আশা করি সবাই ভাল আছেন।আজকে খুব ছোট একটা পোস্ট করব । ইতিপূর্বে কেউ এই বিষয়ে পোস্ট করেছে কিনা জানিনা তবে আমার চোখে পড়েনি
করে থাকলেও কিছু যায় আসেনা। নতুনরা শিখুন ।
যেই ফোল্ডার টা নামবিহীন করতে চান সেটা রাইট বাটন ক্লিক করে Rename অপশন এ যান । ফোল্ডার এর নাম নীল কালার এ সিলেক্ট থাকা অবস্থায় ALt বাটন চেপে রেখে কিবোর্ড থেকে পর্যায়ক্রমে 0160 চাপুন। Alt বাটন ছেড়ে দিন। দেখুন ফোল্ডার এর নাম এর জায়গায় কিছু নাই। আপনার কাজ শেষ । 😎
পোস্ট টা অনেক ছোট হয়ে গেল। তাইনা?? কি করব কাজ তো শেষ। সবাই ভাল থাকুন।
গুগল অ্যাডসেন্স এর ব্যাপারে যেকোনো হেল্প লাগলে আমাকে বলতে পারেন। সাহায্য করার চেষ্টা করব।
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/masum.ahemed
আমার ব্লগ- http://www.alltricks24.blogspot.com
আপনি যে দিন থেকে ফেসবুকে এসেছেন তারপরের প্রতিটা মুহূর্তকে নিয়ে ফেসবুক বানিয়েছে সুন্দর একটি ভিডিও। আমি অনেক খুশি হয়েছি ভিডিওটি দেখে আপনি চাইলে দেখতে পারেন :http://alltricks24.blogspot.com/2014/02/a-gift-from-facebook-for-every-user.html
আমি Alone boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@Sopnil Akash: @Sopnil Akash: comment er jonno dhonnobad..amar website lagbena