আসসালামু আলাইকুম
বন্ধুরা আজ আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব তা হল কিভাবে আপনি আপনার ব্লগের ভিজিটর দের বিস্তারিত লাইভ ট্রাপিক ফিড এড করতে পারেন। আগে এই দরনের পোস্ট হয়ে থাকলে দুঃখিত ।
যারা বিষয়টি জানেন তারা নিরাপদ দূরত্বে অবস্থান করুন। যেন তেন কমেন্ট করে নিরুৎসাহিত করবেন না আশা করি।
আমি এখানে শুধু কিভাবে ব্লগে এড করবেন তা দেখালাম। এটি দিয়ে আপনি wordpress সহ আপনার যে কোন website এ Live Traffic Feed এড করতে পারেন। সে জন্য পোস্টের নিচে একটি কোড দিয়ে দিলাম।
লাইভ ট্রাপিক ফিড গ্যাজেট যা show করবেঃ
১) আপনার ব্লগ কারা কারা দেখেছে।
২) কখন দেখেছে।
৩) কোন জায়গা থেকে ভিজিট করছে।
৪) কোন পোস্ট দেখেছে।
৫) ক্ষেত্র বিশেষে ব্যক্তির নাম ও শো করবে।
আমার ব্লগ থেকে দেখে নিন লাইভ ট্রাপিক ফিড গেজেট টি এড করার পর কেমন দেখাবে। দেখতে এখানে ক্লিক করুন । ব্লগের ডান পাশে live traffic feed টি দেখুন।
এবার আসুন কিভাবে করবেন জেনে নেওয়া যাকঃ
১) প্রথমে এখানে ক্লিক করুন
২) পেজ ওপেন হলে নিচের ছবিটির মত Live Traffic Feed থেকে আপনার পছন্দ মত কালার,width, number of visitors feedjit shows সেট করে show where from visitors come from এ টিক চিহ্ন দিন। Customize করা অংশ আপনার ব্লগে কেমন দেখাবে তা পেইজের ডান পাশে শো করবে ।
৩) এবার install feedjit on my থেকে ব্লগার ব্লগ সিলেক্ট করে Go তে ক্লিক করুন। এর পর নিচের ছবির মত একটা পেজ ওপেন হবে।
৪) এখন থেকে step 1 এ ক্লিক করে আপনার ব্লগে sign in করুন। নিচের মত আসবে।
৫) এবার এখান থেকে add widget এ ক্লিক করে আপনার ব্লগের layout যান। লাইভ ট্রাপিক ফিড ব্লগের কোথায় প্রদশন করবেন সে অনুসারে feedjit টেনে এনে ছেড়ে দিন। এবার save arrangement এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
বিঃ দ্রঃ এই পদ্ধতি যদি ঝামেলার মনে হয় তাহলে সরাসরি কোড কপি করে লাইভ ট্রাপিক ফিড এড করতে পারেন। এই জন্য ব্লগে sing in করে layout> add a gadget>HTML/JavaScript গিয়ে add এ ক্লিক করুন। এবার এই লিংক থেকে কোডটি কপি করে পেস্ট করে save করুন। এবার layout এ save arrangement দিয়ে বেরিয়ে আসুন। ব্যাস কাজ শেষ।
<script type="text/javascript" src="http://feedjit.com/serve/?vv=1490&tft=3&dd=0&wid=e2ef500e8b8a4b30&pid=0&proid=0&bc=FFFFFF&tc=000000&brd1=012B6B&lnk=135D9E&hc=FFFFFF&hfc=2853A8&btn=C99700&ww=300&wne=10&srefs=0"></script><noscript><a href="http://feedjit.com/">Live Traffic Stats</a></noscript>
এই পোস্ট টি প্রথম প্রকাশ করা করেছিলাম এখানে।
আমি মোঃ তারিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub sundor post, tar cheyeo sundor ekta line “যারা বিষয়টি জানেন তারা নিরাপদ দূরত্বে অবস্থান করুন। যেন তেন কমেন্ট করে নিরুৎসাহিত করবেন না আশা করি।”