উইন্ডোজ সেভেনে গেমস চালানোর অদ্ভুত কিন্তু কার্যকরী কিছু টিপস

হ্যা টাইটেলটা আপনি ঠিকই পড়েছেন। উইন্ডোজ সেভেনে কোন গেমস ঠিকমতো না চললে কিভাবে কি করতে পারেন সে ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিব আমি। কাজগুলা করে দেখবেন, কিন্তু কেন করছেন,করলে কি হবে এতো কিছু দয়া করে ভাবতে যাবে না। গেমস চলাটাই মুখ্য তাই না?

এক এক করে আমি বেশ কয়েক ধরণের উপায় বলে যাব। আপনি কিন্তু সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়বেন না। একটি একটি বিভিন্ন ভাবে প্রতিটিই এপ্লাই করবেন। সফলতা পাবেনই- এই কথা আমি জোর গলাতেই বলব, যদি না আমি গেমসেই কোন সমস্যা না থাকে।

>> প্রথমেই সেই গতবাধা কথা,কম্পাটিবিলিটি চেক করুন। গেমের .exe ফাইলে রাইট ক্লিক করে প্রোপার্টিজে যান। কম্পাটিবিলিটি উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক২ দিয়েই প্রথমে ট্রাই করুন।তারপর ভিসতা বাদের বাকিগুলা দিয়ে ট্রাই করুন। উইন্ডোজ ৯৫ কেও বাদ দিবেন না। কেন? শেষে বলব।

155 

>>  এবার নিচের অপশনগুলা এক এক করে দেখুন। অনেক পুরাতন গেমস হলে প্রথম দুইটি অপশন চেক করে দিন। আর আধুনিক কালের গেমসের জন্য ৩য় এবং ৪র্থ অপশন। ৫মটি সবক্ষেত্রেই ইয়েস নো করে দেখুন।

156 

>> আর এডমিনিস্ট্রেটর মোডে চালানোর চেষ্টা করাটা সব ক্ষেত্রেই আশা করি ভাল ফল বয়ে নিয়ে আসবে।

>> .exe ফাইলের কারিশমা শেষ। এবার ডেস্কটপ কাস্টোমাইজেশনের পালা। ডেস্কটপে রাইট ক্লিক করে পার্সোনালাইজ-এ যান। থীমের তালিকার সবচেয়ে নিচের সারিতে চলে আসুন। প্রথমে উইন্ডোজ ক্লাসিকে থীম এপ্লাই করুন। এতেও না হলে ডানপাশের সাদা-কালো থীমগুলাকে অবহেলা করবেন না। সেগুলাকেও স্মরণ করুন।

157

>> গেমে ক্লিক করছেন,কিন্তু ফাইল মিসিং দেখাচ্ছে। এবং ৭৫% ক্ষেত্রেই ফাইলের এক্সটেনশন হচ্ছে .dll তাই না? এক কাজ করুন, দেখুনতো এই ফাইল আপনার অন্য কোন ইন্সটল করা গেমসের ফোল্ডারে পান কিনা। পেলে সাথে সাথে কপি করে দিন। অথবা ইন্টারনেট থেকেও শুধু ফাইলটির নাম লিখেই সার্চ দিলে তা ডাউনলোড করার সাইট পাবেন। সেখান থেকে নামিয়ে কপি করে দিন। কাজ হবেই। কেননা কম্পিউটারে সব গেমস চালাতেই কিছু বেসিক ফাইল লাগে, সেগুলা একখান থেকে সংগ্রহ করতে পারলেই হয়।

>> গেমসের ডিস্ক কিনে এনেছেন কিন্তু কোন একটা ফাইল কপি হচ্ছে না। এই সমস্যায় পড়েননি এমন মানুষ হয়তো এই পৃথিবীতে খুজে পাওয়া যাবে না। কি করবেন তখন? হাল ছাড়বেন না প্লিজ। উপায় আছেই। কি ফাইল মিসিং তা কোথাও লিখে রাখুন।

158 

>> এবারে গেমস ইন্সটল হবার পর ইন্টারনেটে গিয়ে টরেন্টে সার্চ দিন। দেখবেন অনেক আপলোডার তাদের গেমস ফাইল বা পিসিতে ইন্সটল করার পুরো ফোল্ডারটাই আপলোড করে রেখেছে। এবারে সেখান থেকে আপনার দরকারি ফাইলটি টিক দিয়ে শুধু সেটা ডাউনলোড দিন। ফাইল মিসিং স্ক্রীণশটটা খেয়াল করুন। লোকেশন অনুযায়ী ডাউনলোড করা ফাইলটা কপি করে পেস্ট করে দিন। কাজ হবেই।

এবারে আমার একটা আজব অভিজ্ঞতা দিয়ে শেষ করছি। আমার পিসিতে ছিল কোর ২ ডুও, আসুসের G45 মাদারবোর্ড ,উইন্ডোজ সেভেন আর এটিআই রেডিয়ন ৩৬৫০ গ্রাফিক্স কার্ড। নীড ফর স্পীডের সর্বশেষ ভার্সন শিফট ভালোমতোই চলছিল এতে। গ্রাফিক্স কার্ড আপগ্রেড করে এনভিডিয়া জিফোর্স ৯৬০০ লাগালাম। গেম তো আর চলে না। মেজাজটা কেমন লাগে তখন বলুন। আগে ৪০০০ টাকার গ্রাফিক্স কার্ডে চলত আর এটার দাম ১১০০০ টাকা। কি করি কি করি করতে করতে নেটে আমার পিসির কনফিগারেশন আর শিফট গেমস লিখে সার্চ দিলাম। ওমা একি!! এই সমস্যা বিশ্ববাসী আগেই দেখে ফেলেছে! আর সমাধানটাও পেয়ে গেলাম। শুনবেন? শিফট কোন সালের গেমস মনে আছে? ২০০৮-২০০৯ তাই না? উইন্ডোজ সেভেনে ৯৬০০ গ্রাফিক্সের জন্য আপনাকে কম্পাটিবিলিটি দিতে হবে উইন্ডোজ ৯৫! আর ডেস্কটক থীম? সেটা আরো এক ডিগ্রী উপরে! ডজ মার্কা হাই কন্ট্রাস্ট ব্ল্যাক! কি বলবেন আপনি? এই সমাধানের পেছনে কি লজিক দেখাবেন?

আর হ্যা এই টিপসগুলা যে শুধু গেমসের ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা কিন্তু না, যেকোনো এপ্লিকেশন বা সফটওয়ারের উপরও এই মেডিসিন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। কোনো ক্ষতি তো আর নেই, তাই না?

সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

http://techtoday4u.blogspot.com/

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টরেন্টের আইডিয়াটা নতুন।ধন্যবাদ টিউনটির জন্য।

    Level New

    হুমম, আমার গেমার ছোটো ভাইয়ের আবিষ্কার এটা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভাল টিউন। উইন্ডোজ সেভেনে এমন অনেক গেমই চলেনা যা আগে এক্সপিতে খেলতাম। কাজে লাগবে।

    Level New

    অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

Level 0

lets try your tricks 🙂

আপনি তো দেখি গেম এর মাস্টার। অহ না, আপনি না আপনার ছোট ভাই। আমার সমস্যাটি এখানে । দেখেন, দুই ভাই মিলে সমাধান করতে পারেন কিনা।

    Level New

    উত্তর দিলাম। দেখে জানান কি হল।

    system- xp service pack 2
    computer- intel(R) core(TM) duo CPU
    [email protected]
    2.80GhZ,1.96 GB of Ram
    Physical address Extension
    motherboard- Intel DG41RQ
    harddisk-500GB
    গ্রাফিক্স কার্ডে শেডার মডেল ৩.০ সাপোর্ট,ডাইরেক্ট এক্স,ডাইরেক্ট এক্স ৯.০সি—-এত কিছু বুঝি না।

    রিকোয়ারমেন্টসঃ
    Supported OS: Windows XP / Vista (only)
    Processor: Dual core processor 2.6 GHz Intel Pentium D or AMD Athlon 64 X2 3800+ (Intel Core 2 Duo 2.2 GHz or AMD Athlon 64 X2 4400+ or better recommended)
    RAM: 2 GB (3 GB recommended)
    Video Card: 256 MB DirectX 10.0–compliant video card or DirectX 9.0–compliant card with Shader Model 3.0 or higher (512 MB video card recommended) (see supported list)*
    Sound Card: DirectX 9.0 or 10.0 compliant sound card (5.1 sound card recommended)
    DirectX Version: DirectX 10.0 libraries (included on disc)
    DVD-ROM: DVD-ROM dual-layer drive
    Hard Drive Space: 12 GB
    Peripherals Supported: Keyboard, mouse, optional controller (Xbox 360 Controller for Windows recommended)

    *Supported Video Cards at Time of Release:
    ATI RADEON X1300-1950 / HD 2000 / 3000 series
    NVIDIA GeForce 6600-6800 / 7 / 8 / 9 series

    Laptop versions of these cards may work but are NOT supported. These chipsets are the only ones that will run this game.

    যদি এবং কেবল যদি আপনি আপনার র‌্যাম আরও 1GB বারাতে পারেন তবে মোটামোটি ভাবে খেলতে পারবেন। নতুবা 512MB একটা গ্রাফিক্স কার্ড কিনুন।

    গৌরব ভাই, কষ্ট করে উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। তার মানে আমাকে গ্রাফিক্স কার্ড ই কিনতে হবে।

ভাই টিউনের জন্য ধন্যবাদ। আমার পিসি তে উইন্ডোজ ৭ ইউজ করি। crysis, call of duty 5, nfs shift, Wolfenstein, battle field- bad company 2 ইত্যাদি গেম চলে। কিন্তু একটা গেম খেলতে পারতেছিনা । গেমটির নাম dream killer . গেম ওপেন করলে লেখা আসে, আমার পিসির র‌্যাম , গ্রাফিক্স, কম তাই চলবে না।
কি করা যায় সমাধান দিলে উপকৃত হব।

    Level New

    আপনি আপনার সিস্টেম রিকোয়ারমেন্টস বিস্তারিত কিছুই উল্লেখ করেননি। এখন আমি বলব বলুন? আপনার যেই এরর মেসেজ আসে হুবহু সেটা লিখে গুগলে সার্চ দিন। আশা করি উত্তর পেয়ে যাবেন।
    ধন্যবাদ।

    ভাই আমার সমস্যার সমাধান হয়েছে। আমি আমার graphics card এর driver update দিয়েছি, এখন গেমটি চলে। সেতু আপনার message এর জন্য ধন্যবাদ।

আপনার উপস্থাপনা আমার ভালো লেগেছে। মাত্র কয়েকদিন হলো পেন্টিয়াম ৩ থেকে core 2 duo তে আপগ্রেড করলাম। আগে কিছু গেম কিনে রেখেছিলাম যেগুলো xp তে চলেনি। এখন চলছে।

    Level New

    মন্তব্যের জন্য ধন্যবাদ গুরু

আমি net থেকে xmen game নামাইছি।কিনতু language russian.English version এ কিভাবে চালাবো?আনদাজে all option click করছি,কিনতু পাইনি।Please help me?

অল্প কিছু জানতাম। এখন অনেক বেশি জানলাম। ধন্যবাদ।
আমার ফারক্রাই গেমটার গ্রাউন্ড অর্থাৎ মাটি ও মেঝে দেখা যাচ্ছে না। দেখি এভাবে কাজ করে কি-না!!