আসসালামুআলাইকুম অনেকদিন ধরে টিটিতে কিছু লিখব ভাবছিলাম কিন্তু আমি বেশি কিছু জানিনা আর আমি যা জানি অন্যেরা সকলেই তা জানে ৷ তাই নতুন কিছু নিয়ে পোষ্ট করছি ৷ তবে যারা জানেননা তাদের জন্য ৷ ফেসবুকে একশব্দের ইউজারনেম থাকবে ব্যাপারটা দেখতে একটু অনকমন ৷
এটা করতে হলে আপনাকে প্রথমে মজিলা থেকে সাধারন ভাবে লগইন করতে হবে ৷ লগইন হলে ব্রাউজারের Option>Advanced>settings এ গিয়ে Manual Proxy Configuration সিলেক্ট করতে হবে ৷ এবার ঘর গুলাতে Proxy ও Port দিয়ে Ok করে দিতে হবে ৷ Proxy দেখতে http://www.proxynova.com/proxy-server-list/country-id/ লিংক দেখুন ৷ এখান থেকে যে কোনো একটা Proxy ও Port কপি করে ব্রাউজারে বসিয়ে ওকে করে দিন ৷ নিচে দেখুন ৷ এবার ফেসবুকের Acount Setting এ গিয়ে Language Bahasa Indonesia তে পরির্বতন করে Save change দিন ৷ এবার আসল কাজ ৷ Nama তে ক্লিক করুন Depan এ আপনার ইচ্ছা মত নাম দিয়ে Tengah ও Belakang মিশে দিন ৷ এরপর Kata Sandi এ আপনার পাসওয়ার্ড দিয়ে Simpan Perubahan এ ক্লিক দিন পুনরায় Language change করতে Bahasa থেকে English Us দিয়ে Simpan Perubahan এ ক্লিক দিন ব্যাস কাজ শেষ ৷ এবার Proxy Option এ Use System Proxy settings ক্লিক করে দিন৷ ব্যাস এবার ভাব নেন পুরা ৷
সর্তকতা: Proxy set করার পূর্বে লগইন করুন ও নাম চেন্জ করার পর অবশ্যই Proxy Settings এ Use System Proxy settings করে দিবেন
আমি এটা মজিলাতে করছি তাই অন্য ব্রাউজারে হবে কিনা জানি না
আমি মেজবাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice