আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
গতকাল Android এর Apps লক নিয়ে একটি টিউন করেছিলাম, ফাইল আপলোড হিসাবে 4SHARED এ আপলোড করলাম, অনেকে হয়ত ডাউনলোড করতে পেরেছেন অনেকে হয়ত পারেননি, আবার অনেকে ফেইসবুকে/টেকটিউন্সে মন্তব্য করে বলেছেন 4SHARED ছাড়া অন্য কোন লিঙ্ক দিন, কারন 4SHARED থেকে ডাউনলোড করতে পারিন না, Apps ছোট তাই অন্য সাইটে আপলোড করে দিতে পারতাম কিন্তু দেই না কারন আপনি অনেক Apps/ Sof আছে যা 4SHARED আপলোড করা তা আপনি কিভাবে ডাউনলোড করবেন, আমাকে না হয় সাথে পাইলেন আর যিনি অনেক আগে আপলোড করলেন তাকে কি বলতে পারবেন অন্য আপলোড সাইটে ফাইল্টি আপলোড করার জন্য। আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না এবার আপনি নিজেই 4SHARED থেকে যে কোন Apps/ Soft ডাউনলোড করতে পারবেন নিচের পদ্ধতি অনুসরণ করে। তাহলে আসুন নিচের পদ্ধতি ভাল করে অনুসরণ করে আমার আগামী কালকের Apps টি ডাউনলোড করে নিয়।
প্রথমে আপনি এখানে ক্লিক করুন
এবার Download বাটনে ক্লিক করুন।
এবার Free Download বাটনে ক্লিক করুন।
তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করে Download File এ ক্লিক করুন ।
এবার Start Download বাটনে ক্লিক করে Saveকরে রাখুন ।
আশা করি এবার আপনি পারবেন, তাহলে একবার ট্রাই করে দেখুন, বিশেষ করে নতুনদের জন্য এ করা আজকের টিউন।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Bah Valo likhechen….