সহজেই সাবমিট করুন আপনার ব্লগস্পট ব্লগের সাইটম্যাপ

ব্লগার সাইটম্যাপ

এসইও করার জন্য সাইটম্যাপ সাবমিট করা একটি খুবি গুরুত্ব পূর্ণ বিষয়। অনেকই আছেন যারা ব্লগস্পট এর মাধ্যমে ব্লগ ওপেন করেছেন কিন্তু সাইটম্যাপ সাবমিট করতে পারছেন না। তাই তাদের কথা মাথায় রেখে আজকে আমার এই টিউন। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে কি করতে হবে।

সাইটম্যাপ সাবমিট করন প্রক্রিয়া

প্রথমেই এই ঠিকানায় যানঃ ব্লগার সাইটম্যাপ জেনারেটর এখন নিচের ছবির মতো আপনার সাইট এর লিঙ্ক দিয়ে জেনারেট সাইটম্যাপ এ ক্লিক করুন এবং প্রাপ্ত কোড গুল কপি করুন।

সাইটম্যাপ ব্লগস্পট

এবার আপনার ব্লগার ডেশবোর্ড এ লগইন করুন। সেখান থেকে সেটিংস এ তারপর সার্চ প্রেফারেন্স এ ক্লিক করুন। কাস্টম রোবট টেক্সট এ এবার কপি করা কোড গুল পেস্ট করে সেভ করে নিন।

ব্লগার সাইটম্যাপ

ব্যাস কাজ শেষ। এখন থেকে গুগল অটোমেটিকেলি আপনার সাইটের সাইটম্যাপ খুঁজে নিবে।

ঘুরে আসতে পারেন আমার বাংলা ব্লগ থেকে

ধন্যবাদ

Level 0

আমি saimonh3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতো কিছু করার কি দরকার? শুধু blogaddress/sitemap.xml দিলেই এখন কাজ করে ………।।

Vai ami to webmaster e submit korsi..oita r aita ki same??

Google Adsense Account Karo Proyojon Hole Contact Korte Paren 2 Hour e Kore Dibo :01737549011

হয়তো পরে কাজে আসবে।