কোন Software ছাড়াই ম্যানুয়ালি হ্যাক করুন Windows XP এর Boot Screen এবং সেখানে দেখুন Windows 7 এর Boot Screen

Tune up Utility দিয়ে Boot Screen Change করা যায় একথা আমরা প্রায় সবাই কম বেশী জানি। কিন্তু আপনি কখনও কী ম্যানুয়ালি XP র Boot Screen Change করার কথা ভেবেছেন। আসুন কিভাবে ম্যনুয়ালি XP এর Boot Screen Change করা যায় আমরা তা দেখে নিই। আমরা যারা Windows XP ব্যবহার করি তারা XP র একঘেয়ে Boot Screen দেখেই অভ্যস্থ। যেখানে XP এর একটি Logo থাকে এবং Windows XP Professional এই কথাটি লেখা থাকে। আর আমরা যারা Windows 7 ব্যবহার করেছি সেখানে Boot Screen এ লেখা থাকে Starting Windows এবং একটি সুন্দর এ্যানিমেশন দেখা যায়। windows7_beta_boot_screen
আমরা যখন XP র Boot Screen Change করব তখন XP র Boot Screen এ Starting Windows কথাটি দেখতে পাব। তবে এখানে সেই সুন্দর Animation টি আমরা পাব না কারন Windows XP এর যে ফাইলটার (Ntoskrnl.exe) কারনে আমরা Boot Screen টা দেখতে পাই সেই ফাইলটা Animation Support করেনা। তার পরেও এখানে আপনি যে Boot Screen টা পাবেন সেটাও অনেক সুন্দর । প্রথমে আপনি এখানে ক্লিক করে (Mediafire Link) Windows 7 এর Boot Screen টাDownload করে নিন। Zip File তাই কম্পিউটারের যেকোন যায়গায় Extract করে নিয়ে কম্পিউটার Restart করুন। Restart হওয়ার সময় XP র Boot Screen দেখতে পাওয়ার আগে থেকেই আপনি কীবোর্ড থেকে F8 চাপতে থাকুন। Advanced Boot Menu আসবে। এখান থেকে আপনি Safe Mode Select করে Enter দিন । আপনার কম্পিউটার Safe Mode এ চালু হবে। এবার আগে থেকে ডাউনলোড করে রাখা NToskrnl.exe ফাইলটা C:\WINDOWS\system32 ফোল্ডারের ভেতরে Paste করে দিন। এক্ষেত্রে Replace দেখাবে আপনি Replace করুন। আপনার কাজ শেষ। এবার কম্পিউটার Restart করুন। Normal ভাবে কম্পিউটার চালু করুন আর উপেভাগ করুন Windows7 এর Boot Screen আপনার XP তে। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি মাহাবুব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কোন প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়, কোন প্রাপ্তিই দেয়না পূর্ণ তৃপ্তি... হেলাল হাফিজ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস দিলেন ভাই, ধন্যবাদ আপনাকে……..

খুব ভাল।দারুন জিনিস 😀 🙂 ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ জানানোর জন্য।

বললেন কোন সপ্টওয়ার ছাড়া পরে যে ডাউনলোড এর কথা বললেন।

ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ সুন্দর টিউন।

দারুন…. দারুন …..

Level 0

খুবই ভালো ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…… আমি এই টিউন থেকে নতুন কিছু শিখলাম…… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…..

Thnx…..

Level 0

thnx