◄•• টেকটিউনস টিউনসমূহ আর New Tab এ লোড করা নয়, কিছু সময়ে টিউনটি সারা জীবনের জন্য নিজের করে নিন ••►

*************** ◄◄◄ বিসমিল্লাহির রাহমানির রাহিম ►►► ***************
আসসালামুয়ালাইকুম, শীতের রাত্রের কুয়াশার মত ক্ষণিকের জন্য আসলাম । ভাবলাম কিছু একটা লিখে যাই...

আসল কথায় আসি । শিরোনামের সাথে পোস্ট এর হয়ত অমিল, কিন্তু কিছুটা না হলেও কাজের । আমি কিন্তু এই কাজটা ই Always করি । কারণ নেট এর ধীরগতি, আর যাতে অবসরে Internet এ  না ডুকেও পোস্ট সমূহ বার বার পড়তে পারি, তাই এভাবে পোস্টগুলু PDF আকারে ডাউনলোড করে রেখে দেই । কারণ একটা পোস্ট লোড করতে যদি ১মেগাবাইট লাগে, তাহলে সময় লাগে Minimum ১-২ মিনিট । আর পোস্টটা New TabOpen করেই Link টা Copy করে এবাবে Download করে রাখতে ও same time লাগে, এক্ষেত্রে এ পোস্টটা আজীবন আমার কাছে থাকছে (যদি দুর্ঘটনাবশত PC'র কিছু না হয়) !

বেশী কিছু বললাম না, নিচের লিঙ্ক থেকে এইভাবে পোস্ট বা যে কোন  "Web Page" PDF করে রাখতে পারবেন । আর এই Site ভাল না লাগলে Google গুরুকে কাজে লাগিয়ে যে কোন একটা সাইট থেকে পিডিএফ বানিয়ে Download করে নিন ।

লিঙ্ক :     http://www.web2pdfconvert.com

Click Here

(আমি জানি, আমি পারি অথবা এ নিয়ে পোস্ট হয়েছে... এ রকম বললে আমার কিছু করার নাই ভাই, কারণ এরকম পোস্ট আছে কিনা... এটা Search করার কষ্ট আমার সহ্য হয় না... কারণ টিটির Search Option খুবই Slow )

ভাল থাকবেন... আল-বিদা ।

Level 2

আমি অন্য মানুষ ফয়সাল। President, Bekar Somiti, Sylhet। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 357 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একসময় নদীর জলের মতো আইটি স্যাকশন-কে ভালবাসতাম, স্রোতের মতো এ ধারা বহমান ছিলো...! আজ এ নদী শুকিয়ে মরু হয়ে গেছে, সব স্বপ্ন হয়ে গেছে মরুর মরীচিকা ! তবুও উন্মাদ নেশায় বুঁদ হতে এখনও টেকটিউন এ ডুব দেই, যদি অতীত তৃষ্ণা কিছু মিঠে... এই আশায় :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কাজের টিউন !

Level 0

vai per month 30 ta kara jabe.
ami cinta korteci TT ta pura offline vertion kore pelbo kintu koy GB habe sata jani na!!! dekhi akhono kori ni.

টিটি’র Offline Verson হলে তো ব্যাপক হারে এটা Download হবে… So চেষ্টা চালিয়ে যান । But আমার ফটো Show হচ্ছে না… Why ?

ভাই Google Chrome দিয়ে তো এমনিতেই PDF এ ডাউনলোড করা যায়। CTRL+P এর পর Save as PDF. তাহলে এক্সট্রা কোন ডাটা খরচও হবেনা।

    @তুহিন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ…

    Just Google ক্রম না, যে কোন Browser এটা করতে পারবেন, File>Save As অ্যান্ড সেইব করার সময় ফাইল নেইম এর লাস্ট এ .PDF (ডট পিডিএফ) দিলেই পিডিএফ আকারে Download হবে… তবে ডাটা খরছ বাঁচবে, এটা টিক …

Level 0

Extention দিয়ে PDF করার সহজ উপায়-
https://www.techtunes.io/firefox-addons/tune-id/263951

    সংক্ষিপ্ত পোস্ট, তবে কাজের… 😀

Bookmark রাখলাম, পরে Visit করব ভাই 😀

আরও একটা কাজ করা যায় তাতে কোন ডাটা ও খরচ হবে না আবার পিডিএফ এও ডাউনলোড হবে। doPDF 7 PDF Converter নামক একটা 3মেগার ফসট সেটাপ দেয়ে যে পোষ্ট আপনি সেভ করবেন সেই ট্যাবে থাকা অবস্থায় যেকোন ব্রাউজারের ফাইল>Print (Printer Name = Do PDF ধরিয়ে দিতে হবে যদি আপনার পূর্বে কোন ডিফল্ট প্রিন্টার সেট করা থাকে)>ফাইল নেইম দিন>সেইভ করার যায়গা দেখিয়ে দিন ব্যাস সেইভ হবে 5-10 সে. এর মধ্যে পিডিএফ ফরম্যাটে। সফটা গুগলে সার্চ করুন না পেলে আমাকে বলবেন আমি আপলোড করে দিব। আমি এই ভাবেই টিটির সকল পোস্টের ব্যাকআপ নেই।