আমাদের ব্লগগুলির ফেসবুক ফ্যান পেজে লাইক পাওয়ার জন্য সাধারণত আমরা কত কিছুই না করি । পেজের লিঙ্ক ফেসবুকে যেখানে সেখানে পোস্ট করি, মেসেজে বন্ধুদেকে লাইক দিতে বলি, পেজে ইনভাইট বাটন ব্যবহার করি আরও কত কি ! আপনি চাইলে কিন্তু আপনার ব্লগেও ফেসবুক পেজের ইনভাইট বাটন লাগিয়ে নিতে পারেন। যারা ব্যাপারটা বুঝে উঠতে পারেন নাই তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। এই অপশনের মাধ্যমে আপনি ফেসবুকে যেমন করে পেজে ইনভাইট করেন তেমন ভাবে ব্লগে থেকেই যে কোন ভিজিটরস চাইলে আপনার পেজে তাঁর বন্ধুদের ইনভাইট করতে পারবে। আপনি আরও একটা প্রশ্ন করে বসতে পারেন। প্রশ্ন করতে পারেন যে, আপনার ব্লগে ভিজিটরস কেন সময় নষ্ট করে ইনভাইট করবে? এটার উত্তর আমি নিজের অভিজ্ঞতা থেকে দিচ্ছি, "কোন ভিজিটরস আপনার ব্লগ থেকে যদি যথেষ্ট এবং পরিমাণমত তৃপ্তি পেয়ে আনন্দিত হয় তাহলে আপনার উপকার করতে সে ভুলবেনা (শর্ত : যদি সেই ভিজিটরস কৃতজ্ঞ হয়)। হাহাহাহা... উত্তর পেয়েছেন ? এখন হয়ত আপনার মন বলছে, কিন্তু কেমন করে এই অপশন চালু করব? হুম, এটা শেখানোর জন্যই তো পোস্ট লিখছি। পড়া সম্পূর্ণ শেষ করুন তাহলেই বুঝে যাবেন আশা করি। আর কোন সমস্যা হলে তো ক্ষুদে ব্লগার মারুফ আপনার পিছনেই আছে, শুধু ডাক দিবেন তাহলেই হবে। আর মজা করব না আপনাদের সাথে। এখন চলুন শিখে নেয়া যাক। আমি এই পোস্টে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেসে কিভাবে করে সেটা দেখিয়ে দিয়েছি। আপনার অন্যান্য ব্লগিং প্লাটফর্মেও একইভাবে এটা যুক্ত করতে পারবেন।
- ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস যেখানেই এটা যুক্ত করুন না কেন প্রথমে আপনাকে একটি ফেসবুক অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে হবে। ফেসবুক অ্যাপস তৈরির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই ।
- ফেসবুক এপ্লিকেশন তৈরির জন্য এই লিঙ্কে যান। তারপর একটি এপ্লিকেশন Creat করেন। যদি না পারেন তবে আপাতত করার কিছুই নাই। আমাকে বলবেন শিখায় দিব। কারণ এখানে তো এক বিষয় নিয়ে লিখতে বসে আরেক বিষয় নিয়ে লিখা যায়না।
- ধরে নিচ্ছি, আপনি একটি এপ্লিকেশন খুলেছেন। এখন আপনার এপ্লিকেশনের আইডিটা কপি করুন। নিচের ছবি দেখুন তাহলে বুঝে যাবেন।
- এখন নিচের কোডগুলো লক্ষ্য করুন। রঙিন করা লেখাগুলোতে আপনার কপি করা ফেসবুক এপ্লিকেশন আইডি, আপনার মেসেজ, বাটন টেক্সট, বাটন কালার পরিবর্তন করে নিয়ে আপনার ব্লগের ড্যাশবোর্ডে লগিন করে যে জায়গায় এই উইডগেট বসাতে চান সেখানে Html/Javascript গেজেট খুলে পেস্ট করুন আর সেভ করুন। এছাড়াও আপনার পছন্দমত অন্যান্য বিষয়গুলো পরিবর্তন করে নিতে পারেন কোড এডিট করে। মিশন কমপ্লিট।
<style>
/*Facebook Invite Friends Button CSS http://www.bloggermaruf.blogspot.com*/
.MD_fb_invite a{
font-family: "lucida grande", tahoma, verdana, arial, sans-serif !important;
font-weight:bold !important;
font-size:12px !important;
width:150px !important;
border:solid #3b6e22 1px !important;
border-bottom:solid #2c5115 1px !important;
cursor:pointer !important;
padding:6px 6px 6px 6px !important;
background-color:#68a64c !important;
border-top:solid #98c286 1px !important;
text-align:center !important;
color:#fff !important;
text-decoration:none ! important;
}
.MD_fb_invite a:active{
background-color:#609946 !important;
}
/*End CSS http://www.bloggermaruf.blogspot.com*/
</style>
<script src="http://connect.facebook.net/en_US/all.js"></script>
<script>
FB.init({
appId:'549510788403215',
cookie:true,
status:true,
xfbml:true
});
function FacebookInviteFriends()
{
FB.ui({
method: 'apprequests',
message: 'Invite your friends to Making DIfferent'
});
}
</script>
<div id="fb-root"></div>
<span><a href='#' onclick="FacebookInviteFriends();">
Invite your friends
</a></span>
<script type='text/javascript'>
if (top.location!= self.location)
{
top.location = self.location
}
</script>
কেমন লাগলো আজকের টিপস? ভালো লাগলে আমি সার্থক। পোস্টটি কিন্তু
আমার ব্লগে প্রথম প্রকাশিত করেছি। আমার ব্লগে আরও অনেক কাজের টিপস ট্রিকস আছে। চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। ব্লগটি ভালো লাগলে আমি সার্থক। যদি খারাপ লাগে দয়া করে সেই খারাপ লাগাটুকুও জানাবেন যে কেন খারাপ লাগলো। তাহলে ব্লগটি সুন্দর করতে আপনার মতামত আমার কাজে লাগবে।
আমার ব্লগ লিঙ্ক। আর এই পোস্টের যে কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করব। আল্লাহ হাফেজ।
জস্ বাহ্ খুবই ভাল । আপনার মত এমন একজন কে পেয়ে আমি ধন্য ।