PDF ফাইলকে JPEG তে কনভার্ট করুন খুব সহজে।

সালাম ও শভেচ্ছা জানিয়ে টিউন শুরু করলাম। আজকে আপনাদেরকে সুন্দর একটি সফ্টওয়্যার উপহার দেব। কাজের ক্ষেত্রে আমাদের অনেক সময়ই পিডিএফ ফাইলকে বিভিন্ন ফর্মেটে কনভার্ট করতে হয়। আপনাদের হয় কি না জানিনা কিন্তু আমার প্রায়ই পিডিএফকে কনভার্ট করা দরকার পড়ে। তাই ভাবলাম হয়তো
আমার মত অনেকেই আছে যাদের এই কনভার্টারটি দরকার। এই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন। তারপর ইনস্টল করে ফেলুন সাথে সিরিয়াল কি দেওয়া আছ। আর সিরিয়াল দিয়ে কি করবেন আশা করি বলা লাগবেনা। এবার সফ্টওয়্যারটি অপেন করুন, নিচের মত দেখবেন.................................

Add files এ ক্লিক করে যে পিডিএফ ফাইলকে জেপিজিতে নিয়ে যাবেন তা এড করে দিন, নিচের মত আসবে.............

এখানে ডিফল্টভাবে jpeg সিলেক্ট করা আছে, আপনি চাইলে অন্যান্য ফর্মেটও সিলেক্ট করতে পারেন, তারপর অকে করুন। নিচের মত দেখবেন............................

এবার আপনি লাল দাগ দেওয়া অপশনে ক্লিক করে যেখানে সেভ করতে চান তা দেখিয়ে দিয়ে convert এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ ওটা নিজে নিজে কনভার্ট হয়ে যাবে।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সূস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন...........................

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Photoshop is perfect for this work. thanks