উইন্ডোজ 7 এর স্টার্ট বাটন চেন্জ করুন। The best way!

আমরা সবাই উইন্ডোজ এক্সিপর স্টার্ট বাটন চেন্জ করার অনেক Application দেখেছি। তা সবই ছিল 32-bit উইন্ডোজ এর জন্য। উইন্ডোজ 7 এর স্টার্ট বাটন চেন্জ করার অনেক পদ্ধতি হয়ত অনেকে জানেন। তা সবই খুব ঝামেলাপূর্ণ। এখানে একটি সহজ ও ঝামেলামুক্ত সমাধান দেয়া হল যা উইন্ডোজ 7 এর ৩২ বিট ও ৬৪ বিট - দুটোর জন্যই কাজ করবে।

উইন্ডোজ 7 এর স্টার্ট বাটন চেন্জ করার এপ্লিকেশনটার নিচের ঠিকানা থেকে ডাউনলোড করুন।
এই ডাউনলোডটির সাথে কিছু orb button দেয়া আছে। সেখান থেকে আপনি বিভিন্ন বাটন স্টাইল সিলেক্ট করতে পারবেন।

প্রথমে ডাউনলোডকৃত RAR ফাইলটি Extract করুন।
Filename: Windows7SBC_4_Techtunes.rar
Download: http://www.ziddu.com/download/10263574/Windows7SBC_4_Techtunes.rar.html
পরে ডাউনলোড এ দেয়া প্রোগ্রামটি (Windows 7 Button Changer) Administrator হিসেবে চালান।
Run as an Administration

তারপর Select and Change Start Button এর পাশের উইন্ডোজ আইকন এ ক্লিক করুন।

Select and Change Start Button

এরপর Orb button ফোল্ডার থেকে অথবা আপনার পছন্দমত যে কোন Orb Style Select করুন।

Select Orb Image

প্রোগ্রামটি শুধু আপনার Explorer কে Automatically Restart করবে, এতে পুরো কম্পিউটার Restart করা লাগে না।

Start Button is CHANGED!!

এবং HERE YOU GO!! Start Button Change হয়ে গেল! আপনি প্রদানরকৃত ইমেজগুলো Edit করে আপনার পছন্দমত বাটন তৈরি করতে পারেন। এটার ব্যপারে আরেকদিন বলব।

সবাইকে শুভেচ্ছা।

Level New

আমি SimplyME। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন । ধন্যবাদ ।

    Level New

    আপনাকেও ধন্যবাদ।

valo hoyce vaia

Level 0

I want to disable my WindowsXP Start Log in screen. Plz help me?