send to অপশনে নিজের মত করে টার্গেট ফিট করুন। হয়ে উঠুন আরো দ্রুত পিসি ইউজার।

কোন কথা না বাড়িয়ে মূল কথা বলে ফেলি।  সাধারণত আমরা send to অপশনে অল্প কয়েকটা টার্গেট দেখে থাকি।

যেমন আপনি নিচের ছবিটা দেখলে বুঝতে পারবেন.......................

এখন আপনি চাইলে এই send to অপশনে নিজের মত করে টার্গেট ফিট করতে পারেন, মানে আপনি চাইলে আপনার যে কোন হার্ড-ড্রাইভ বা তার ভিতরের ফোল্ডার যত খুশি তত ফিট করে দিতে পারেন।  তার জন্য সর্বপ্রথম আপনি আপনার মাই কম্পিউটারে প্রবেশ করুন, তারপর উপরের বক্সে অর্থাৎ যেখানে computer লিখা থাকে সেখান থেকে computer লিখাটি মুছে দিয়ে লিখুন shell:sendto নিচে দেখুন..................

এবার যে উইন্ডোটি আসবে সেখানে আপনার কাঙ্খিত ফোল্ডার বা হার্ড-ড্রাইভ মানে যেটা আপনি চান সেটা টেনে এনে ছেড়ে দিন।  আর দেখুন এবার send to অপশনে সেই ফোল্ডার বা হার্ড-ড্রাইভটি সেট হয়ে গেছে।  ব্যাস কাজ শেষ।  এবার যেখানেই থাকুন সেখান থেকে আপনার যে কোন ফাইলকে আপনার টার্গেট করা ফোল্ডার বা হার্ড-ড্রাইভে send করে দিতে পারবেন.................................

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন......................

আমার ব্লগে ঘুরে আসতে পারেন.......................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ছোট্ট হলে কাজের জিনিষ। ধন্যবাদ ভাই।

xp তে কিভাবে এটা করতে হয় জানতাম।
win 7 এবং win 8 এ সফটওয়্যার ছাড়া কিভাবে এটা করা যায় সেটা খুজছিলাম।
ধন্যবাদ।

মোহাম্মদ খালিদ হোসাইন@ thanks to you…………..

Shihab Khan @ আপনাকেও ধন্যবাদ

Thanks…..Nice Tune…

thank you

ভাই এখানে Libraries অপশনের ফোল্ডারগুলো এড করা যায় শুধু, অন্য কোন ড্রাইভের ফোল্ডার এড করতে পারছিনা। যেমন D ড্রাইভের ফোল্ডার অনেক চেস্টা করেও পারলাম না। সামাধান চাই।

মাহমুদ কলি। @ ভাই প্রথমে আপনি আমার দেখানো নিয়মে send to অপশনে যান। তার পরপর পুরো উইন্ডোটি মিনিমাইজ করে রাখুন। এবার আপনি মাই কম্পিউটারে আবার ঢুকুন এবং আপনার ডি ড্রাইভে ঢুকুন। এবার সেখান থেকে মানে ডি ড্রাইভের ফোল্ডারকে টেনে এনে মিনিমাইজ করা উইন্ডোতে এনে ছেড়ে দিন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবেন।

সবাইকে কমেন্টস করার জন্য ধন্যবাদ।