আমরা প্রতিনিয়ত বলে থাকি যে, আমাদের কম্পিউটার আস্তে আস্তে কাজ করে,লগিন করতে অনেক সময় নেই। এবং এর প্রতিকার চেয়ে আমরা অনেক কম্পিউটার জ্ঞানীদের কাছে যায় এবং তারাও অনেক ধরনের উপদেশ দিয়ে থাকে বিভিন্ন ধরণের 3rd party সফটওয়্যার ব্যবহারের জন্য। কিন্ত আমার একটু সচেতন হলে নিজেরাই কোন 3rd party ব্যবহার ছাড়া কম্পিউটারের গতি বাড়াতে পারি।
কম্পিউটারে লগিন করার সময় বেশ কিছু প্রোগ্রাম নিজ থেকেই চালু করে দেয়, যার কারণে আমরা যখন কম্পিউটারে ডেস্কটপে right mouse click করি তখন context menu আসতে অনেক সময় নেয়। এর কারণ হল কম্পিউটার লগিন করার পর কিছু প্রোগ্রাম চালু করার জন্য ব্যাস্ত হয়ে যায়, যার কারণে ব্যবহারকারির কোন কমান্ড সে তখন নিতে চায় না।
তো আসুন কম্পিউটারকে ব্যবহারকারির কমান্ড শুনানোর জন্য ব্যবস্থা করি।
১ ধাপ Start মেনুতে ক্লিক করে রানে যান
২ ধাপ এখন রান থেকে টাইপ করুন msconfig এবং ENTER চাপুন
৩ ধাপ একটি নতুন উইন্ডো আসবে এবং এইখান থেকে services মেনুতে যান।
৪ ধাপ এখন এইখান থেকে আপনার অপ্রয়োজনিয় প্রোগ্রাম গুলো থেকে ঠিক চিহ্ন তুলে দিন
৫ ধাপ এরপর কম্পিউটার আপনাকে computer restart করতে বলবে এবং restart করুন
দেখুন আপনার কম্পিউটার restart হওয়ার পরে খুব দ্রুত গতিতে লগিন করছে।
আরো বিস্তারিত দেখুন এইখানে
আমি emdad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 322 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারি। আমি নেটওয়ার্কিং, ওয়েভ ডেভেলপমেন্ট এবং ব্লগিং নিয়ে ইন্টারনেটে বিচরণ করি। আমি এখন www.software-blogmania.com এই ঠিকানায় অবস্থান করছি।
এমদাদ ভাই , আপনার এই সাংঘাতিক টিউনটির জন্য আপনাকে আবারও সাংঘাতিকভাবে ধন্যবাদ এবং আপনার পরবর্তী সাংঘাতিক টিউনগুলোর জন্য আমার পক্ষ থেকে একগুচ্ছ আগাম সাংঘাতিক ধন্যবাদ রইল ।