প্রয়োজনীয় উপকরণ :
১) একটি কার্ডবোর্ড বাক্স
২) একটি মাল্টিমিডিয়া মোবাইল (স্ক্রীন টা যত বড় হয় তত ভাল)
প্রস্তুত প্রণালীঃ
বাক্সে মোবাইলের সম আকৃতিতে কেটে সেখানে আঁটসাঁট ভাবে মোবাইলটিকে বসান। বাক্সের পাশে আপনার গলার মাপ মতো কেটে নিন।মোবাইলের উল্টোদিকের বাক্সের অংশ সম্পূর্ণ কেটে ফেলুন। অতঃপর বিছানায় শুয়ে পড়ুন। বাক্সটিকে নিজের মুখ বরাবর প্রতিস্থাপন করুন। মুভি ফাইল ওপেন করুন। হেডফোন লাগিয়ে নিন। ঘরের বাতি নিভিয়ে উপভোগ করুন।
উপকারিতাঃ
১) যে চলচ্চিত্র যা-ই দেখুন না কেন, কাক-পক্ষীটিও টের পাবে না।
অপকারিতাঃ
১) যাদের পপ-কর্ণ চিবানোর অভ্যাস আছে তারা তা পারবেন না।
সতর্কতাঃ
১) অনাকাঙ্খিত কল রোধ করতে সিম কার্ডটি পূর্বেই অপসারণ করুন অথবা মোবাইল অফলাইন করে নিন।
২) সেট পূর্ণ রূপে চার্জ দিয়ে নিন।
৩) সেটটি বাক্সে আঁটসাঁট ভাবে বসান, নতুবা মুখের উপর থুবড়ে পড়তে পারে।
আমি কম্পিউটার ম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 127 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হাসতে হাসতে পেটে ব্যাথা উঠে গেছে………….. তবে আইডিয়া খারাপ না .