পাইরেটেড সফটওয়্যার বন্ধে বাড়ছে Microsoft এর কড়াকড়ি,তাই জেনে নিন আইনী জটিলতা ছাড়া আনলিমিটেড Genuine WindowsOS ব্যবহার এর পদ্ধতি !!!

আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ পাইরেটেড সফটওয়্যারের ওপর ভাসছে। গত কয়েক বছর ধরে বিশ্বে পাইরেটেড সফটওয়্যারের দিক থেকে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।এই ধারাবাহিকতা বন্ধ করতে উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি পাইরেটেড সফটওয়্যার বিক্রি বন্ধে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে।কিছুদিন পর হইত শুনবেন যে পুলিশ বাসায় বাসায় গিয়ে গ্রেফতার করছে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের।  😯 মাইক্রোসফট এর যা পয়সা আছে তাতে তারা চাইলেই সব কিছু করতে পারে। ( বাস্তবতা যেকোন সময় খারাপ হতে পারে )

undefined

আপনারা অনেকেই জানেন  টিকফার দানে  উইন্ডোজ চালাতেই তো সমস্যা , চিন্তা করছি কম্পিউটার চালানো বাদ দিয়ে দেবো , কারন অত টাকা দিয়ে উইন্ডোজ কিনে চালানোর মত সামর্থ্য নেই , আর পাইরেটেড উইন্ডোজ চালালে তো পুলিশ ধরবে , ধুর ......... এই জন্যই কম্পিউটার চালাবোনা , কিন্তু আপনারা যারা কম্পিউটার না চালিয়ে থাকতে পারবেন না ... আর উইন্ডোজই চালাতে হবে তাদের জন্য আমি একটা বুদ্ধি বের করেছি। 🙂

সাপও মরল লাঠিও ভাঙল না পদ্ধতি

১। উইন্ডোজ ® ইন্সটল দিন ।

২। একটিভ করবেন না অর্থাৎ আপনি Trial উইন্ডোজ চালাবেন । ফলে কোন আইনি জটিলতা নেই , কারন Microsoft trial না দিলে আপনি কিভাবে চালাচ্ছেন।

৩। প্রতি ৩০ দিন পর পর Start menu থেকে CMD search করুন Run as administrator করে শুধু টাইপ করুন slmgr -rearm তারপরে Enter Button এ চাপ দিন ।নিচের ছবির মত।


ব্যাস আবার ৩০ দিন উইন্ডোজ চালান নিশ্চিন্তে কোন রকম আইনি জটিলটা ছাড়া। আপনার বাসায় Microsoft এর অফিসার বা পুলিশ আসলে দেখিয়ে দেবেন আপনি ট্রায়াল চালাচ্ছেন।কিন্তু আপনিই জানবেন এই ট্রায়াল জিন্দেগিতে শেষ হবার না। 🙄

বিশেষ দ্রস্টব্যঃ

♦ এই পদ্ধতিটা তখনই Use করতে পারেন যখন Microsoft আমাদের দেশে আইন মানাতে কড়াকড়ি করবে।তার মানে হল আপনি যদি কোথাও Activate Code দেওয়া বা Auto Activate হওয়া Windows CD না পান তাহলে এই কাজটি করতে পারেন।এখন থেকে না করলেও চলবে।

♦ কারও যদি উইন্ডোজ এর Activation Code না থাকে তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

♦ প্রতি ৩০ দিন পর পর এই কাজটি করতে হবে । এত টাকার উইন্ডোজ চালাবেন আর এতটুকু কাজ করতে পারবেন না ।

♦ কেউ যদি Linux ভক্ত থাকেন তাহলে তারা তখন Linux Use করবেন। কারণ এমন পরিস্থিতি আসলে আমিও Linux এ চলে যাব।  😉


আমি আছি আপনার কাছাকাছি,শুধু খুজে নিন। 😎

♥ আদিল শাহরিয়ার ♥

Level 2

আমি আদিল শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটু বেশিই অসামাজিক।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bah.. Darun buddi

আপনার বাসায় Microsoft এর অফিসার বা পুলিশ আসলে দেখিয়ে দেবেন আপনি ট্রায়াল চালাচ্ছেন….!!! গাছে কাঁঠাল, গোঁফে তেল

    @মুশফিকুর রহমান আবীর: আমার মনে হয় আপনি আমার টিউন পুরোটা মনোযোগ দিয়ে পড়েননি।আপনার উল্লেখ করা ওই লাইনটা দিয়ে আমি কি বুঝাতে চেয়েছি,তা যারা বুঝার তারা ঠিকই বুঝে নিতে পারবে।আর আপনার মত যারা একটু বেশি বুঝে তাদের জন্য বিশেষ দ্রস্টব্য অংশটা দেওয়া হয়েছে।মনোযোগ দিয়ে পুরো টিউনটা আবার পড়ুন,আশা করি মাথায় আসবে।

Drur mia,beshi vaben,polish ra ak number gadha,ora dhorbo abar piracy,khali khali besi vaben :/

    @রন্জন কুমার বিশ্বাস: ভাই,আমি নিজেও জানি এমনটা কখনো হবেনা,It’s Just A Fun. আমি যে কারণে এই টিউন করেছি তা মূলত বিশেষ দ্রস্টব্যতেই উল্লেখ করেছি।

ধন্যবাদ ভাই। বুদ্ধিটা ভালই।

THANK YOU VERY MUCH FOR NICE TUNE OF A GREAT SYSTEMS REARMING TRIX . GO …

আপনাকেও অসংখ্য ধন্যবাদ টিউনটা পড়ার জন্য !!!