ধরনের গেমিং চাহিদাই মেটানো সম্ভব হবে। অবশ্যই এটি সেরা গেমিং পিসি নয়, কিন্তু আগেই বলা হয়েছে, বাজেটের কথা মাথায় রেখেই উপরের সাজেশন তৈরি করা হয়েছে। ( সুত্র ঃঃঃ techpriyo )

 

আশা করি আপনাদের উপকারে আসবে । Free latest Hindi English movie( Jai ho (2014 ) ) download করতে নিচের সাইট তি visit করুন ...

http://www.freeallmoviedownload.com/

 

 

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো। আপনার পরামর্শে অনেক গেমারদের উপকার হবে আশা রাখছি। কিন্তু যারা অর্থের অভাবে গেমিং পিসি কিনতে অপারগ তারা এই বাজারে ৪৩+ হাজার টাকা খরচ করে একটা গেমিং পিসি কিনবে, এটা আমার কাছে বিলাসিতা লাগছে। এই অর্থ অন্য সৃষ্টিশীল কাজে লাগালে গেমিং থেকে আরও বেশি মজা পাওয়া যাবে। আমার লেখাটা আপনি দয়া করে খারাপ উদ্দেশ্যে নেবেন না। আপনার টিউনকে ব্যঙ্গ করা আমার উদ্দেশ্য না। আমি শুধু আমার দৃষ্টিকোণ থেকে লিখলাম। তবুও ধন্যবাদ। আপনার টিউনটা অত্যন্ত সুন্দর হয়েছে।

২৫ হাজার টাকা খরচ করেও গেমিং পিসি ক্রয় করা যায়। আসলে আপনি কি ধরণের গেম খেলতে চায় সেটার উপরেই সবকিছু নির্ভর করছে। দেখুন ১৬ হাজার টাকায় পেন্টিয়াম ৪ পিসি ক্রয় করেও ২০০৫ সালের আগের গেমগুলো কিন্তু সেটায় খেলা যাবে মানে সেটাও “গেমিং” পিসি! আর বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে বিলাসীতার একটু বিসর্জন দিতেই হবে। মানে এলসিডি মনিটর ব্যবহার না করে মোটা মানে সিআরটি মনিটর ব্যবহার করা, দামী স্পিকার ব্যবহার না করে ভালো মানের হেডফোন ব্যবহার করা ইত্যাদি করেও খরচ টা কমানো যায় অনেকাংশে!

lekhata valo legeche. dhonnobad.

43500 দিয়ে ডুয়াল কোরের গেমিং পিসি ??? আপনার সবই পারেন দেখছি ।

“ডুয়েল কোর” আর “রেডিওন ৬৬৭০” দিয়ে গেমিং পিসির স্বপ্ন দেখালেন??!! চমৎকার!! চালিয়ে যান!! আপনাদের দিয়েই হবে!!

সবমিলিয়ে খরচঃ
প্রসেসরঃ ৪৭০০ টাকা
মাদারবোর্ডঃ ৫৩৫০ টাকা
গ্রাফিক্স কার্ডঃ ৬৩৫০টাকা
র‍্যামঃ ২৯০০ টাকা
হার্ডডিস্কঃ ৫৩৫০ টাকা
কেসিংঃ ২৫০০ টাকা (With Power Symlay)
মনিটরঃ ৭৭৫০ টাকা
স্পীকারঃ ১৪৫০ টাকা (M-108)
মাউস+কিবোর্ডঃ ১০০০ টাকা (A4 Tech Gaming)
ইউপিএসঃ ২৭৫০ টাকা

সর্বমোটঃ 41,350 টাকা (Main Price For Today)

Information From http://fb.com/sarkcomputers

Level 0

vai ups na thakle problem?i am using my pc without ups past 3 years.