এবার আপনিও পারবেন সহজতম উপায়ে যেকোনো অ্যাপ্লিকেশনকে পোর্টেবল বানাতে!! ১০০%সহজ

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন। অনেক দিন ধরে টিটিতে পোস্ট করা হয় না।আসলে টিটিতে লেখার চেয়ে পড়তেই বেশি ভাল লাগে। অবশ্য সেটা আমার কাছে। অন্য কারও কাছে সেটা নাও লাগতে পারে। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি আশা করি টাইটেল দেখে, বুঝে ফেলেছেন। কি টাইটেল ঠিকমত  দেখেননি??? তাহলে এখানেই দেখে নিনঃ"এবার আপনিও পারবেন সহজতম উপায়ে যেকোনো অ্যাপ্লিকেশনকে পোর্টেবল বানাতে!! ১০০%সহজ"।

 পোর্টেবল কি?? এবং এর অর্থ কি???

ইংরেজি "Portable" শব্দের অর্থ হালকা বা পাতলা [ বি.দ্রঃআমি ভাষাবিদ নই, তাই যে কোন ভুল মার্জনীও] আর Portable Application বা Portable App বলতে বুঝায় ঐ সকল অ্যাপ্লিকেশানকে যেগুলো আমরা পোর্টেবল ডিভাইস যেমনঃ Pendrive,Portable hard drive, iPod এর মাধ্যমে বহন করে যে কোন উইন্ডোজ পিসিতে ব্যবহার করতে পারি এবং এখানে আরেকটি কথা উল্লেখ্য যে ইন্সটল না করেই ব্যবহার পোর্টেবল অ্যাপ এর অন্যতম বৈশিষ্ট্য। যাই হোক অল্প জ্ঞানে অনেক বেশি কথা বলে ফেললাম!কেউ কিছু মনে কোরেন না।

 পোর্টেবল অ্যাপ এর সুবিধা কি??

  • Portable App যে কোন উইন্ডোজ পিসি তে ইন্সটল ছাড়াই ব্যবহার করা যায়।
  • যেকোনো পোর্টেবল ড্রাইভ(USB flash drive, portable hard drive, iPod ইত্যাদি) ব্যবহার করে এদের বহন করা যায়।
  • হার্ডড্রাইভ এর লেটার পরিবর্তনে Portable App ত্রুটিহীন থাকে।
  • কোন বাড়তি সফট লাগে না।
  • পিসি তে ইন্সটল করা অন্য কোন সফট এর সাথে ইন্টারফেয়ার করে না।
  • উইন্ডোজ এর রেজিস্ট্রিতে কোন ইনট্রি যুক্ত হয় না (উইন্ডোজ এর অটো জেনারেটেড ইনট্রি বাদে)

  এবার আসি কিভাবে পোর্টেবল অ্যাপ বানাবেনঃ 

পোর্টেবল অ্যাপ বানানোর সহজ উপায় থেকে শুরু করে কঠিনতম উপায় আছে। তবে সেগুলো বাঘা বাঘা প্রোগ্রামারগণ এর জন্য। আমার মত চুনো পুটির পক্ষে তা করা সম্ভব নয়। তাই আজকে আমি সহজতম উপায়ে কিভাবে পোর্টেবল অ্যাপ বানানো যায় তা শেয়ার করছিঃ

  • প্রথমে আপনার লাগবে Winrar. যেটি একটি পেইড সফট। কিন্তু ফ্রী ভার্সন এও মনে হয় কাজ করবে। ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃতারপর ইন্সটল করুন।

download button

  • এবার যে অ্যাপটিকে আপনি পোর্টেবল বানাবেন, সেটি আপনার পিসিতে ইন্সটল করুন। ধরে নিলাম আপনি "CCleaner" কে পোর্টেবল বানাবেন [আপনি অন্য যেকোনো সফটকে বানাতে পারেন ,পদ্ধতি একই] প্রথমে আপনি সিক্লিনার আপনার পিসিতে ইন্সটল করুন।
  • এবার ডেস্কটপ এ সিক্লিনার এর যে আইকন আসলো, সেখানে রাইট ক্লিক করুন।Properties এ যান।

  • এবার প্রোপার্টিজ মেনু ওপেন হলে "Find Target" এ ক্লিক করুন।

  • এবার দেখবেন সফটটির Location ওপেন হয়েছে । যে যে ফোল্ডার পাবেন তার সব সিলেক্ট করতে Ctrl+A চাপুন।

  • এবার ঐ ফোল্ডারের যে কোন ফাইল এর অপর কার্সর রেখে রাইট ক্লিক করুন। দেখবেন নিচের মতো মেনু ওপেন হবে সেখান থেকে "Add to আরকাইভ" এ ক্লিক করুন।

  • এবার নিচের মতো উইন্ডো আসলে  "আর্কআইভিং  Options" এ Create SFX আর্কাইভ, Create solid আর্কাইভ এবং Lock আর্কাইভ এ টিক দিন। দেখবেন "আর্কাইভ Name" যদি CCleaner.rar থাকে তাহলে সেটি CCleaner.sfx.exe হয়ে গেছে।Compression method এ Best সিলেক্ট করুন।

  • এবার Advanced ট্যাব এ ক্লিক করুন। তারপর SFX options এ ক্লিক করুন।

  • এবার Setup এ ক্লিক করুন[Winrar এর ভার্সন ভেদে এটি অন্য কোন স্থানেও থাকতে পারে। তাই একটু কষ্ট করে "Setup Program" এবং "Run after Installation" লাইন দুটি খুজে নিন] এবার Run after Installation এ যে মেইন এক্সিকিউটিভ ফাইল মানে exe extension সহ জেমনঃ"CCleaner.exe" লিখুন। মনে রাখবেন, এটি একটি ডাবল Quote এর মধ্যে রাখতে হবে।

  • এবার "Modes" এ গিয়ে নিচের ছবির মতো করে পুরণ করুনঃ

  • এবার "Text and Icon" এ ক্লিক করে পছন্দ অনুযায়ী আইকন এবং টেক্সট লিখুন[ঐচ্ছিক]

  • এবার ওকে করুন। দেখবেন Compressing Process শুরু হয়ে গিয়েছে।

  • এবার দেখবেন ঐ ফোল্ডারে CCleaner.sfx.exe নামে একটি ফাইল তইরি হল।

  • প্রয়োজনে নামটি Rename করে এরকম করে দিন ঃ  "CCleaner_Portable.exe"
  • ব্যস, কাজ শেষ ওপেন করুন দেখবেন Temporary Folder এ সেটি Extract হচ্ছে আর ইন্সটল ছাড়াই ওপেন হচ্ছে, যার মানে দাঁড়ায় সফটটি পোর্টেবল হয়ে গিয়েছে।

যদি কোন এরর আসে তাহলে আপনি পুর Process টা রিপিট করুন।

যদি টিউনটি কারও বিন্দুমাত্র উপকারে আসে দয়া করে নির্দ্বিধায় টিউমেন্ট[কমেন্ট] করুন, যা আমাকে পরবর্তী টিউন করতে উৎসাহিত করবে। আল্লাহ হাফেয।

-------------------টিউনে Arc-এইচআইভিই সব্দটি forbidden থাকায় বাংলা লিখতে বাধ্য হলাম।

পূর্বে আমার ব্লগে আমার দ্বারা প্রকাশিতঃ 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফল হলে আশা করি উপকারে আসবে। ধন্যবাদ।

Level 2

dhonnobad apnake

Level 2

ভাই কাজ হয়নি , access denyed দেখায়। সমাধান দেন plz……………

    @zubaer1995: ভাই অ্যাপ পোর্টেবল করার পর আপনি রাইট ক্লিক করে “run as administrator” এ ক্লিক করুন। আশা করি কাজ হবে। সমস্যা জানানোর জন্য ধন্যবাদ।

আমি অন্য সফট দিয়ে করতাম @ Winrar দিয়ে কোন চেষ্টা করে নিয় পরে দেখব @ ধন্যবাদ

ধন্যবাদ,ধন্যবাদ এবং ধন্যবাদ। কাজ হয়েছে সফল ভাবে।

Level 0

khub choto khato software aivabe portable korte parben, better hoy PortableApps.com e portable korle

Level New

cameyo সফট দিয়েও করতে পারেন

Level 2

সব ধরনের সফটওয়ারে এটি কাজ করবে না। এখানে রেজিস্ট্রি সেটিংসও এড করতে হবে। তাছাড়া কিছু কিছু সফটওয়ারে অন্যান্য ডিরেক্টরিতেও ফাইল কপি হয়। সেগুলোর কারণ Error মেসেজ আসবে।
পোষ্টটি সুন্দর ও সহজভাবে করার জন্য ধন্যবাদ।

ভাই যেকোনো সফটই কি এভাবে করা যাবে ? যেমন এন্টিভাইরাস ?

    @Ashikur Rahman: সব সফট হয়তো হবে না, ছোট সফট এইভাবে পোর্টেবল করা যাবে। আপনি চেষ্টা করে দেখতে পারেন অ্যান্টিভাইরাস হয় কিনা…

best tips

good tune..

ধন্যবাদ ভাই –

কাজের জিনিস