রবিতে উপভোগ করুন ফ্রী মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস – “রবি স্কোরবোর্ড” অফার দিয়ে।

হ্যালো টিউনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আপনাদের জন্য আমি আজ একটি মজার পোস্ট নিয়ে হাজির হলাম। আপনারা যারা ফ্রী ইন্টারনেট ব্যবহার করেন তারা বোধহয় জানেন রবি তে ফ্রী নেট ব্যবহার করা যায় না। আমি আজ আপনাদের শিখাব কিভাবে রবিতে প্রতিদিন ১৫০ এমবি ফ্রী ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আমন্ত্রণ রইল আমার ব্লগে এ ঘুরে আসার জন্য।

 

প্রথমে ২৩ টাকা লোড করে “রবি স্কোরবোর্ড” অফার অন করে নিন এবং আপনার সিমে শুধুমাত্র “পে পার ইউজ” ইন্টারনেট প্যাকেজ আক্টিভ করুন।

For Androind and iPhone :

ডাটা কানেকশন অন করুন এবং অফ করুন। *৪৪৪*২৩# ডায়াল করে দেখুন আপনার ইউজেস এ ৩ টাকা হয়ে গেছে। এভাবে ডাটা কানেকশন অন এবং অফ করতে থাকুন । প্রতিবারের জন্য আপনার ইউজেস ৩ টাকা করে বাড়তে থাকবে।

*৪৪৪*১১# ডায়াল করে দেখুন আপনার জমাকৃত রান। প্রতি ১১ টাকা ইউজেস এর জন্য আপনি পাবেন ৫০ রান। প্রতিদিন আপনি সর্বোচ্চ ৯০০ রান করতে পারবেন। আপনার মেইন একাউন্ট থেকে যদি ৩ টাকা কেটে নেয় তাহলে একটু পর ফেরত দিয়ে দিবে।

 

For Nokia and Java Phone :

আপনার অপেরা মিনি অন করে সেটিংস থেকে ইমেজ অফ করে নিন। এইবার google.com  অথবা খুব কম সাইজের একটি ওয়েবসাইটে এ ডুকুন এবং সাথে সাথে অপেরা মিনি বন্ধ করে দিন।*৪৪৪*২৩# ডায়াল করে দেখুন আপনার ইউজেস এ ৩ টাকা হয়ে গেছে। এভাবে বার বার google.com  অথবা খুব কম সাইজের একটি ওয়েবসাইটে এ ডুকুন এবং সাথে সাথে অপেরা মিনি বন্ধ করে দিন। প্রতি ১১ টাকা ইউজেস এর জন্য আপনি পাবেন ৫০ রান। প্রতিদিন আপনি সর্বোচ্চ ৯০০ রান করতে পারবেন।

কতবার ডাটা কানেকশন অন এবং অফ করবেন ?

৯০০ রান করার জন্য ১৯৮ টাকা ইউজেস লাগবে। সে জন্য ১৯৮/৩=৬৮ বার ডাটা কানেকশন/অপেরা মিনি অন এবং অফ করতে হবে। আর যদি কম রান করতে চান তো আর ও কম ডাটা কানেকশন/অপেরা মিনি অন এবং অফ করতে হবে।

৯০০ রান দিয়ে কি করবেন ?

১৫০ মেগাবাইট কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*৬#

২২৫ মিনিট কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*৪#

৪৫০ এম এম এস কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*২#

৯০০ এস এম এস কিনতে পারবেন- ডায়াল *৮৫৫৫*৯০০*১#

অথবা আপনার পছন্দ মত যে কোন কম্বিনেশন এ মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস কিনতে পারবেন।

আপনার ক্রয়কৃত  মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস এর মেয়াদ জানতে এইখানে ক্লিক করুন।

খরচ ?

আমার এন্ড্রয়েড ফোনে ৩ থেকে ৫ পয়সা লাগে। নকিয়া ফোনে ১০ থেকে ২০ পয়সা লাগতে পারে।

আর দেরি কেন? শুরু করুন রান এবং উপভোগ করুন ফ্রী মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস।

Level 0

আমি jamalnaser। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনার ভাই এখনি টিউন ডিলিট করুন! তা না হলে রবি তার সিস্টেমের সমস্যা বুঝতে পারবে। টিউনের জন্য ধন্যবাদ।

    Level 0

    @শাকিল মাহমুদ: ধন্যবাদ শাকিল মাহমুদ ভাই। টিউন ত ডিলিট করার জন্য প্রকাশ করিনি। যা হোক আপনি কি ৯০০ রান পেয়েছেন?

      Level 0

      @jamalnaser: vai koyta theke koyta porjonto use kora jabe?

        Level 0

        @mdarb: মেয়াদ জানার জন্য একটা লিংক দিয়েছিলাম। লিংক টাতে ক্লিক করেন। আসুন না একবার আমার ব্লগে!

Level 0

Thanks

Level 0

ধন্যবাদ সবার উপকার হবে।

    Level 0

    @Mosarof_BD: আপনাকে স্বাগতম

Level 0

kalke i try korbo

এই পদ্ধতিতে প্রায় দেড় মাস হল রবি দিয়ে ফ্রী মেগাবাইট নিচ্ছি। কারো কাছে শেয়ার করিনি। তবে এখন যে ভাবে পাবলিশ করা শুরু করছে সবাই, দুই দিন পরই আর আর এই ট্রিক হয়ত কাজ করবে না। -_-

    Level 0

    @নাসির উদ্দিন: ভাই সবাইকে জানিয়ে দেয়া দায়িত্ব মনে করে শেয়ার করলাম।

Level 2

ভাই এই পধ্দতিতে টাকা কাটে বলেননি কেন । মানুষকে হয়রানি করার কি দরকার

    Level 0

    @mdmijan: আপনি এই অভিযোগ কিভাবে করলেন বুঝলাম না। মনে হয় আপনি পুরা পোস্ট ভাল করে পড়েন নি। আমি আগেই বলেছি ” আপনার মেইন একাউন্ট থেকে যদি ৩ টাকা কেটে নেয় তাহলে একটু পর ফেরত দিয়ে দিবে” ।আপনার একাউন্ট থেকে ৩ টাকা কেটে নেবে এবং সাথে সাথে ফেরত দেবে। এই bug -য়ের জন্য ই কিন্তু আপনি রান করতে পারছেন। আর মাঝে মাঝে ১ থেকে ২ পয়সা কাটতে পারে। আপনি যদি হয়রানির শিকার হন তাহলে দুঃখিত। বাদ দেন ভাই এই পদ্ধতি আপনার জন্য নয়।

Level 0

bi..23 tk guloki keta niva..
R.robi scorbord pakage ta calu korbo kamne ??

    Level 0

    @Sheikh Miraj: প্রথমেই বলে রাখি, “রবি স্কোর বোর্ড” কোনও প্যাকেজ না, একটি অফার। আপনি যে প্যাকেজর গ্রাহক হন না কেন, ২৩ টাকা রিচার্জ করলে স্কোর বোর্ড অন হয়ে যাবে। ২৩ টাকা কাটবে না, আপনার মেইন একাউন্ট এ যোগ হবে

পুরাই ভুয়া কাজ করে না!!!!!!!

    Level 0

    @Sheikh Miraj: দুঃখিত, ভাই বাদ দেন এই পদ্ধতি আপনার জন্য নয়।

Level 0

ধুর মিয়া এটা কি করলেন…কোন কাজই তো হলনা

    Level 0

    @meglariad: আপনি কি নিয়ামাবলী সঠিক ভাবে অনুসরন করেছেন?

Level 0

@Sheikh Miraj: দুঃখিত, ভাই বাদ দেন এই পদ্ধতি আপনার জন্য নয়

bai ata 1st kaj kor chilo but 30mb anar por ar kaj korte sena?????????

    Level 0

    @sajidulislam: রাত ৯ থেকে রাত ৩ এই সময় কাজ করবে। অথবা ৩০ এমবি শেষ করে চেস্টা করুন। আপনি যখন এমবি কিনে ফেলেন তখন আপনার ডাটা প্যাকেজ থেকে নেট কাটে তাই কাজ করছে না। রাত ৯ টার পর ফ্রী এমবি ইউজ হয় না তখন “পে পার ইউজ” প্যাকেজ চালু হয়।

Level 0

ati ki sob robi sim e.amar sim e hoccena keno?

    Level 0

    @khirulamin: ্সকল রবি প্রিপেইড সিমে কাজ করে। আগে ২৩ টাকা রিচার্জ করে নিন। তারপর চেস্টা করেন।

ভাই আমার হইছিল! কিন্তু এখন হচ্ছেনা কেন! google reload Dei 1 2 paisa kateo But টাকা বারে না! এখন সাড়ে ৬টা বাজে!

Level 0

many many thanks dear brother matro 10 minite 900 run kore 150 mb pailam. awesome….for you

    Level 0

    @mdarb: ভাল লাগল আপনার কথা শুনে।এন্ড্রয়েড ফোন হলে আর ও দ্রুত করতে পারনে। আমি ৫ মিনিটে ৯০০ রান করে ফেলি।

      Level 0

      @jamalnaser: মজাই মজা…আমি ১৫০০ রান করলাম। আমি এখন jamalnaser ভাইকে ছাড়িয়ে…

ভাই আমার টাকা বাড়ছে না কেন? আমি গতকাল ৮৫ এমবি এবং ১২ মিনিট টকটাইম নিছি! কিন্তু আজ *444*23# দিলাম দেখায় sorry! operation failed আমার পে পার ইউজ চালু আছে! পদ্ধতিটি কি অফ হইয়া গেছে?

    Level 0

    @Sheikh Miraj: আপনার কি ৮৫ এমবি শেষ হয়েছে?৮৫ এমবি শেষ হলে অথবা ৮৫ এমবি শেষ এর মেয়াদ শেষ হলে কাজ করবে।
    ৮৫ এমবি শেষ না হলে-
    রাত ৯ থেকে রাত ৩টা এই সময় চেস্টা করুন , কাজ করবে।

    Level 0

    @Sheikh Miraj: “পুরাই ভুয়া কাজ করে না!!!!!!” এই কমেন্ট কিন্তু আপনার।

সরি ভাই!! গতকাল প্রথমদিকে কাজ করতেছিল না! আমার ৮৫ এমবি শেষ হইছে! এখন ওয়েবে গেলেও টাকা কাটে কিন্তু ইউস টাকা বাড়ে না। আর একটা কথা আমি ১২ মিনিট বোনাস টকটাইম নিছিলাম যার মেয়াদ আজকে দিন পর্যন্ত ঐ জন্য কি সমস্যা হচ্ছে? ভাই আপনা ফোন নাম্বারটা কি দেওয়া যায়! তাহলে একটু দেন। আমার ইমেইল [email protected]

প্লিজ একটু উত্তর দেন?

    Level 0

    @Sheikh Miraj: কোন প্রশ্নের উত্তর দিব? আপনার আগের প্রশ্নের উত্তর তো দিলাম। আবার কপি পেস্ট করলাম
    23 December, 2013 at 12:29 pm
    @Sheikh Miraj: আপনার কি ৮৫ এমবি শেষ হয়েছে?৮৫ এমবি শেষ হলে অথবা ৮৫ এমবি শেষ এর মেয়াদ শেষ হলে কাজ করবে।
    ৮৫ এমবি শেষ না হলে-
    রাত ৯ থেকে রাত ৩টা এই সময় চেস্টা করুন , কাজ করবে

vi free j minute ta kinci ata kaj korba kokon jodi aktu bolten

    Level 0

    @offside@bird: “আপনার ক্রয়কৃত মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস এর মেয়াদ জানতে এইখানে ক্লিক করুন।” এই লাইনে তো আপনার উত্তর ছিল। যা হোক, রাত ১২টা থেকে সকাল ৮ টা এই সময় ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন।

Level 0

@offside@bird: “আপনার ক্রয়কৃত মেগাবাইট,মিনিট,এম এম এস, এস এম এস এর মেয়াদ জানতে এইখানে ক্লিক করুন।” এই লাইনে তো আপনার উত্তর ছিল। যা হোক, রাত ১২টা থেকে সকাল ৮ টা এই সময় ফ্রি মিনিট ব্যবহার করতে পারবেন।

প্রথমদিকে কাজ
করতেছিল না!
আমার ৮৫
এমবি শেষ হইছে!
এখন ওয়েবে গেলেও
টাকা কাটে কিন্তু
ইউস টাকা বাড়ে না।
আর
একটা কথা আমি ১২
মিনিট বোনাস
টকটাইম নিছিলাম
যার মেয়াদ
আজকে দিন
পর্যন্ত ঐ জন্য
কি সমস্যা হচ্ছে?
ভাই আপনা ফোন
নাম্বারটা কি দেওয়া
যায়! তাহলে একটু
দেন। আমার ইমেইল
rownakulmiraj@
gmail.com

    Level 0

    @Sheikh Miraj: আপনার সমস্যা কেন হচ্ছে জানি না। আর এক বার ২৩ টাকা রিচার্জ করে দেখতে পারেন।

jamalnaser ভাই আমি এখন ডাটা কানেকশন অন অফ করলেও আমার ইউজেস বাড়তেছে না। Plzzzzz Help

    Level 0

    @sajibkhan1852: আপনার কি এমবি শেষ হয়েছে?এমবি শেষ হলে অথবা এমবি এর মেয়াদ শেষ হলে কাজ করবে।
    এমবি শেষ না হলে-
    রাত ৯ থেকে রাত ৩টা এই সময় চেস্টা করুন , কাজ করবে

Level 0

somvoboto eta ar kaj korche na