টরেন্ট ডাউনলোড করুন একদম সহজ তরিকায়।(মেগা………….)

সবাইকে শুভ কামনা জানিয়ে আজকের টরেন্ট আলোচনা শুরু করলাম। টরেন্ট নিয়ে আশা করি বলার কিছু নেই। কারণ টরেন্ট সম্পর্কে জানেন না এমন কেউ আছেন বলে আমার মনে হয় না। তারপরও সামান্য বলি টরেন্ট হলো এমন এক ভান্ডার যেখানে সবকিছু পাবেন, মুভি, সফটওয়্যার, গেমস ইত্যাদি ইত্যাদি সব। এবার আসি মূল কথায় প্রথমে দরকার পড়বে আপনার একটি টরেন্ট ক্লায়েন্ট যেটা দিয়ে আপনি টরেন্ট ডাউনলোড করবেন। টরেন্টের অনেক ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে আমি সবসময় যেটা ইউজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। নামিয়ে নিন utorrent এখানে ক্লিক করে.................

তারপর ইনস্টল করে রান করান এবং মিনিমাইজ করে রাখুন। এবার http://torrentz.in/ এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................................

এবার আপনি সার্চ বক্সে যা পেতে চান তা লিখে এন্টার চাপুন। নিচে দেখুন আমি dhoom 3 লিখে সার্চ দিলাম.....

লক্ষ করুন সার্চ রেজাল্টে যেগুলোর পাশে সবুজ টিক চিহ্ন আছে, সেগুলোই ভেরিফাইড। এর পরে দেখুন সময় দেখাচ্ছে, এর মানে হলো কতদিন হয়েছে টরেন্টটি শেয়ার করা হয়েছে। এর পরে কালো দাগ দেওয়া বক্সে যে সবুজ রং এর কিছু সংখ্যা লেখা তা হল সিড এর সংখ্যা। অর্থাৎ এই সংখ্যক লোকের কাছে dhoom  3 এর পুরো ফাইলটি আছে এবং তারা তা সিড করছে। এর পরে নীল অক্ষরে লেখা সংখ্যাগুলো হল পিয়ার এর সংখ্যা। অর্থাৎ এরা বর্তমান  dhoom  3 ফাইলটি ডাউনলোড করেছে। সুতারাং যেটির সিড ও পিয়ার সংখ্যা বেশী দেখবেন সেটাই ডাউনলোড করবেন তাই স্পীড ও ভাল পাবেন। এবার রেজাল্ট থেকে যে কোন একটিতে ক্লিক করুন, নিচের মত দেখবেন........................

এবার আপনি thepiratebay.org তে ক্লিক করুন, নিচের মত দেখেবেন...............................

এবার আপনি GET THIS TORRENT এ ক্লিক করুন, নিচের মত দেখবেন..................................

এবার আপনি অকে করুন। যদি utorrent সিলেক্ট না থাকে তাহলে choose এ ক্লিক করে utorrent সিলেক্ট করে অকে করুন, নিচের মত দেখবেন.........................................................

এখানে আপনি আপনার ফাইলটির নাম সাইজ দেখবেন। এবার অকে করুন আর দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। নিচের ছবিটা দেখুন....................................

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন...........................

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ছবিসহ বিস্তারিত বলার জন্য ধন্যবাদ।

wtechcity@ একটি সুন্দর কমেন্ট উপহার দিলেন তাই আপনাকেও ধন্যবাদ।

ami broadband dea download e korte parlam nah utorrent…………. vpn use koreo parlam nah

Level 0

আপনাকে ধন্যবাদ

টিউন টা খুবই সুন্দর হয়েছে। সুন্দর ভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও আপনারা kickass.to site এ গিয়েও ডাউনলোড করতে পারেন। আরও সহজ ভাবে।

Level 0

ভাই অনেক কিছু শিখলাম। কিছু দিতে পারলাম না বলে দু:খিত। তবে অনেক অনেক ধন্যবাদ

SHAHREAR RAHMAN@ ভাই আপনার জন্য আসলে খারাপ লাগতেছে যে ডাউনলোড করতে পারছেন না। আমি কি করবো বলেন?? অথচ দুনিয়ার সবচেয়ে সহজ শেয়ারিং সাইটে ফাইলটি আপলোড করলাম।

mahmudul hasan anuz@ ভাই কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনার দেওয়া সাইটটির কথা শুনেছি অনেক ভাল। বাট আমি কখনও ইউজ করিনি, ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করবো।

bdmillat@ ভাই আপনাকে কিছু দিতে হবে না। আপনার কমেন্টটি পড়ে আমি সত্যি রোমাঞ্চিত……………………

vai 3 nong stape a pirate by ty click korly browser load hoaya error dykay, onno kono upay bolun. jyno download korty pri

@kamrulbhuiyan ভাই ধন্যবাদ ।

torrent dia namaia sadharon download er ceye ki kono lav paoa jaibe

@মাহমুদ কলি, ভাই আপনি kickass.to টরেন্ট এ যান। যে মুভি ডাউনলোড করবেন তা search দিন। তারপর যে মুভির seed besi abong peer kom seta download koren. basically COMMENTS ta dekhe download diben. comment kharap hole seed besi holeo onnota try korben. seed, comment , size millei download diben

@Rahmatullah vi, ha obossoi besi subidha paoa jabe. @mahmud koli vi ke bola tunes ta dekhun.