কস্পিউটার পরিপাটি রাখার জন্য টিউনআপ ইউটিলিটি

কম্পিউটার চালাতে চালাতে কম্পিউটারের স্পিড বিভিন্ন কারনে কমতে থাকে। এসব কারনের মধ্যে আছে - অপ্রয়োজনীয় কী দিয়ে উইন্ডোজ রেজিস্ট্রির আকার বেড়ে যাওয়া, স্ট্রার্টআপের সময় অপ্রয়োজনীয় সফটওয়্যার লোড হওয়া, ডিফ্র্যাগমেন্টের অভাব ইত্যাদি। আবার উইন্ডোজের কিছু সেটিংস এর কারনেও কম্পিউটারের গতি কমে যায়। এছাড়া কম্পিউটারে কাজ করার পর কিছু অপ্রয়োজনীয় ফাইল থেকে যায়। যাকে টেম্প ফাইল বলে। এর ফলে অকারনে স্পেস নষ্ট হয়। এসব সমস্য সমাধানের জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার টিউনআপ ইউটিলিটি। এটি শুধু সমস্যা সমাধানই করবে না, এটি আপনাকে বিভিন্ন টিপস্ দিয়েও সাহায্য করবে। এবার এ টুলটির বর্ননা দেয়া যাক। এটির ইউজার ইন্টারফেস খুব আকর্ষনীয়। এর ইউজার ইন্টারফেসটি নিচের মতো।
TuneUp Utility 2010 UI
এর ইন্টারফেসটিতে চারটি ভাগ আছে। প্রথমটির নাম হচ্ছে Maintain system। এটি চালু থাকলে সয়ংক্রিয়ভাবে এটি কম্পিউটারের সমস্যা খুজে বের করবে এবং সমাধান করবে। এর নিচে All functions এ ক্লিক করলে পাওয়া যাবে - অপটিমাইজ সিস্টেম স্টার্টআপ এন্ড শাটডাউন, ডিফ্র্যাগমেন্ট হার্ডডিস্ক, রিমুভ ব্রোকেন সর্টকাট, ডিফ্র্যাগমেন্ট রেজিস্ট্রি, ক্লিন রেজিস্ট্রি ইত্যাদি টুল। এর ডিফ্র্যাগমেন্ট হার্ডডিস্ক টুলটি দ্রুত ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে পারে। ক্লিন রেজিস্ট্রি দিয়ে রেজিস্ট্রি পরিস্কার করে কম্পিউটারের স্পিড বাড়াতে পারবেন। Increase performance ভাগটি দিয়ে আপনি আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে পারেন। এর অল ফাংশন এ পাবেন - কনফিগার লাইভ আপটিমাইজ, ফ্রি ডিস্ক স্পেস, কনফিগার সিস্টেম স্টার্ট, ডিসপ্লে এন্ড আনইনস্টলার প্রোগ্রামস ইত্যাদি। এর আনইন্সলার টুলটি কোন প্রোগ্রাম আনইন্সটল করতে বিভিন্ন সহায়তা দেবে। Fix problems ভাগটিতে আপনি আপনার অপারেটিং সিস্টেম, হার্ডডিস্ক ইত্যাদির বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। এর অল ফাংশনে আছো - ফিক্স কমন প্রবলেম, রেস্টোর ডিলিটেড ফাইল, চেক হার্ড ডিস্ক ফর এরর, ম্যানেজ রানিং প্রোগ্রামস ইত্যাদি। রেস্টোর ডিলিটেড ফাইল টুলটি দিয়ে যে কোন ফাইল এমনকি রিসাইকেল বিন থেকে মুছে ফেলা ফাইলও ফিরিয়ে আনতে পাবেন। Customize Windows ভাগটিতে উইন্ডোজের বিভিন্ন সেটিংস পরিবর্তন করতে পারবেন যেমন বুট স্ক্রিন, লগঅন স্ক্রিন, আইকন, উইন্ডোজের বিভিন্ন এনিমেশন এবং ইফেক্ট, ফোল্ডারের বিভিন্ন সেটিংস ইত্যাদি ছাড়াও আরও অনেক লুকনো সেটিংস। টিউনআপ এর ওয়েব সাইট থেকে অনেক আকর্ষনীয় থিম, বুট স্ক্রিন, আইকন, লগঅন স্ক্রিন ইত্যাদি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। টিউনআপ ইউটিলিটিস ২০১০ এ নতুন কার্যকর দুটি ফাংশন যোগ হয়েছে যা এর আগের ভার্সন গুলোতে ছিল না। সে দুটি হল লাইভ অপটিমাইজেশন এবং টার্বো মোড। এগুলো চালু রাখলে উইন্ডোজে অপ্রয়োজনীয় প্রোগাম চালু থাকলে তা বন্ধ করে দেয়। ফলে অন্য প্রোগামের কাজের গতি বেড়ে যায়। লাইভ অপটিমাইজেশন সয়ংক্রিয় চালু থাকে। তবে টার্বো মোড চালু করতে এর ইন্টারফেসের নিচে বামে টার্বো মোড অংশে গোল বাটনটি ক্লিক করতে হবে। এগুলো ছাড়াও এর নিজেস্ব রেজিস্ট্রি এডিটর এবং সিস্টেম ইনফরমেশন ভিউয়ার আছে। এ রেজিস্ট্রি এডিটর আপনাকে রেজিস্ট্রি এডিট করতে অনেক সাহায্য করবে। এর ইস্টারফেসটি খুব ইউজার ফ্রেন্ডলি। ফলে যে কোন সমস্যা এর মাধ্যমে আপনি সহজে সমাধান করতে পারবেন। কম্পিউটারের জন্য যত রকম ইউটিলিটি টুল প্রয়োজন তার প্রায় সব গুলিই এখানে আছে। আশাকরি সফটওয়্যারটি ব্যাবহার করে উপকৃত হবেন।

ডাউনলোড (১৯.৮৩ মেগাবাইট)

আনকম্প্রেস্ড করার জন্য উইনরার এখান থেকে ডাউনলোড করতে পারেন।

আরো টিপস্ ও ট্রিকস্ এর জন্য এখান থেকে ঘুরে আসতে পারেন।

ধন্যবাদ

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ধারণা আপনি তারিখ সমস্যায় পড়েছেন। তাই টিউনটি মাত্র ২৭ বার দেখা হয়েছে। টে টি তে কোন টিউন এত কম বার দেখা হয় না। এই লিঙ্ক টা দেখেন – https://www.techtunes.io/feedback/comment-page-8/#comment-67192

    ধন্যবাদ সাহায্যের জন্য।

Level 0

অনেক সুন্দর টিউন । অথচ

bhalo laglo……..

আশা করি টিউন টা অনেক কাজে লাগবে। তবে রেজিষ্ট্রেশন এর কোন ঝামেলা করবে না তো? ধন্যবাদ শেয়রা করার জন্য।

    রেজিষ্ট্রেশন এর জন্য crack সাথে দেয়া আছে। ধন্যবাদ response করার জন্য।

    আবারো ধন্যবাদ আপনাকে কষ্ট করে রিপ্লাই করার জন্য।