*************** ◄◄◄ বিসমিল্লাহির রাহমানির রাহিম ►►► ***************
আসসালামুয়ালাইকুম, শীতের রাত্রের কুয়াশার মত ক্ষণিকের জন্য আসলাম । ভাবলাম কিছু একটা লিখে যাই...
আসল কথায় আসি । শিরোনামের সাথে পোস্ট এর হয়ত অমিল, কিন্তু কিছুটা না হলেও কাজের । আমি কিন্তু এই কাজটা ই Always করি । কারণ নেট এর ধীরগতি, আর যাতে অবসরে Internet এ না ডুকেও পোস্ট সমূহ বার বার পড়তে পারি, তাই এভাবে পোস্টগুলু PDF আকারে ডাউনলোড করে রেখে দেই । কারণ একটা পোস্ট লোড করতে যদি ১মেগাবাইট লাগে, তাহলে সময় লাগে Minimum ১-২ মিনিট । আর পোস্টটা New Tab এ Open করেই Link টা Copy করে এবাবে Download করে রাখতে ও same time লাগে, এক্ষেত্রে এ পোস্টটা আজীবন আমার কাছে থাকছে (যদি দুর্ঘটনাবশত PC'র কিছু না হয়) !
বেশী কিছু বললাম না, নিচের লিঙ্ক থেকে এইভাবে পোস্ট বা যে কোন "Web Page" PDF করে রাখতে পারবেন । আর এই Site ভাল না লাগলে Google গুরুকে কাজে লাগিয়ে যে কোন একটা সাইট থেকে পিডিএফ বানিয়ে Download করে নিন ।
লিঙ্ক : http://www.web2pdfconvert.com
(আমি জানি, আমি পারি অথবা এ নিয়ে পোস্ট হয়েছে... এ রকম বললে আমার কিছু করার নাই ভাই, কারণ এরকম পোস্ট আছে কিনা... এটা Search করার কষ্ট আমার সহ্য হয় না... কারণ টিটির Search Option খুবই Slow )
ভাল থাকবেন... আল-বিদা ।
আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D
ভাই কাজের টিউন !