এবার জেনে নিন কিভাবে স্কাইপ এর চ্যাট হিস্ট্রির ব্যাকআপ রাখবেন

স্কাইপ এর চ্যাট হিস্ট্রি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমারা বুঝি যখন আমাদের চ্যাট হিস্ট্রির খুব প্রয়োজন হয়। আমারা সকলেই জানি যে স্কাইপ তাদের সার্ভারে কোন চ্যাট হিস্টির ব্যাকআপ রাখে না তাই যখন আমারা আমাদের পিসি নতুন করে সেটআপ বা নতুন করে উইন্ডোজ ইন্সটল করি তখন পূর্বের সকল চ্যাট হিস্ট্রি গুল মুছে যায়।

তাই আজ আমরা দেখব কিভাবে আমরা স্কাইপ এর চ্যাট হিস্ট্রি ব্যাকআপ রাখতে পারি। তো চলুন শুরু করা যাক।

স্কাইপ চ্যাট

স্কাইপ চ্যাট হিস্ট্রি ব্যাকআপ

প্রথমেই আপনি স্কাইপ থেকে সাইন আউট করুন এবার স্কাইপ অ্যাপ্লিকেশান টি ক্লোজ করে দিন। ।এবার ডাটাবেজ ফাইলটা খুজে বের করতে হবে।

Windows: %appdata%\Skype\SKYPE-USERNAME/main.db

এখানে SKYPE-USERNAME এর জায়গায় আপনার স্কাইপ ইউজারনেম দিয়ে রিপ্লেস করুন।
এই ফাইলটাই আমাদের ডাটাবেস ফাইল। এটার একটা কপি নিয়ে সুরক্ষিত রাখুন।
তো হয়ে গেলো আমাদের ডাটাবেজ ব্যাকআপ করা।

রিস্টোরিং পদ্ধতি

ধরে নিলাম নতুন ওএস ইন্সটল করেছেন এবং আপনার হাতে আগের কপি করা main.db ফাইলটা আছে।
এবার স্কাইপ ইন্সটল করুন এবং আপনার ইউজারনেম দিয়ে লগইন করুন। লগইন হওয়ার পর আর কিছু না করে লগআউট করে ফেলুন সাথে অবশ্যই স্কাইপ এপটা এক্সিট করে দিবেন।
বর্তমান ইন্সটলেশনে ওএস অনুযায়ী main.db ফাইলটা খুজে বের করুন এবং আপনার ব্যাকআপে থাকা main.db ফাইলটা দিয়ে এটাকে রিপ্লেস করে দিন।

আবার স্কাইপ ওপেন করুন এন্ড ভয়লা, সব চ্যাট হিস্টোরীই দেখা যাচ্ছে। হয়ে গেলো ব্যাকআপ রিস্টোর।

ইচ্ছে হলে এখান থেকে ঘুরে আসতে পারেনঃ টিউনমেলা

ধন্যবাদ

Level 0

আমি saimonh3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস