আমরা প্রতিদিন খরব নেবার জন্য টিভি দেখি কিন' ধরুন আপনি আপনার বাসার বাহিরে আছেন অথবা এমন জায়গায় আছেন যেখানে টিভি অথবা খরব দেখা/শোনার কোন ব্যবস'া নাই। আপনি সেই জায়গায় থেকে সেই দিনের পুরা খরবটি মিছ করবেন। আমরা ইন্টারনেট যুগের লোক আর আমরা প্রতিনিয়ত খরব আপডেড জানতে পারবনা সেটি কি হয়? এখন যদি এমন হয় অন্য কেউ আপনাকে যে কোন সময় যে কোন খরব জানানোর দায়িত্ব নেয় তাও আবার ফ্রি তাহলে কেমন হয়? হা “Twitter” আপনার সেই দায়িত্ব নিচ্ছে। এই জন্য আপনার একটি “Twitter” একাউন্ট থাকতে হবে। যদি না থাকে তাহলে এখান থেকে একটি একাউন্ট খুলুন আর যাদের আছে তারা লগইন করুন তারপর বারের উপরে ডানে সিটিং-এ যান তারপর বাম পাশের মোবাইল অপশনে যান এখান থেকে দেশ সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর দিন (শুধু মাত্র গ্রামীণ, রবি ও এয়ারটেল) একটিভ ফোন বাটনে ক্লিক করুন। এবার আপনার মোবাইল থেকে “GO” লিখে পাঠান 9594 নম্বরে। এবার টেস্ক অপশনের নিচে এভরিওন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুন। তারপর আপনার পছন্দের কিছু নিউজ পেপারের টুইট বাটনে ফলোআপ করুন বাস এবার এবার মজা দেখুন আপনার মোবাইলে আপডেড আর আপডেড আসতে শুরু করেছে। ধন্যবাদ। লেখার মধ্যে কোন প্রকার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। (বিঃদ্রঃ আপনি চাইলে প্রতিদিনের নির্দিষ্ট একটা সময়ের আপডেড অফ করতে পারবেন) প্রথম পোষ্ট- নিউজটেলবিডি
আমি লিটু সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউনের নাম ঠিক করুন।