ফেইজবুক এ ৫০০০ টা বন্ধু দরকার!!?? তাহলে এই টিউন শুধুই আপনার জন্য

২০১৩ সালের মাঝের সময় থেকে ফেইসবুকে হঠাৎ করেই "ADD Me" ঝড় শুরু হয়! সবার টার্গেট নিজের কাংখিত উচ্চতার ফ্রেন্ড লিস্ট তৈরী করা| এই লক্ষ্যে পৌছাতে কিছু ইউজার add me add me ঝড় শুরু করে বিভিন্ন পেজের কমেন্ট বক্সেl এদের দেখাদেখি আরও অনেকেই এই কাজ শুরু করে। এই ভাবে ফ্রেন্ড বাড়লেও কিছুদিনের মধ্যেই ফেইজবুক কর্তৃপক্ষ এই স্প্যাম বন্ধের জন্য আইডি গুলো ব্লক করে এবং ফটো ভেরিফাই করতে বলে যা ৯৯% অসম্ভব। কিন্তু তার পরেও সবাই এই কাজ বন্ধ করে নাই। একদিকে জুকার মামু আইডি ব্লক করতেইছে অন্যদিকে স্প্যামাররা add me add me করতেই আছে। তাই কারও কোন লাভ হচ্ছে না।

তাই এখন যারা সকল ঝামেলা বাদ দিয়ে ফ্রেন্ড বাড়াতে চান, তাদের জন্য কয়েকটি টিপ্স।

১: প্রথমত আমি আপনাদের বলব যে অহেতুক add me add me করা বন্ধ করেন। এটি করে ভাল ফল খুব কম পাওয়া যায় এবং খুব দ্রুত আইডি ব্লক খায়। এই কাজটি যদি আপনি বন্ধ না করতে পারেন, তাহলে খুব অল্প পরিমানে করেন।

২: ফেইজবুক এ add me add me করার জন্য অনেক বড় বড় পেজ আছে। সেগুলোতে লাইক দিন। পেজ গুলোতে সব সময় active থাকুন। নিচে ৫টি পেজ এর link দেয়া আছে। পেজ গুলোতে প্রতি ঘন্টায় ৫/১০ স্টাটাস দেয়া হয়। সেগুলোতে নিজে লাইক দিন এবং অন্য যারা লাইকার তাদের চোখ বন্ধ করে রিকুয়েস্ট সেন্ড করেন। প্রয়োজন বোধে আপনিও ১টা add me কমেন্ট করুন। রিকুয়েস্ট সেন্ড করতে ভয় করবেন না। কারন আপনি যাদের add করবেন তারা সাথে সাথেই accept করবে।

৩: প্রতিদিন পুরাতন sent request গুলো cancel করুন। এভাবে কাজ করলে ব্লক খাবেন না।

এইভাবে আপনি ব্লক এর চিন্তাহীন ভাবে প্রতিদিন ২০০টা বন্ধু বানাতে পারবেন।

সতর্কতা: বেশি লোভ করে বেশি বেশি রিকুয়েস্ট পাঠাতে যাবেন না। জুকার মামা আবার রিকুয়েস্ট ব্লক মারতে পারে। ফটো ভেরিফাইও খাইতে পারেন।

নিচে কিছু add me পেজ এর link দিলাম

٠•Add Me Bangladesh - Unlimited ফ্রেন্ড রিকোয়েস্ট•٠√

••Add±me unlimited - ফ্রেন্ড রিকোয়েস্ট ?••

ADD ME Please - আমি তোমার বন্ধু হব।

Add Me -প্রতিযোগিতা ।

ঐ মেয়ে , ভাব কিসের ? ফ্রেন্ড রিকুয়েস্ট দিসি লাভ লেটার না : P

please visit my technology blog site
http://OpenITblog.net

আমার করা অন্য একটি টিউন

দেখে নিন Android Jelly Bean মোবাইলের একটি হিডেন হাস্যকর ফাইজলামি!! না দেখলে হয়তো আর জীবনেও দেখতে পারবেন না 😀

Level 0

আমি ফুর্তি মামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে ছাত্র জীবন শেষ করি তারপর স্বপ্ন দেখা শুরু করব


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nothing