আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজকে ছো্ট একটি নোটপ্যাডের টিপস দেখাবো।যাদের জানা নেই এটি তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারনত Start/Run-G গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি।কিন্তু আপনি ইচ্ছে করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন।এজন্য প্রথমে My computer এ যান,এবার আপনার হার্ড ড্রাইভে যান।এখানে কোন ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন-
del C:\Windows\Prefetch\*.* /Q
এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে।সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন।লক্ষ্য করে দেখুন একটি Batch file তৈরী হয়েছে। এবার থেকে এই Batch file-G Double click দিলেই Prefetch ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
টিউনটি যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।কারন কমেন্ট ছাড়া একটি টিউনের ভালো মন্দ বোঝা সম্ভব নয়।
ধন্যবাদ সবাইকে।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
মন্দ নয়। ধন্যবাদ।