আসুন জেনে নেই ব্লগস্পটের শর্ট কাট key গুলো …

Blogger
এবারের পোস্ট করব ব্লগস্পট নিয়ে। সুতরাং ব্লগার ভাইয়েদের কাজে আসবে আশা করি। আপনারা যারা আমার মত ব্লগস্পটে পোস্ট নিয়মিত লেখেন তাঁরা পোস্ট লেখার সময় দুই একটা শর্টকাট কোড ব্যবহার করলে ক্ষতি কি? বরঞ্চ অন্তত ২-১ সেকেন্ড করে সময় বাঁচবে। ধরুন লিঙ্ক দিবেন, কি বোর্ড শর্টকাট key ব্যবহার করে মুহূর্তেই লিঙ্ক দিতে পারবেন। এমন ছোট খাট কাজ করতে পারবেন কি বোর্ড শর্টকাট key ব্যবহার করে। তাহলে আপনাকে লিখতে লিখতে কি-বোর্ড ছেড়ে মাউসে বার বার হাত দিতে হবেনা। এর আগে পোস্ট করেছিলাম মজিলা ফায়ারফক্স শর্ট কাট key নিয়ে (পড়তে এখানে ক্লিক করুন)। এখন চলুন ব্লগস্পটের শর্টকাটগুলো জেনে নেই।
  • ctrl + b = লেখা বোল্ড হবে (যেটি বোল্ড করবেন সেটুকু Shift+arrow চেপে সিলেক্ট করে উক্ত কমান্ড দিন)
  • ctrl + i = লেখা সিলেক্ট করে এই কমান্ড দিলে ইতালিক হবে।
  • ctrl + c = লেখা কপি
  • ctrl + x = লেখা কাট
  • ctrl + v = কোন লেখা পেস্ট হবে
  • ctrl + z =ভুলবশত কোন কাজ করে ফেললে সাথে সাথে এই কমান্ডের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে আসবে।
  • ctrl + y = Redo হবে।
  • ctrl + f = কোন শব্দ বা বাক্য খোঁজা যাবে
  • ctrl + shift + a = লিঙ্ক দিতে ব্যবহার করুন
  • ctrl + shift + p = প্রিভিউ দেখতে
  • ctrl + d =খসড়া হিসেবে লেখা সংরক্ষণ করতে
  • ctrl + p = লেখা প্রকাশ করতে
  • ctrl + s = সংরক্ষণ এবং সম্পাদনা চালিয়ে যেতে
  • ctrl + g = Indic transliteration
ভালো লাগলে শেয়ার করতে কখনই ভুলবেন না। আপনাদের জন্য প্রতিদিন লিখি, আপনারা আমার লেখা না পড়লে লেখা বৃথা। তাই আমার সাথেই থাকুন। আপ্নারাই আমার লেখার অনুপ্রেরণা। ধন্যবাদ। - ব্লগার মারুফ

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার ব্লগার মারুফ এর টেম্পলেট টির লিন্ক দিবেন /////

Level 0

ধন্যবাদ পোষ্ট করার জন্য।