মেমোরী/ পেনড্রাইভ কে বুটেবল করে রাখুন (কাজের প্রয়োজনে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেকের সিডি রম নষ্ট থাকে, তাই অনেকে উইন্ডোজ দিতে হিমশিম খেতে হয়, আর হিমশিম খেতে হবে না, আর আলাদা সিডি রম ছাড়া আজকে আপনি উন্ডোজ দিতে পারবেন নিচের পদ্ধতি গুলো অনুসরণ করে, পেনড্রাইভ কে বুটেবল করার জন্য অনেক বিভিন্ন  সফট  রয়েছে, আবার সফটওয়্যার  ছাড়াও বুটেবল করা যায়। আমি গুগলে সার্চ দিয়ে অনেক গুলো সফটওয়্যার নামিয়েছি কিন্তু আমার কাছে পেনড্রাইভ কে বুটেবল করার জন্য এই সফটওয়্যারটি অনেক ভাল লেগেছে আশা করি আপনাদের ভাল লাগবে, এটার সুবিধা হল পোর্টেবল তাই ইন্সটল দেওয়ার কোন ঝামেলা পোহাতে হবে না।

প্রথমেই এখানে থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

তারপর চালু করুন নিচের মত করে ।

এবার Drop Source or Click এ ক্লিক করে আপনি আপনার উইন্ডোজের ISO ফাইলটি বা ডিভিডি বা সোর্স ফোল্ডার দেখিয়ে দিন। নিচের মত করে।

আর ISO ফাইল তৈরি করতে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে নিন।  আমি এখানে উইন্ডোজ সেভেনের ISO নিয়েছি আপনি ইচ্ছা করলে xp এর ISO ফাইল নিতে পারবেন।

এবার Quick Format বক্স এ টিক চিহ্ন দিয়ে Do it! বাটনে ক্লিক করুন, মেমোরী/ পেনড্রাইভ Format করার জন্য।

ব্যাস এখন মেমোরী/পেনড্রাইভটি বুটেবল হওয়া শুরু করবে, নিচের মত ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সময় ১০/১৫ মিনিট লাগতে পারে। তারপর নিচের মত যদি মেসেজ আসে তাহলে বুঝে নিতে হবে আপনার মেমোরী/ পেনড্রাইভটি বুটেবল হয়ে গেছে।

ব্যাস তৈরি হয়ে গেল বুটেবল পেনড্রাইভ/মেমোরী।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, ISO ফাইল কিভাবে তৈরী করবো একটু বিস্তারিত বলবেন??? c ড্রাইভ এর উইন্ডোজ এর লোকেশান দেখিয়ে দিলেই কি হবে??? যদি DVD তে সোর্স থাকে সেটাও হবে???

Level 2

good

Level 0

ভালো লাগলো।hossain ভাই এই পদ্ধতি তে pen drive bootable করার পর pen drive এ কিছু রাখা যাবে?যদি কিছু রাখা হয় তবে কি pen drive bootable disable হয়ে যাবে কিনা?

আমার মেমরি কার্ড ফরমেট দিতে পারছি না দেখায় রাইট প্রোটেক্টেড । এখন কি করব প্লিজ সাহায্য করেন ?

    @newmission17: রাইট প্রোটেক্টেড মেমোরী/পেনড্রাইভ নিয়ে অনেক সুন্দর টিউন হয়েছে দেখতে পারেন, সার্চ করে @ ধন্যবাদ

ধন্যবাদ হোছাইন আহম্মদ ভাই। আরেকটি কথা, বুটেবল করা পেনড্রাইভ এ উইন্ডোজ ফাইলের সাথে অন্যান্য তথ্য যেমনঃ ভিডিও, অডিও, ডকুমেন্টস্ রাখা যাবে কিনা?

    @জাহাঙ্গীর: অন্য ডুকেমেন্ট রাখা যাবে তবে না রাখাই ভাল @ ধন্যবাদ

Level 0

bro really nice post really i allso give u thanks my deap heart .

ভালো হয়েছে হোছাইন ভাই । অনেক সুন্দর টিউন ।

হোছাইন আহম্মদ ভাই এইটা দিয়ে তো Xp Bootable করা যায় না।।।।।।।।

Darun tune,dhonyobad

Level 0

hossain bhi ai post a https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/225685

এরপর তার নিচে থাকা Destination এর পাশে থাকা ফোল্ডার এর ছবিতে ক্লিক করুন

chobi kohje paicna
daya kore help korben plese snap shrot deben ?